![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি ভেজা ভালোবাসা
==============
নষ্ট হয়েছে ভালোবাসা
নষ্ট হয়েছে শরীর , মন
নষ্ট হয়েছে মূল্যবোধ, প্রেম, জীবন
নষ্ট হয়েছে কবিতার রং
মুখ ও মুখোশের আড়ালে আমি তুমি
মিথ্যা দিয়ে শুধু নিজেদের ঢেকে রাখি।
এই বৃষ্টি ভেঁজা পূর্ণিমা রাতে তোমাকে
গড়ে তুলি ভালোবাসার ধোয়াশা প্রতিমা করে
বৃষ্টির ফোঁটা ফোঁটা ধুঁয়ে দিতে চাই
জীবনের স্তুপ অভিশাপগুলো
তবুও কেন বিরহ-বিচ্ছেদের মায়াজালের এতো হাহাকার।
ধ্রুবতারা হয়ে জ্বলতে পারো না আমার নীলাভ্র আকাশে
ভালোবাসার নির্মল বৃষ্টির জলে ধুঁয়ে দিতে পারো না হৃদয়ের শোকার্ত গালিচা।
যেদিন প্রথম তোমার শরীরের গন্ধ নিয়েছিলাম
সেদিন বুঝেছিলাম বিপদ আছে তোমার শরীরের কোণায় কোণায়।
সাঁতার জানা সত্ত্বেও যে কোন মূহুর্তেই ডুবে যেতে পারি ,
ভালোবাসার অসীম অতলে।
আজও বৃষ্টির জলে তোমার শরীরের আদিম গন্ধের ভালোবাসা পাই
তোমার উষ্ণ চুম্বনে খুঁজি, খুঁজে ফিরি.......
নৈঃশব্দে লুকিয়ে থাকা বৃষ্টি ভেজা ভালোবাসা।।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।
@বিজন শররমা , সমস্যা কি আপনার ? হাসপাতাল থেকে কবে ছাড়া পেয়েছেন নাকি পালিয়ে এসেছেন ? সব কবিতায় গিয়ে এসব বলছেন ! নিজেক কয় লাইন লিখে কি উদ্ধার করেছেন ! পাগল ছাগলে সামু ভরে গেলো ! :-<
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২০
বিজন শররমা বলেছেন: কবে যে এদের কবতে লেখার বাতিক মরবে । কেঊ পড়ে না, তবুও লজ্জা হয় না ।