![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের জাতীয় নির্বাচন
১৫ ফেব্রুয়ারী ১৯৯৬, বাংলাদেশের জাতীয় নির্বাচন । বিএনপি সরকার এককভাবে নির্বাচন করে জয় লাভ করল; ঠিক এখন যেমনটা করেছে আওয়ামী লীগ। তিন মাসও হয়নি। তৎকালীন আওয়ামীলীগের তীব্র হিংস্র আন্দোলনে বিএনপি সরকার নতি শিকার করতে বাদ্ধ হল।
১২ জুন ১৯৯৬ পুনরায় জনগণের কোটি কোটি টাকায় নির্বাচন হল। আওয়ামী লীগ আসলো।
২০১৪ সাল । একই ঘটনার পুরানাবৃত্তি। এখন কথা হচ্ছে, বিরোধীদল ও সরকারীদল যার যতো বেশি বিবেক নীচে, যে যত বেশি হিংস্র, যে যতো বেশি জানোয়ার, যে যত বেশি জনসাধারণের কথা ভাবে না, সেই এই ক্ষমতার যুদ্ধে জয় লাভ করবে।
আমাদের দেশের সবদলই খারাপ। সবাই বাপের নামে মানুষ মারে, বাপের নামে চুরি করে।
যে শহীদ জিয়া দেশের জন্য যুদ্ধ করল, যে শহীদ জিয়া দেশের জন্য জীবন দিল, তার ছেলে কিভাবে চুরি করে, কিভাবে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে।
আর অন্য দিকে আছে বঙ্গবন্ধু কন্যা। সেও বাপের নাম ভাঙ্গায় রাজনীতি করে। হত্যা, গুম, সুন্দরবন ধ্বংস , সবই সেই করে ছাড়ল। প্রতি বছর আমাদের দেশে হত্যা বাড়ছে।
দিন যায় দিন আসে,
আমাদের দেশে সন্ত্রাস বাড়ে।
আমাদের যাবারও জায়গা নেই। ক্ষমতালোভী পিশাচরা দল বেঁধে শোষণ করে। তারা দল বেঁধেছেন। ১৪ দল আর ১৮ দল। যাদেরই ভোট দিই না কেন? ওরা আসবেই।
দেশের কতোটাই বারোটা বাজছে, যে পাকিস্তানী দল ও দেশে রাজনীতি করে। তারা আবার স্বাধীন বাংলার মন্ত্রীও হয়। লজ্জা লাগে, যে নিজামী বাংলার বিরোধিতা করছে, সে বিএনপি সরকারের মন্ত্রীও ছিল। ৩০ লক্ষ মানুষ হত্যা আর দুই লক্ষ মা বোনের ইজ্জত হননকারীদের সমর্থকরা কিভাবে দেশের মন্ত্রী হয়??
আমাদের দেশে নতুন দল আসা দরকার। এই দেশ কারো বাপের না। স্বাধীনতার ঘোষণা দিচ্ছে বলে, দেশ কিনে নেয়নি। আমার বাপ দাদা ও বঙ্গবন্ধুর ডাকে, শহীদ জিয়ার মতো জীবন হাতে নিয়ে যুদ্ধ করছে। দেশ আমারও।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০২
খেলাঘর বলেছেন:
খালেদা জিয়া ও শেখ হাসিনার অবস্হা হবে গাদাফী ও হোসনী মোবারকের মতো।