![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ আমি
========
আমি নিজেকে কিভাবে
শ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করি ?
বিধাতা আমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন তবুও।।
বিধাতা তো আমাকে অখন্ড ভূমি দান করেছিল
আমি তা কাঁটা তারে খন্ড বিখন্ড করেছি ইচ্ছে মত
সীমানা প্রাচীর তুলেছি মাটির বুক চিড়ে।।
আমি কিভাবে সৃষ্টির সেরা হিসেবে গণ্য করি ?
আমি তো নির্দিধায় চালাই চালাই গুলি
আমারই সহদরের বুকে
বোমা ফাটিয়ে পঙ্গু করি, করি এতিম পরিজনকে।।
আমি তো সৃষ্টির সেরা তবুও অর্থের দাপটে
করি শোষণ দরিদ্র মানুষকে
সাম্প্রদায়িকতার নামে করি
মনুষ্যত্বের বিয়োজন।।
স্নেহ, ভালোবাসা আমার গুণ
তবুও পোড়াই মুখ প্রিয় মানুষের
এসিডের ঝাজালো পানিতে
স্বৈরাচারী হৃদয় দাসত্বের বোঝা
চাপিয়ে দেই দূর্বল জনপদে।।
দুর্নীতি আমাকে গ্রাস করেছে
ক্ষমত্বারই লোভে
মিথ্যে প্রতুশ্রুতি দিয়ে যাচ্ছি শুধু
সমাজ রক্ষক হয়ে।।
দরিদ্র আমি এই জগতে
মরি জ্বলে পুড়ে
বুক ফাঁটে তো মুখ ফোঁটেনা
জীবন চলে ঘোড়ে।।
আমি মানুষ তবুও কেন
পশুত্বের বিরাজ চরিত্র জুড়ে
পশুরও তো ধর্ম থাকে শিকারীর বেসে,
আমি মানুষ পশু হলে ধর্ম থাকেনা তাতে।।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর লেখা! চালিয়ে যান।