![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমান্ত
মোহাম্মাদ রাসেল আহমেদ
আমরা বাঙালি... বাংলাদেশী
বড়ই সহজ- সরল, স্বাধীনচেতা
আজ বলবো আমাদের কথা।
যুগে যুগে গড়েছি অনেক ইতিহাস
তাই হয়তো বিশ্ব বলে বাংলা সাবাস।।
দিয়েছি ভাষার জন্য রক্ত, তুলে নিয়েছি হাতে অস্ত্র
অর্জন করেছি স্বাধীন সার্বভৌমত্বও।
কিন্তু... সব অর্জন যেন আজ প্রশ্নবিদ্ধ
দূরে কোথাও যেন শুনতে পাই কান্নার শব্দ
কার এ কান্না, কে সে?
শুনতে পাই----
আমি তোমাদের মেয়ে, আমি তোমাদের বোন
কোথাও কেও নেই, নিস্তব্ধ চারপাশ
কাছে গিয়ে দেখি এ তো "ফেলানি"-র লাশ।।
চাই না এমন বন্ধু, নতজানু পররাষ্ট্রনীতি
বলতে চাই- আমরা স্বাধীন জাতি
আমাদের নেই ভয়ভীতি, আমরা অক্লান্ত
একটাই দাবি চাই............
নিরাপদ সীমান্ত।।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১
বাতাস০০০১ বলেছেন: হায়রে ক্ষমতা হায়তে দেশ....