নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের সেই প্রিয়দর্শিনী

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

কোন এক বৃষ্টিঝড়া বিকেলে কিংবা বৃষ্টি পড়ছে এমন এক অবস্থায় আমি বসে থাকবো একটি ছোট্ট পুকুরের পাড়ে।

পুকুরের পাড় অবশ্যই কংক্রিট দিয়ে মোড়ানো থাকবে। কেননা এই জাদুর শহরের কোন পুকুড়ের পাড়ে মাটি নেই।

সেই গুড়িগুড়ি বৃষ্টির মাঝে আমি বসে থাকবো। একা এবং একাকী।

পুকুড়ের পাশ দিয়ে চলে গেছে কালো পিচের মোড়ানো একটা পথ। সেই পথটাও ফাকা থাকবে। আমি বৃষ্টির মাঝে তাকিয়ে দেখবো নীল ছাতা মাথায় দিয়ে কে যেনো গুটি গুটি পায়ে এগিয়ে আসছে।

আরও একটু এগুবার পর দেখবো সেই মেয়েটির শাড়ীও নীল। হাতে একগোছা নীল চুড়ি।

সেই মেয়েটি আমার স্বপ্নের প্রিয়দর্শিনী। যাকে আমি সারাটা সময় শুধু কল্পনাই করে গিয়েছি।

যে কেউ এক বৃষ্টির বিকেলে নীল শাড়ী এবং নীল চুড়ি পড়ে আমার কাছে আসবে সেই কল্পনা আজ আমার সামনে। আমি বোবা হয়ে যাবো কয়েক মুহুর্তের জন্য।

তারপর অবাক হয়ে দেখবো সেই প্রিয়দর্শিনী আমার দিকে আসছে। হৃদকম্পন বন্ধ হবার জোগাড় হবে।

তখন সেই প্রিয়দর্শিনী এসে আমার পাশে বসবে এবং আমার দিকে তাকিয়ে বলবে,"আমার হাতটা একটু ধরো,চলো একসাথে বৃষ্টিতে ভিজি,আর আমাকে কিন্তু কদম ফুল কিনে দিতেই হবে"।



আমি মুচকি হেসে বলবোঃ



একশ একটি কদম আমি

দেবো তোমায়

নীল শাড়ীতে

নীল চুড়িতে

মানিয়েছে তোমায়



চলো বৃষ্টিতে ভিজি

ভিজতে ভিজতে নিজেদের

কল্পনার পেখম মেলি



চলোনা হারাই দুজনে

সবুজঘেরা কোন এক অরণ্যে

কেউ থাকবেনা

কেউ জানবেনা

তুমি কোথায়

আমি কোথায়

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

সাইফুদ্দিন আযাদ বলেছেন: বাহ বাহ.... চমত্‍কার! স্বপ্নের সেই প্রিয়দর্শিনী সত্যি হয়ে আসবে তো? নাকি সারাজীবন স্বপ্নের কল্পনায় থেকে যাবে?

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কি জানিরে ভাই। কপালের খেইল সব। :D

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব রূপকল্প ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আমি মোটামুটি করেই লিখেছি । B-)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

হাসান মাহবুব বলেছেন: বেশ তো!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল ভাল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.