![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ সৃষ্টির সেরা জীব। আর সে হিসাবে মানুষ মানুষকে ভালবাসা উচিৎ। প্রকৃতির জন্মলগ্ন থেকে মানুষ মানুষকে ভালবেসে আসছে। আমি শুধু তার উত্তরসুরী। জীবনের হিসাব-নিকাশ কষে তোমাকে ভালবেসে ফেলছি। আর তোমার ভালবাসার শুভ্র পায়রাগুলো সর্বদা আমার মন মন্ধিরে উড়ে বেড়াচ্ছে দিক-দিগন্তে। আমি অপলক তাকিয়ে শুধু দেখছি তাদের অপরূপ সৌন্দর্য। হাসি-কান্না, সুখ-দুঃখ, ব্যাথা-বেদনা, আনন্দ-উচ্ছাস। প্রকৃতির নিয়মানুসারে অবিরাম আমার চোখের সামনেই তারা বেড়ে উঠছে। মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলি তাদের সাথে। কখনো তাদের নিয়ে আমি হারিয়ে যাই দূর-বহুদূরে। সময়ের টানেই আবার তাদের নিয়ে ফিরে আসি সবুজের গালিচায়।
টমাস্ মিল্টন নামের একজন লিখেছিলেন- “ভালবাসা এমন একটি প্লাটফর্ম যেখানে সর্বশ্রেণীর লোকেরা দাঁড়াতে পারে।“ ভালবাসা পরিমাপ করে হয় না। কখন যে কার সাথে হয়ে যায় তা বুঝার মত সময় থাকে না। আমি তেমনি কখন যে তোমাকে আপন করে নিয়েছি তার কোন নির্দিষ্ট জবাব আমার কাছে নাই। তোমার আমার মাঝে কি তফাৎ তা দেখার সময় আমার নাই। তবে তোমাকে ভালবাসার মত যথেষ্ট সময় আমার আছে। জীবনের অনেক হিসাব-নিকাস কষে দেখছি। শুধু শুধু অহেতুক সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তার চেয়ে ঐ সময়টা যদি তোমাকে নিয়ে চিন্তা করি তাহলে সময়ের সুব্যবহার হবে।
পুরো পৃথিবী কখনো একসাথে আলোকিত হয় না। এক মেরু আলোকিত হলে অন্য মেরু অন্ধকারে নিমজ্জিত থাকে। আমাদের চলার পথটা তেমনি একবার সহজ হবে আরেকবার কঠিন হবে। আর আমাদেরকে সব উপেক্ষা করে এগিয়ে যেতে হবে দূর-দিগন্তে। তোমাকে কতটুকু সুখ দিতে পারবো জানিনা তবে অফুরান ভালবাসা দিতে পারবো। যদি আমার এই ভালবাসা তোমাকে সুখ দিতে পারে তাহলে নিজেকে সফল প্রেমিক হিসাবে সবার সামনে উপন্থিত করতে নিশ্চয় তোমার কোন আপত্তি থাকবে না। আর আমার সব সফলতায় থাকবে তোমার ভালবাসার অবদান। আজ তুমি কাছে নেই তাই মনের আকুতি-মিনতি কারো সাথে অংশীদার করতে পারছি না। তোমাকে বুঝাতে পারছি না যে আমি তোমাকে কতটুক চাই। মনের ভাষা মন দিয়ে বুঝতে হয়। লিখে তা কখনো প্রকাশ করা যায় না।
ভালবাসা আছে বলেই পৃথিবীতে আজো প্রজাপতি ডানা মেলে উড়ে, পাখিরা গায়, বৃষ্টি ঝরে, দিন হয়, রাত হয়। প্রকৃতির অমোঘ নিয়মে সব অতিবাহিত হয়। হয়তো তুমি কাছে থাকলে এই সব আরো মধুময় হত। কিন্তু ভাগ্যের নির্মম পরহাস। এত ভালবাসা দিয়ে এখনো তোমাকে কাছে টেনে নিতে পারিনি। হয়তো এটাই আমার ব্যর্থতা। তবে আমি আমার সাধনা চালিয়ে যাবো এবং একদিন সত্যি তোমাকে কাছে টেনে নিতে পারবো। আমি সেই প্রতিক্ষার প্রহর গুনছি।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, স্ট্রাসবুর্গ, ফ্রান্স।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২১
উদাস কিশোর বলেছেন: আপনার প্রতিক্ষার প্রহরের অবসান ঘটুক . . . .