![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন তোমাকে বুঝতে পারি
তুমি কি চাও তা জানতেও পারি
শুধু পারিনা তোমার ইচ্ছেগুলো
আকাশ ছুঁয়ে তোমার কাছে
সঁপে দিতে...।
সপ্ন কেনা দেখে
কেনা ফেরি করে
আমার মত সপ্নের উড়ন্ত বেলুন
মেঘ পেরিয়ে সেই বেলুন যখন ফাঁকি দিয়ে
আটকে যায় কোন এক মায়াজালে
কেনা তখন তাকিয়ে থাকে
আমার মত মুখ গোমড়া করে
আকাশের বিশালতার দিকে............।
আমি বাঁচতে চাই
বাঁচাতে চাই
তোমার বিশালতাকে ছুঁয়ে রাঙিয়ে
আমার মনের অবশিষ্ট সপ্নকে নিয়ে...............।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকা কবিতা ।+++