![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাটা জীবন তোমায় কবিতা শুনিয়ে শুনিয়ে জাগিয়ে রাখব কিম্বা ঘুম পাড়িয়ে দেব।
সেই ভুবনে আমি একমাত্র শিল্পী তুমি একমাত্র শ্রোতা, এমনটাই কথা ছিল।
কথা ছিল তোমার প্রিয় রঙের নীল শাড়ি
আর হাত ভরে চুড়ি পরে আসবে,শরৎ সন্ধ্যায়।
কবিতা কবির জীবন খেয়ে জীবন ধারণ করে শব্দের শরীরে
তেমনি তোমার কষ্টের সাথে শর্তহীন সখ্য হয়েছিলো আমার
পৃথিবীর সব রঙ তুলে রাখি পাণ্ডুলিপিতে তোমার অপেক্ষায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
অপূর্ণ রায়হান বলেছেন: বেশ !
শুভেচ্ছা ভ্রাতা