![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজের গায়ে লেপ্টে থাকা কালি
যে অব্যক্ত বাণী প্রকাশের ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত,
তা হয়তো তুমি বুঝবে না।
শুধুই আমার অন্তহীন হৃদয় অতলের বার্তা পৌঁছে দিতে চায় তোমায়
কবি তার কবিতার পাতায় পাতায়,
যে বাণী লিখে যায়
তা হয়তো তুমি কখনো পড়বে না।।
তবু জেনে রেখো, সে শুধু তোমারই প্রসংশা।
আমার কবিতা লেখার এ হাস্যকর চেষ্টা
যে কথাটি মর্ম বুঝার সাধ্য হয়তো তোমার নেই,
তা হয়তো তোমার কাছে শুধুই হাস্যকর
তবু জেনে রেখো, কবিতাটি লেখা হয়েছে গভীর ভালোবাসায়।।
২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৬
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
সরদার হারুন বলেছেন: কবিতাটি অনেক ভাল হয়েছে ।
++++++++++++++++++