![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় আক্ষেপের কথা।
তোমাকে যে ভাল লেগেছে
তা হয়তো বলাই হবে না।
প্রেমে পড়লে লোকে মন্দ বলবে
চরিত্র নিয়ে টানাটানি শুরু হবে
তাই প্রচন্ড ভাল লাগা স্বত্তেও তোমাকে আর সেটা বলা হয়নি কখনও।
আচ্ছা কোন প্রেম কি আসলে ব্যর্থ হয়?
আমার মনে হয় না !!
দু'টো মানুষের হয়তো এক সাথে থাকা হয়ে ওঠে না
তবে প্রেম কিন্তু ব্যর্থ হয়না।
মানুষের যে স্বভাব, খালি আকথা কুকথা
কত স্বপ্ন অপূর্ণ রয়ে গেলো
তবে তার সাথে তোমার কি লেনাদেনা?
তোমার সাথে বুঝি আমার প্রেম করাই হলো না।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৭
নিলু বলেছেন: প্রেম করাউ কঠিন কাজ, অতি সহজ নয় বলে মনে হয়