নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ তোমার জন্য

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

বাংলাদেশ তোমার জন্য
===============

দেশে তো যুদ্ধ হয়েছে ৪৩ বছর আগে
তবুও আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতরানো চিৎকার শুনি
আজো আমি দুর্ণীতির নামের লুটপাট দেখি
কেনো আজও মানুষের ঘর পোড়ে
আজো কেনো নদীতে ভাসতে থাকে মানুষের পচা লাশ।
কেনো আজও মানুষ শোষিত হয়
ধর্মের নামে, বর্ণের নামে, জাতীর নামে।
কেনো আজও আইন করে বন্ধ করতে চাওয়া হয়
সংগ্রামী মানুষের মুখ।
এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা
আমাদের ঘুনে ধরা সমাজকে ধুঁয়ে মুছে শুভ্র করতে পারেনি।
আমার স্বাধীনতা লাভ করেছি,
স্বাধীনও হয়েছি ঠিকই ,
কিন্তু মুক্তি কি পেলাম?

লাখো বীরংগনাদের জীবন্মৃত ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা।
অথচ জাতি কি পেল এই স্বাধিন দেশে?
বিদেশে গিয়ে কামলা দেয়ার সনদ?
আজ আমরা পাল্লা দিয়ে যেন নিজেদের ভিতরে
শয়তান পুষার প্রতিযোগিতায় নেমেছি।
স্বাধীন দেশে মানুষেরা যেন আজ
কাপুরুষের পরিনত হয়েছে।
তাই মুক্তিযুদ্ধাকেও রাজাকারে চাটুকার হতে হচ্ছে।
রাজাকারের গাড়িতে পতাকা উড়ছে।
আর আমরা অপেক্ষা করি এই বাংলায় সেই রাজাকার-আলবদরদের বিচারের
আমার মত অতি সামান্য একজন মানুষের কোন ক্ষমতা নাই
তাই ইতিহাস না বরং আজকের প্রজন্মের একজন হিসাবে
নিজের কিছু আবেগ থেকে
সকল বীরংগনা আর মুক্তিযুদ্ধাদের পায়ে মাথা নত করে শ্রদ্ধা জানাতে চাই।
পাগলের মত চিৎকার করে বলতে চাই এই পতাকা তোমাদের।

শেষবার যখন বাঙালি গর্জে উঠেছিল,
বদলে গিয়েছিল পৃথিবীর মানচিত্র।
এবার সময় এসেছে আরেকবার গর্জে ওঠার
নতুন কিছুর জন্য।
পুরো পৃথিবীকে জানিয়ে দিতে
আমরা জেগে এখনও
সংকল্পে আর দৃঢ়তায়.....।।

মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৩

সরদার হারুন বলেছেন: আপনাকে এ লেখাটি দেয়ার জন্য অশেষ ধন্যবাদ ।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ++++++++

শেষবার যখন বাঙালি গর্জে উঠেছিল,
বদলে গিয়েছিল পৃথিবীর মানচিত্র।
এবার সময় এসেছে আরেকবার গর্জে ওঠার
নতুন কিছুর জন্য।


ভালো থাকবেন :)

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: বড় কবিতা খানিকটুকু পড়লাম। ভাল লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.