![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো নেই আমি,
নিজেকে অসুস্থ মনে হয় আজকাল;
পুড়েছে অস্তিত্ব।
ক্রমে ক্রমে সংক্রমিত হয়েছে আমার চিন্তা-ধারা,
আঠপৌরে ভাবনার জগৎ জুড়ে কেবল অস্তিত্ব গ্রাস করে চলছে
স্মৃতির অনুভূতির মিছিল।
উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো বুকের পাজরে এসে আছড়ে পড়ে কষ্টের বিমূর্ত চিত্রকলা।
আমি যেন বধ হওয়া কোন শিকার!
শীতের কুয়াশা মাখা সকাল,গ্রীষ্মের তপ্ত দুপুর,
শরতের নির্মল নীল আকাশ কিছুই যেন আমার জন্য নয়!
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০২
উদাস কিশোর বলেছেন: ভালো লিখেছেন ।
শুভ কামনা