নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

" ধর্ষিত মাতৃভূমি "

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

" ধর্ষিত মাতৃভূমি "

( মোহাম্মাদ রাসেল আহমেদ )

নারী তুমি দিয়েছ জন্ম এমন সন্তান,
যারা প্রতিনিয়ত করে তোমায় অবহেলায় ম্লান।
নারী তুমি নরের সাথে মিলে গড়েছ এমন ভুবন,
যেখানে নর প্রতিনয়ত করে তোমায় ধর্ষণ।

জাতি তুমি দিতে পারো নি ভাত,কাপড় কিংবা ঠাই,
তাই তো আমরা বাসা থেকে পথে সর্বত্র নারীদের খাই।
জাতি তুমি দিতে পারো নি গনতন্ত্রের নামে সকলের অধিকার,
তাই তো আজ চলছে লুটপাটতন্ত্র রাষ্ট্রের সব কর্তার।

মাতৃভূমি তুমি প্রতিনিয়ত অসহায় দৃষ্টিতে দেখছো সব,
আর লুটপাটকারীরা গাইছে তোমার উন্নয়নের রব।
মাতৃভূমি তুমি নীরবে প্রতিনিয়ত হচ্ছো ধর্ষিত,
আর জনগণ হচ্ছে ধর্ষণকারী হিসেবে স্বীকৃত।

তবুও আমারা কিছু মানুষ স্বপ্ন দেখি,
নতুন বাংলাদেশ গড়ার জন্য জেগে উঠি।
তাই আমরা স্লোগান তুলি
আর চিৎকার করে বলি
শুধু ধর্ষিত নয় আজ নারী,
ধর্ষিত আজ জাতি,
ধর্ষিত আজ জননী,
ধর্ষিত আজ পুরো মাতৃভূমি।
তাই এসো সব কিছু ভেঙ্গে নতুন সমাজের বীজ বুনি।
প্রিয় মাতৃভূমিকে শৃঙ্খলমুক্ত করে নতুন ভাবে গড়ে তুলি।

( নিপীড়িত, নির্যাতিত বোনদের জন্য উৎসর্গকৃত )

মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা +

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৭

MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.