নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

জনসম্মুখে জবাই !

৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১

বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন ! আমি কোন ধর্ম্য বা কারোর বিশ্বাসে কখনও অস্রদ্ধা, নিন্দা বা আঘাত করবো না । ধর্ম্য সম্পূর্ণ একটি বিশ্বাসের নাম । যার যার নিজস্ব বিশ্বাসের ব্যাপার । তারপরেও, আবারও বলছি, বর্তমান প্রেক্ষিতে যে সব কাজকর্ম মানুষকে বা মানুষের সরল মনকে মুহূর্তের মধ্যে ক্ষতিগ্রস্থ করে দিতে পারে, সে সব কাজগুলির ক্ষেত্রে কিছুটা ঢেলে সাজানো যায় কিনা তা নিয়েই আমি আগের পোস্টে লিখেছিলাম, বিশেষ করে কোরবানি প্রসঙ্গে । অনেক বন্ধু আমাকে খারাপ কথাও লিখেছিলেন অনেকটা আবেগপ্রবণ হয়ে, এবং আমি সেটা গ্রহন করেছি সুস্থ মনে আলহামদুলিল্লাহ্‌ ।

আমার মনে হয়, যদি আমার ভুল না হয়- যতদূর জানি, যে সব দেশে ধর্মের কারনে জনসম্মুখে (এমন কি মাসুম বাচ্চাদের সামনে) শত শত পশু জবাই করা হয়, সেই সব দেশেই মানুষকে হত্যা করা হয় এই জবাইয়ের মাধ্যমে । হত্যা কম বেশি সব দেশেই আছে, কিন্তু জবাই করে মানুষ হত্যা বেশীর ভাগ ওই সব দেশেই হয় যেখানে পশু জবাই হয় মানুষের সামনে । জবাই ! যে কোন প্রাণীই হোক, দেখলে মানসিক অবস্থার হটাত বা চিরস্থায়ী পরিবর্তন ঘটে, অনেকে অজ্ঞানও হয়ে যায় !

গতরাতে, মউলানা নুরুল হক ফারুকিকে জবাই করে হত্যা করা হয়েছে ! বীভৎস দৃশ্য !! এর চেয়ে গুলি করে মারলেও মনে হয় দুঃখটা আরও কিছুটা কম লাগতো ! চিন্তা করে দেখুন, তার পরিবারের লোকদের কথা, ওই ঘরের বাচ্চাদের কথা ! এ দৃশ্য কি কারোর সহ্য করার মত ?

খারাপ মানুষ সবখানেই কমবেশি আছে, কিন্তু মানুষ জবাই ওইসব দেশেই বেশি যেখানে জনসম্মুখে জবাই পদ্ধতি আছে ! কারন, এসব দৃশ্য দেখে কিছু কিছু মানুষ বা শিশু মন অভভ্যাস্থ হয়ে যায়, মেনে নিতে বাধ্য হয় কোন কোন ক্ষেত্রে এ পদ্ধতি ব্যাবহারের জন্য ! উদাহরন- সউদি আরবে জনসম্মুখে মৃত্যুদণ্ডের আসামীকে জবাই করা হয় ! ওখানে কিন্তু মানুষও হত্যা হচ্ছে এই জবাই দিয়েই !!

আর তাই, জনসম্মুখে পশু জবাই পদ্ধতির এই নিয়মটার কিছুটা সংকোচন ও সংশোধন করার কোন উপায় আছে কি, যেখান থেকে মানুষকে তার পশুত্ব আচরণ থেকে কিছুটা হলেও সরিয়ে আনা সহজ ? কারন- উন্নত দেশে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হয় যেখানে প্রফেশনাল ব্যক্তি ছাড়া প্রবেশ নিষেধ !

আমার এ লেখার উদ্দেশ্য - আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের এ জবাইয়ের দৃশ্য থেকে সরিয়ে রাখা যেন তাঁরা বড় হতে পারে সুস্থ মন ও মানসিকতা নিয়ে ! তাদের মধ্যে যেন হানাহানি বা মারামারি বা হত্যা সম্পর্কিত আগ্রহ আগেভাগেই দানা বাধতে না পারে !

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

হরিণা-১৯৭১ বলেছেন: সঠিক ভাবনা

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

হাসান মাহবুব বলেছেন: হু

৪| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

শ্রাবণধারা বলেছেন: আপনার চিন্তাটা বেশ ভাল। তবে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এখন কোরবানী দিতে চাইলে স্লটার হাউজের মাধ্যমে দিতে হয়। এই পরিবর্তনটার কারণ অবশ্যই পরিবেশ। তবে, এটা করে কোনভাবে জঙ্গি উৎপাদন বন্ধ হবে এটা নিশ্চয়ই আশা করা যায় না।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১

শাহ আজিজ বলেছেন: স্লটার হাউস পদ্ধতি এখন মক্কাকে ভয়াবহ দুর্গন্ধ মুক্ত করেছে । আগে হজের পর আরাফাত ময়দানের আশেপাশে তিন চার মাস কেউ যেতে পারতনা । সাউদরা ভীষণ একটি সংস্কার করেছেন এবং ওই মাংস আবার হাজিদের দেশে হাজিদের খরচে পৌঁছে দেওয়া হচ্ছে।আমাদের একটু সময় নেবে এই পদ্দতিতে আসতে। তবে আধুনিক শহর গড়তে চাইলে পরিবর্তিত পদ্ধতি গ্রহন করতেই হবে।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৬

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

অরণ্যতা বলেছেন: সহমত!

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৫

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.