![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ফরাসি সরকার ৬টি বিশ্বমানের অত্যাধুনিক মিরেজ জঙ্গি বিমান পাঠাচ্ছে। বুধবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী Jean-Yves এ বিষয়টি নিশ্চিত করেছেন। আইএসের বিরুদ্ধে চলমান আক্রমণকে আর ও জোরদার করার লক্ষ্যে ফ্রান্স সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
জর্ডান ভিত্তিক একটি সামরিক ঘাটি থেকে এ যুদ্ধবিমান গুলো ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের এ মন্ত্রী। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন করা ৯টি রাফেল যুদ্ধবিমানের সাথে যুক্ত হবে নতুন এ মিরেজগুলো। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এ যুদ্ধ বিমানগুলো আমাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে। মিরেজ যুদ্ধবিমানগুলো ডিসেম্বর নাগাদ জর্ডানে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।
ইরাকের প্রতিবেশী দেশ জর্ডান তাদের ভূমি ব্যবহার করতে দিয়ে ফরাসী বাহিনীর কাজকে সহজ করতে সহযোগিতা করছে বলে জানিয়েছেন মন্ত্রী । উল্লেখ্য ফ্রান্স আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কয়েকমাস আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এক আকস্মিক সফরে ইরাক পরিদর্শন করেন। সেখানে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ফ্রান্সের দেয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
©somewhere in net ltd.