নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

৫ই মে

০৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

পা দিলাম ৫ই মে'তে!!! মনে পড়ে শাপলা চত্বরের ভয়াল সেই রাত্রির কথা!! বিশ্বের অন্যতম বৃহত্তম গণ জামায়েতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাতের অন্ধকারে একদল রক্ত পিপাসুর গুলির হোলি।। হাসিনা সরকারের মহোল্লাস।।

___'৭১ এর ২৫ই মার্চের কালো রাতের পর এমন রাত বাঙ্গালী জাতী কখনো দেখেনি। দুঃস্বপ্নে ঘেরা সেই রাতের হতাহতের সঠিক পরিমান এখনো অজানা ও রহস্যময়।। শত ছাড়িয়ে হাজারের নিহত হওয়ার দাবী ও আছে!!

___ দুঃখের বিষয়, যাদের নেতৃত্বাধীন এই জন-সমাবেশ, যেখানে এই নারকীয় হত্যাযজ্ঞ, সেই হেফাজত ইসলামের নেতারাও হঠাৎ নিশ্চুপ, অতঃপর হত্যাকারীদের সাথে আঁতাতের গন্ধ!!

____হয়ত হেফাজত নেতারা সেই দিনের অভিজ্ঞতায় প্রাপ্ত ভয় নতুবা আগত কোন অর্থের ঝলকানিতে আত্নহারা, খেয় হারিয়ে ভুলে গেছেন।

___তবে এতিম,আলেম, আহত ও স্বজনহারা নির্বিশেষে সাধারণ মানুষ যারা কতগুলো নির্দিষ্ট দাবী নিয়ে এ সমাবেশে এসেছিল তারা কখনো এ রাতকে ভুলবে না, ভুলতে পারবেই না

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:৫৮

লিমন আজাদ বলেছেন: বলেন কি মাত্র হাজার? আমি তো শুনেছি লাখ ! এ বেপারে লীগের বন্দু শফি সাহেবের মন্তব্য কি ভাইজান?

২| ০৬ ই মে, ২০১৪ রাত ১:১৩

মোমের মানুষ-২ বলেছেন: ছাগু দ্যা গ্রেট........

৩| ০৬ ই মে, ২০১৪ রাত ১:৩২

উপপাদ্য বলেছেন: এই বৈরি সময়ে হয়তো বড় কোন কর্মসূচী নেই তাই বলে হাজার হাজার নিরীহ নবীপ্রেমীদের তারা ভুলে যাবেন কথাটা যৌক্তিক নয়।

শুধু চিন্তা করুন, আপনি যদি এখনো কষ্ট পেয়ে পোস্ট দেন। তাহলে যাদের প্রিয় ছাত্র কিংবা সহকর্মী শাহাদাত বরন করেছেন তারা কিভাবে ভুলে যাবেন।

ঐ রাতে অনেক ভুল ছিলো। হেফাজতের পূর্ব অভিজ্ঞতা ছিলোনা এমন একটা উত্তাল মহাসমুদ্র সামলানোর। অনেক সহযোগীতার কথা থাকলেও অনেকে শেষ পর্যন্ত করেন নি। তাছাড়া কেউ কল্পনাও করতে পারেনি হাসিনা সরকার সরাসরি ইসলামের বিরোদ্ধে এতো নোংরাভাবে দাঁড়াবে। রাতের অন্ধকারে নির্বিচারে হাজার মানুষ খুন করার পরিকল্পনা করবে। অনেক হিসেব ভুল ছিলো।

যাইহোক কাঁদা ছুড়াছুড়ি করে কি লাভ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.