![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
তোমাকে দিতে পারবো না বিশাল অট্রালিকা,
তবে দিতে পারবো একখণ্ড শান্তির যায়গা,
তোমাকে দিতে পারবো না বিত্ত বৈভব,
কিন্তু দিতে পারবো সুন্দর ভবিষ্যৎ,
তোমাকে দিতে পারবো না দামি জিনিসটুকু,
ভাগ করে নিতে পারবো হাসিমুখে তোমার দুঃখটুকু,
রাজপথ, কখনও বা জেলখানা হবে যে আমার ঠিকানা,
এ সবই যে আমার জনতার হাসি মুখে বরণ করে নেয়া।
প্রিয়তমা,
যদি তুমি পারো সকল কিছুকে তোমার করে নিতে,
তবে এসো সুখদুঃখের জীবন সংগ্রামের সঙ্গী হয়ে,
চলতি পথে হাতে হাত ধরে থাকতে আজীবন পাশে......
আমি প্রস্তুত এই অস্থির সময়ে তোমার হাতটি ধরতে............
এই গ্রাম, শহর, দেশ, এই জনগণ,
করে নিবে যে আমাদের আপন,
নতুন রাষ্ট্র, নতুন সমাজ,
করবে যে আমাদের বরণ...............
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো কবিতায় ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।