![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা আজ ভেঙে দিতে চায়
====================
মোহাম্মাদ রাসেল আহমেদ
কবিতার স্নিগ্ধতা আজ হারিয়েছে
অবাঞ্চিত ফতোয়ার আড়ালে
তাই জন্মমাত্র সুতীব্র চিৎকার করে
১০১ দোরার ভয়ে।।
যদি সাদা পৃষ্ঠায় পরে
কলো কালি তবে যে তাকে
পাথর মারা হবে জনতার হাতে।।
কবিতার আজ আপমৃত্যু হয়েছে
সাম্প্রদায়িকতার বিষ পানে
তবুও কবিতা আজ ভেঙে দিতে চায়
সামাজিক বৈষ্যমের চক্র।।
বাক্যের তীব্র কষাঘাত
আজ প্রতিবাদী হতে বলে অবাধ্যে জীবন
বিবেক বলে একরাশ মৌনতা ভেঙে
সীমান্ত বিহীন ভূখন্ড চাই পৃথিবী জুড়ে
রক্তপাত বিহীন মহাকাল চাই
চাই জাতি, ধর্ম, বর্ণ পার্থক্যের
অভিশাপ মুক্ত শতাব্দী
নতুন প্রজন্মের জন্য।।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, স্ট্রাসবুর্গ, ফ্রান্স।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর ভাবনা -- অনেক শুভেচ্ছা