নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

“প্রাচীন ক্রিসমাস শহর”

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১


“প্রাচীন ক্রিসমাস শহর”

প্রায় এক বছর যাবৎ স্ট্রাসবুর্গ শহরে বসবাস করছি, স্ট্রাসবুর্গ ফ্রান্সের আলযায এর একটি ছোট্ট শহর, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ৪৮০ কিলোমিটার দূরে জার্মান সীমান্তবর্তী একটি শহর। এই শহরের সাথে ২০০০ বছরের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে।ইউরোপে আসার পর এই প্রথম আমার সুযোগ হলো খ্রীষ্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস দেখার। ১৫৭০ সাল থেকে স্ট্রাসবুর্গ শহরটি প্রাচীনতম ক্রিসমাস বাজার হিসাবে ইউরোপে পরিচিতি লাভ করে আসছে। ২১ শতকে এসে স্ট্রাসবুর্গ শহরটি ইউরোপিয়ান দের কাছে “ক্রিসমাস ক্যাপিটাল” হিসাবে খ্যাতি লাভ করে। ক্রিসমাস উপলক্ষে স্ট্রাসবুর্গ শহরটি প্রত্যেক বছরের ২৮ শে নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কারূশিল্প, কনসার্ট, শিশুদের জন্যে ক্রিসমাস জাদু, ক্রিসমাস মেলা ধারা সজ্জিত করা হয়ে থাকে। ক্রিসমাস উৎসব কে কেন্দ্র করে শহরে প্রায় ১০০০ এর মত ক্রিসমাস স্টল বিভিন্ন খাদ্য, পোশাক এবং রকমারি কারূশিল্পে সজ্জিত করা হয়েছে। প্রতিটি রাস্তার মোড়ে খ্রিষ্টমাস বৃক্ষ ধারা আলোকসজ্জা করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় খ্রিষ্টমাস বৃক্ষটি স্থাপন করা হয়েছে স্ট্রাসবুর্গ শহরের প্রানকেন্দ্রে। এই উৎসব কে কেন্দ্র করে ইউরোপের অনেক দেশ থেকে প্রচুর পরিমান পর্যটক এর আগমন ঘটে থাকে। পর্যটকদের থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ হোটেল রয়েছে এবং যোগযোগ সবিধার জন্য রয়েছে বাস, ট্রাম, ট্রেন। মূল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে স্ট্রাসবুর্গ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। স্ট্রাসবুর্গ শহরটি ক্রিসমাস উৎসব কে কেন্দ্র করে তার আবহমান ঐতিহ্যগত প্রথা যুগ যুগ ধরে চালু রেখেছে।

মোহাম্মদ রাসেল আহমেদ
স্ট্রাসবুর্গ, ফ্রান্স।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাল লাগল, রাসেল ভাই আমি জার্মানির ওফেনবুর্গে থাকি। স্ট্রাসবুর্গে কয়েকবার যাওয় হয়েছে। আপনি কি আলিম ফয়সালকে চেনেন , ও প্রথমে জার্মানিতে চিল, ফ্রাইবুর্গের একই স্কুলে ছিলাম আমরা । ভাল থাকবেন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো আপনাদের কথা জেনে। শুভেচ্ছা :)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শুভকামনা আপনাদের জন্য।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

আলম দীপ্র বলেছেন: ভালো লেগেছে !
শুভকামনা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.