![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মভূমি আমায় ক্ষমা কর
আমি তোমার যোগ্য সন্তান হতে পারিনি
প্লাস্টিকের পুতুলের মতো প্রাণহীন হয়ে বেঁচে আছি
তোমারই ভূখন্ড জুড়ে।।
কবিতায় এখন আর বিপ্লব হয় না
অসহায় মানুষ খুন হলে বিচার হয় না
দুর্নীতি এখন আমাদের নৈতিক দায়িত্ব
নারী ধর্ষণ যেন নিয়মিত ছক বাঁধা কাজ
এসিড নিক্ষেপ যেন ছেলে খেলা
গার্মেন্টস-এতে পুড়ে মরে শ্রমিক নামক আদম
গুপ্ত হত্যাকে বলছি সবাই ক্রসফায়ার-এরই কারণ।।
কান্না হাসির ইন্দ্রজালের আটকে পড়েছি মোরা
অর্থনীতির শরীর জুড়ে বাসা বেঁধেছে দুষ্টচক্র ব্যাবসায়ীরা
সন্ত্রাসী আর চাঁদাবাজী এখন আদর্শ রাজনীতি
রক্ত চোষা মীরজাফরেরা রেয়ে গেছে স্বাধীন দেশে।।
লগি-বৈঠায়, গ্রেনেড হাতে রূগ্ন রাজনীতি করি
অসহায় আমজনতা হয়ে সোনালী আতীত খুঁজি
স্বপ্নঘেরা সোনার বাংলা লাখ শহীদের রক্তে কেনা
কৃষক-শ্রমিক, আমজনতা এসো সবাই মিলে সাজাই মাকে
সরিয়ে তার বুকের আবর্জনা।।
প্রয়োজনে না হয় আর একবার হবে পলাশী, বায়ান্ন, একাত্তোর
হাতে হাত রেখে অঙ্গিকার করি গড়বো সোনার বাংলা
দূষিত রক্তের বিরূদ্ধে জাগাবো মোরা বিশুদ্ধ রক্তের
সিরাজ-মোহন –ক্ষুদিরাম।।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১
কাব্য পূজারি বলেছেন: আমরা বাঙ্গালি। প্রকৃত বাংলা চাই।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +
ভালো লিখেছেন ।
শুভেচ্ছা
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
নাসরীন খান বলেছেন: বিষয়টা চমৎকার।