নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

প্যারিসে পত্রিকা অফিসে আক্রমণকারীদের “সনাক্ত”

০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

ফ্রান্সের প্যারিসে রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলায় ১২ জন নিহত হওয়ার পর পুলিশের বরাত দিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যম গুলো সন্দেহভাজন তিনজন হামলাকারীর পরিচয় জানাচ্ছে।
তিনজনের মধ্যে দুইজন ভাই যারা ইসলামি চরমপন্থি বলে ধারনা করা হচ্ছে।
অপর জনের নামে ইরাকে জিহাদি পাঠানোর দায়ে আগেই থেকেই অভিযোগ রয়েছে।
নিহত ঐ ১২ জনের মধ্যে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্ট ছিলেন।
ইসলামের নবী মোহাম্মদের কাটুন প্রকাশ করায় এর আগেও শার্লি হেবদো পত্রিকাটি মুসলমানদের রোষানলে পরেছিল।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই হামলা বাক স্বাধীনতা ও ফ্রান্সের মূল চেতনার ওপর আঘাত।
তিনি বৃহস্পতিবার জাতিয় শোক দিবস ঘোষণা করেছেন।
এই হামলায় পর ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

মহান অতন্দ্র বলেছেন: হুম শেম টু দেম । এরাই ইসলাম ধর্মের বারোটা বাজাচ্ছে। এসব কাজের আগে এদের ধর্মটা আরও ভালভাবে জানা প্রয়োজন । হত্যা কোন সমাধান নয় । আর সব ধর্মেই মানবতাকে সবচেয়ে বড় করে দেখানো হয়েছে ।

প্রতিবাদের ভাষা হত্যা না হয়ে শান্তিপূর্ণ কিছুও হতে পারে ।

অসির চেয়ে মসি বড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.