নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

Catch Me If You Can রিভিও

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৮







Catch Me If You Can (2002)



imdb rate: 8.0

imdb link: Catch Me If You Can (2002)

torrent download link: টরেন্ট





মুভির মুল চরিত্রে আছে লিওনার্দো ডি ক্যাপ্রিও। ক্যাপ্রিওর নাম ফ্র্যাংক উইলিয়াম অ্যবাগ্নেল।

এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছে টম হ্যাংকস।

টম হ্যাংকস এর চরিত্রের নাম হ্যানরাটি ।



ট্যাক্স জাল করার অভিযোগে ফ্রাংক ওরফে ডি ক্যাপ্রিওর বাবার উপর সরকার তদন্ত চালায়। ফ্রাংকের বাবার দোকান দেউলিয়া হয়ে যাবার জন্য ব্যাংক নিয়ে নেয়। একেবারে নিঃস্ব হয়ে যায় ফ্রাংকরা।

অভাবে থাকতে না পেরে ক্যাপ্রিওর মা তার বাবার সাথে ডিভোর্স নেয়। ক্যাপ্রিওকে যে কোন একজনের সাথে থাকতে হবে। কিন্তু ছোট্ট ফ্র্যাংক এটা মেনে নিতে পারে না। বাড়ী থেকে পালিয়ে যায় সে। অভাবে পড়ে যায় ফ্রাংক। চেক জালিয়াতি শুরু করে। ফ্রাংক এর বয়স তখন ১৭ এর কম। ১৭ বছর বয়সে ফ্রাংক ১৩ লক্ষ ডলার চেক জালিয়াতি করে।

চেক জালিয়াতি করতে বেশ ঝামেলা হতে থাকে। তখন ফ্রাংক দেখে পাইলটদের জন্য ব্যাংকে থাকে বিশেষ সুবিধা। ফ্রাংক কো-পাইলটের ছদ্মবেশ ধরে।

কো-পাইলট হয়ে সমগ্র আমেরিকা ঘুরে বেড়ায় সে। তার পেছনে লেগে থাকে এফবিআই এজেন্ট হ্যানরাটি।

কো-পাইলটের কাজ শেষে সার্টিফিকেট জাল করে ডক্টর সাজে ফ্রাংক। সেখান থেকে আবার জালিয়াতি করে আইনজীবি হয় ফ্রাংক।

এদিকে আঠার মত তার পিছে লেগে থাকে এফবিআই এজেন্ট হ্যানরাটি।



অবশেষে এক সময় ধরা পড়ে ফ্রাংক।



তাকে বলা হয় আমেরিকার সব থেকে অল্পবয়স্ক চতুর প্রতারক।

অসাধারন অভিনয় করেছে ডি ক্যাপ্রিও এবং টম হ্যাংকস।



সময় থাকলে দেখতে পারেন মুভিটা।

দুটো বিভাগে পুরস্কারের জন্য অস্কারে মনোনয়ন ।



টাকা নস্ট হবেনা।

You Know Time Is Money :D B-)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: চমৎকার ছবি ............।।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: B-)

২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

অণুজীব বলেছেন: movie ta dekhsi valo lagse onek.

৩| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বহুত আগের ছবি! বহু বার দেখা হইছে! এত পরে রিভিউ দিলেন যে! :D :D তবে রিভিউ মোটামুটি হইছে। চালিয়ে যান, সামনে আরো সুন্দর রিভিউ পাওয়ার আশা রাখি।

শুভেচ্ছা রইল।

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: দেখেছি বেশ কয়েকবার। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.