![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের আসল ও নিখাদ একটা চেহারা থাকে,বোধ হয় সেটা বিশেষ কোন সময়ে অথবা কোন সঠিক কিংবা ভূল সময়ে বেরিয়ে আসে বা আসবেই। এখন প্রশ্ন হলো সেই মানুষটি কোন মাপের, কোন সমাজের, সমাজের কোন স্তরের ? দেখুন হৃদয়ের কোনে লালিত বিষধর সাপ থাকলে তা যে কোন সময় বেরিয়ে এসে ছোবল মারবেই।আবার যদি বুকের গভীরে কোন সুগন্ধি পুষ্প থেকে থাকে,তাও সুবাস ছড়াবে। কিন্তু,কোন সুন্দর মানুষ, সুদর্শন মানুষ সুগন্ধি পুষেন বা কোন কুৎসিত মানুষ বিষ বহন করেন সেটা বোঝা বড্ড কঠিন। তবে আসল রুপটি বের হয়ে আসবেই।
তাই মুখোশ পরে না থেকে ভেতর বাইরে একই থাকা উচিৎ,নচেৎ যে কোন সময় বিব্রতকর বা অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, ক্ষুন্ন হতে পারে আপনার,আমার,সমাজ ও রাষ্ট্রের ভাবমূর্তি।
আমরা যেন এমন কোন ধরনের পরিস্থিতির স্বীকার হই সেই প্রত্যাশা করি।
©somewhere in net ltd.