নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৭

একটু আগে এক বন্ধুর সাথে ফেসবুক এ চ্যাট করতেছিলাম। আমাকে বলতেছে দোস্ত তোদের এলাকায় বিজয় দিবস এর উৎসব পালন করতেছে। সাউন্ড সিস্টেম এনে বিজয় দিবস আরম্ভ করছে ইংরেজি গান দিয়ে। আমি জিজ্ঞাসা করলাম কোন গানটা দোস্ত ? আমার বন্ধু বললো Pitbull এর “Everybody Fucks” গানটা দিয়ে। সাউন্ড সিস্টেমে ফুল ভলিউমে দিয়া বিজয় দিবস পালন করতেছে, এই হইলো আমাদের দেশপ্রেম। আমার মনে হয় বাংলাদেশে দেশাত্মবোধক গান এর খুব একটা অভাব, তাই ইংরেজি গান দিয়ে বিজয়ের আনন্দ উপভোগ করতেছে। বিশেষ করে আজকাল তো স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশ ফেব্রুয়ারীতে ইংরেজি, হিন্দি গান বাজানো একটা রেওআজে পরিনত হইছে। নোংরামির একটা সীমা আছে, কিন্তু এটা কেমন নোংরামি গান “Everybody Fucks”. পোলাপাইন কি গাজা খায় নাকি বুঝলাম না ?
আমরা বাঙালী, আমাদের নিজস্ব সংস্কৃতির বিশাল ভান্ডার আছে। সংস্কৃতি একটি দেশের শিল্প, সাহিত্য, সংগীত, নৃত্য, ভোজনরীতি, পোষাক, উৎসব ইত্যাদিকে বুঝানো হয়ে থাকে। এইসব দিক থেকে চিন্তা করলে, আমি বলব আমাদের সংস্কৃতি ভান্ডারে সবকিছু রয়েছে, তারপর ও আমরা বিদেশী অপসংস্কৃতিতে লিপ্ত আছি। বিজয়ের ৪৩ বছর পূর্তি হচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, স্বাধীনতার ৪৩ বছরে কি পেয়েছি ? আমার মনে হচ্ছে Pitbull এর “Everybody Fucks” এই গানটা ই পেয়েছি। কথাগুলো লিখতে খুব খারাপ লাগছে, তারপর ও লিখলাম।......সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
মনোযোগ করুন: গানের লিরিক টা যদি দেখার ইচ্ছে হয় Pitbull ft. Akon & David Rush-“Everybody Fucks” লিখে ইন্টারনেট+ইউটিউব এ সার্চ করতে পারেন। ধিক্কার জানাই এমন অসুস্থ সংস্কৃতি কে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.