![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে জীবন টাকে অনেক সুন্দর মনে হয়,মন আঙিনায় খেলা করে সুখের পায়রা গুলি। হৃদয়ের নদীতে আছড়ে পড়ে আনন্দ ; জোয়ারের মত, কল্পনার আকাশে রংধনু কিংবা জোসনা ধোয়া রাত কখন ও কখনও মনকে ভিখারি করে তোলে। মনে হয়, বহুদুর যেতে হবে,স্বপ্নেরা ডানা মেলে নড়ে চড়ে বসে।
কত রং মানুষের জীবনে,আসে? দিন থেকে রাত,রাত থেকে দিন ; সময় গুলোকে নিজের করে নেয়ার কত না প্রয়াস, প্রত্যাশার ভারে যেন তা নুয়িয়ে না পড়ে !!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভেচ্ছা নিবেন