![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তি চাই
===============
মোহাম্মাদ রাসেল আহমেদ
ক্ষুদ্র পোকার মত আমিও মৃত্যু যন্ত্রণা পরে রই
সামাজিকতার মাকড়সার জালে
নগ্ন নিদ্রার স্বপ্ন প্রহরে নন্দন আলোয় খুঁজে ফিরি
শত-সহস্র রোমাঞ্চকর বাসনা।।
বিবর্ণ পৃথিবীতে প্রতিনিয়ত চলছে অহরহ ধ্বংস
সমাজে সমাজে চলছে প্রতিহিংসার খেলা
সুখ শান্তি বিহীন নিরাশার মিছিল চলে অলিতে গলিতে
মানুষের শরীরের ভিতর এখন পশুর বাস
রক্তের সাথে মিশে গেছে বেইমানি
ঘৃণ্য চোখে বিবেক তাকায় মানুষের দিকে
মনের শ্লোগান প্রতিধ্বনিত হয়,
মুক্তি চাই, শুধু এসব থেকে মুক্তি চাই।।
চেতনার আলোড়ন মুঠোবদ্ধ হাতে দাবী তোলে
গর্জন করে গলার ধমনী ফুলিয়ে
উচ্চারিত হয় দ্রোহের কবিতা মুক্তির ফরমানে
অশান্ত আকাঙ্খারা করে আর্ত্মনাদ
অতৃপ্ত মুক্তি রচনার সুখে।।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
©somewhere in net ltd.