নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

০৯ ই মে, ২০১৪ রাত ১২:১৭

বন্ধুহীন জীবন অনেকটা বনবাসের মতন। বন্ধুত্তের বাধন সে এক অমূল্য রতন, যদি সেখানে থাকে যথাযোগ্য বন্ধুর বিচরণ । মানুসের জিবনে বন্ধুত্ত আসে সময়ের প্রেক্ষাপটে, আর এর বিচরন শুরু হই সেই ছোটবেলা থেকে । সহপাঠি থেকে সহকরমি সবাই আমাদের জিবনে বন্ধু হএ আসে। এদের মাঝে কেউ কেউ দুধের মাছি(সুসমের বন্ধু) হিসেবে আমাদের জিবনে আসে যাদের আমরা সচরাচর চিন্তে ভুল করি, এদের চরিত্র অনেকটা কোয়েল পাখির মত। ভাত ছিটালে যেমন কাকের অভাব হই না তেমনি এই সব সুসমএর কোকিল তাদের সুরেলা কনঠে বন্ধুত্তের দোহাই দিএ হাজির হই । গুনিজনেরা বলেন যদি প্রকৃত বন্ধুর সন্ধান চাও বিপদে পাশের লোকটির তাকাও, সেই তুমার প্রকৃত বন্ধু । এরা তোমার ছায়ার মত তোমার পাশে থাকবে। তাদের শক্তি দিয়ে তোমার দুরবলতা ঢেকে দিবে । নিজেকে অনেক সভাজ্ঞবান মনে হই মাঝে মাঝে , আমি এমন কিছু বন্ধুর সান্নিদ্ধ পেয়েছি । দুরভাগা যে ছিলাম না তাও না কিন্তু একটা প্রসান্তির নিশ্বাস নেই , যখন ভাবি অই সব দুধের মাছিরা না এলে কি এই সব বন্ধুর অমূল্যতা অনুভব করতে পারতাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.