নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

হাস্যকর হলেও ঘটনা সত্যি..........!!!!!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

হাস্যকর হলেও ঘটনা সত্যি..........!!!!!!!!

ভালো খারাপ বিশেষণে গেলে গুলিয়ে ফেলি, কারণ ভালো মন্দের স্ঙ্গংা এক এক জনের কাছে এক এক রকম। কিন্তু যতই মতভেদ থাকুক ভালো ভালোয় থাকে আর খারাপ খারাপ ই।

ব্যক্তি যা ভালো মনে করে তা যদি অন্যের মাঝে না খুঁজে নিজের মাঝে রপ্ত করার অভ্যাস করতো তবে হয়তো এতো ভজগট লাগতো না। যে চরম মিথ্যাবাদী সে চায় না তার সাথে কেউ মিথ্যা কথা বলুক.... যে অন্যের ঘরে চুরি করে সে চায় না তার ঘরে কেউ চুড়ি করুক!!! যে বাটপার সে বাটপারী পছন্দ করে না!! যে চরিত্রহীন সেও চরিত্রবান নারী/পুরুষ খুঁজে!!

যে ব্যক্তি সত্যিকার অর্থে ভালো সে ভালো টাকে পছন্দও করে আর ভালো কাজে উৎসাহিত ও করে বাট সে কিন্তু বলে বেড়ায় না যে সে ভালো, সেটা এমনিতেই বুঝা যায়। মানুষের কার্যকলাপ গুলো খুবই বিচিত্র......তাই আগে নিজে নিজের মনের ভিতর টাকে পবিত্র করে, নিজের কার্যকলাপ গুলো ভালো করে তারপর ভালো কিছু প্রত্যাশা করা উচিত....

মনে রাখতে হবে যে নিজেকে অতি চালাক মনে করে সেই বোকার মত কাজ করে বেশী... আর লেজ কাঁটা শিয়ালের মত ঘটনা গুলো বর্ণনা করতে চায়!!! হাস্যকর হলেও ঘটনা সত্যি..........!!!!!!!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

নীল আতঙ্ক বলেছেন: সুন্দর।
লেখাটার কথা বললাম :)
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.