নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

মাদার তেরেসা

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৬



তোমার হাত বাড়িয়ে দাও সেবার জন্যে,এবং হৃদয় ছড়িয়ে দাও ভালবাসার জন্যে।

#মাদার তেরেসা#



যদি আমরা নিজের মধ্যে কোনো ভালবাসা ও শান্তি খুঁজে না পাই,তাহলে বুঝতে হবে আমরা প্রত্যেকে একে অপর কে ভুলে আছি।

#মাদার তেরেসা#



মাদার তেরেসা এর একটি অসাধারণ কবিতা বাংলায় অনুবাদ-



"জীবন"

মাদার তেরেসা



জীবন একটি সুযোগ, তাকে কাজে লাগাও।

জীবন সৌন্দর্যের, মুগ্ধদৃষ্টিতে তাকাও।

জীবন পরম সুখের, স্বাদ নাও।

জীবন একটা স্বপ্ন, তাকে অনুধাবন করো।

জীবন একটা দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান, সাক্ষাত করো।

জীবন একটা কর্তব্য, সুসম্পন্ন করো।

জীবন একটা খেলা, খেলো।

জীবন ব্যায়বহুল, যত্নবান হও।

জীবন মানে সম্পদ, তুলে রাখো।

জীবন মানে ভালোবাসা, উপভোগ করো।

জীবন মানে রহস্য, উন্মোচন করো।

জীবন একটি প্রতিজ্ঞা, পূর্ণ করো।

জীবন মানে বিষদ, কাটিয়ে উঠো।

জীবন একটি গান, গেয়ে উঠো।

জীবন একটা সংগ্রাম, গ্রহণ করো।

জীবন মানে শোকাবহ ঘটনা, মুখোমুখি হও।

জীবন একটি রোমাঞ্চকর যাত্রা, সাহস করো।

জীবন মানে ভাগ্য, তৈরী কর।

জীবন অতিমূল্যবান, ধ্বংস কর না।

জীবন জীবনই, এর জন্য যুদ্ধ করো।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.