![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল চাঁদ দেখলেই মনে পড়ে
তোমার মখমল শরীরের সম্ভোগের অদৃশ্য ইশারা!
যা মাতাল করে রাখে কবিকে।
তুমি কি পার্ফিউম মেখেছ?
নাকি এটা শুধুই গন্ধ?
মদে মত্ত হওয়ার মত যা নেশা জাগায়।
প্রেমের একটু প্রশ্রয় পেলেই
সেই ঘ্রানে নাক ডুবিয়ে ঘুমুতে চাই।
একে একে সমস্ত কিছুতে নীরবতা নামে!
জেগে থাকি আমি আর চাঁদ
জোছনায় মাখামাখি হয়ে।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
©somewhere in net ltd.