![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমারই নখের আঁচড়ে
================
স্মৃতিকাহনের ধূলোমাখা প্রতি পাতায়
হাতড়ে খুঁজি অযাচিত অভিমানী অশ্রুপ্লাবিত
মায়াময় তোমার মুখ।।
আজো আমি ছুঁই বৃষ্টির জল
তোমারই চোখের জল ভেবে
আজও আমার ঘরের কোণে ঝুলে থাকা আয়নাতে
খুঁজি তোমারই প্রতিচ্ছায়া।।
বিবাগী একাকীত্বের শূন্যতা ঢেকে
জীবনের পাতায় পাতায় যন্ত্রণার অক্ষর বুনি
আস্তাকুঁড়ে ফেলে আসা চূর্ণ বিচূর্ণ
হৃদয়ের আবেগী কাব্যে।।
আজকাল তোমাকে ভালবাসি বলতে
আড়ষ্ট হয়ে ওঠে কন্ঠনালী, ভারী হয়ে আসে জিহ্বা,
অজানা সংকোচ তুলে দেয় প্রাচীর
তোমার আমার মাঝে।।
তবুও প্রতিরাতেই কবিতারা জন্ম নেয় নুতন অবয়বে,
অনুভূতির অলংকারে, নুতন স্বপ্নের উপমায়
কবিতারা যেথায় হয় রক্তাক্ত
তোমারই নখের আঁচড়ে।।
রাতের কালোময়তা চলে
কবিতার নিত্য মরণ চোখেরই জলস্রোতে
আমি জেগে রই অনন্ত প্রহর
কবিতার সহবাসে ।।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক ভালো লাগলো ভ্রাতা +
শুভেচ্ছা নিবেন