![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এই মুহুর্তে আছি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে। দূরে আছি সেই আন্দোলন থেকে যা কিনা ‘৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর প্রথম কোন আন্দোলন যাতে আছে বেশীরভাগ বাংলাদেশীর স্বতঃস্ফূর্ত সমর্থন, কোন দলের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই আন্দোলন গড়ে ওঠেনি। এই আন্দোলনের দাবী সরকার পতন নয়, এই আন্দোলন নয় বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার সোপান। এই জনতার একটাই দাবী তা হল যুদ্ধাপরাধীদের ফাঁসী। যৌক্তিক এই দাবীর প্রতি সমর্থন জানাতে প্রত্যেক সচেতন নাগরিকের উচিত শাহবাগ স্কয়ারে সমবেত হওয়া।
বলতে পারেন বিদেশে থেকে বড় কথা বলাই যায়। কিন্তু আমি বা আর যারা আমার মত বিদেশে আছেন বা দেশে থেকেও পারছেন না যেতে (যেমনঃ সরকারী কর্মচারী-কর্মকর্তা, সামরিক, আধা সামরিক, পুলিশ, বিজিবি বাহিনীর সদস্যরা, এই মুহূর্তে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহনকারীরা এবং আরও যারা আছেন যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সামিল হতে পারছেন না এই আন্দোলনে); তাদের কে বলছি আপনিও পারেন এই আন্দোলনের অংশ হতে, এটা আপনার উপর দেশের অধিকার। আপনি কোন ভাবেই এই দায়িত্ত্ব এড়াতে পারেন না। কি করতে পারি আমরা?
- নিজের সেলফোনটা তুলুন, কল করুন সেই মানুষটাকে যে এখনি যেতে পারবে শাহবাগে।তাকে যেতে উদ্ভুদ্ধ করুন।
- প্রবাসেও অনেকে মিলে শান্তিপূর্ন অবস্থান, প্লে-কার্ডের মাধ্যমে নিজের দাবী তুলে ধরুন( অনেক জায়গায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে)
- দেশের অনলাইন পত্রিকাগুলোর মন্তব্য কলামে এই আন্দোলনের পক্ষে মত গড়ে তুলুন।
- ব্লগে এক্টিভ থাকুন। বিশেষ করে শিবির জামাতীরা যেইসব পোষ্ট এর মাধ্যমে এই আন্দোলনের বিরুদ্ধে বলছে সেই সব পোষ্টে নিজের মতকে প্রতিষ্ঠা করুন। আর ওদেরকে গদামের উপর রাখুন।
- এই মুহুর্তে আওয়ামী বিএনপি ক্যাচাল থেকে বিরত থাকুন( আমাদের নেতা-নেত্রীরা করুক, আপনি করবেন না-কারণ আপনার দাবী আর তাদের দাবী এক না; ওরা চায় ক্ষমতায় যেতে বা থাকতে আর আপনি চান যুদ্ধাপরাধীদের ফাঁসী)
- শিবির জামাত কৌশলে এই আন্দোলনকে যেন অন্য দিকে না নিতে পারে যেমন এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন, এই সরকার জামাতের সাথে আঁতাত করেছে, বা বি এন পি বা ছাত্রদল এই আন্দোলনে যোগ দেয়নি-এইসব বলে আপনার দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করা হবে, আমাদের এখন দেখার বিষয় এটা নয় কে আঁতাত করেছে বা কে শাহবাগে যায়নি। আমাদের লক্ষ্য একটাই তা হল সব যুদ্ধাপরাধীদের ফাঁসী। আপনার আমার কাজ হচ্ছে এইসব প্রপাগান্ডা থেকে এই আন্দোলনকে মুক্ত রাখা।
আসুন নিজেকে ভুলে দেশকে নিয়ে ভাবি, এই দেশের জন্য আমরা সাধারণ জনগণ ছাড়া আর কি কেউ আছে?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
নাইট রিডার বলেছেন: জামাতী ছাগুরা আছে আশে পাশেই , এই ব্লগেই পাইবেন। আর গদাম দিবেন।
সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
বিচছু বলেছেন: ভালা কথা পোস্ট পিলাস
=
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
নাইট রিডার বলেছেন: ধইন্যা আপনাকে
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।
মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ
(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
নাইট রিডার বলেছেন: সুন্দর লিখার জন্য স্যারকে ধন্যবাদ। স্যার আমাদের নতুন প্রজন্মকে আপনারাই পথ দেখাবেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
বোকামন বলেছেন: আসুন নিজেকে ভুলে দেশকে নিয়ে ভাবি, এই দেশের জন্য আমরা সাধারণ জনগণ ছাড়া আর কি কেউ আছে?
সহমত
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
নাইট রিডার বলেছেন: সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
শুধুই অর্ক বলেছেন: জামাত-শিবির ফেবুতে অপপ্রচার চালাচ্ছে ।আসুন গদাম দিয়ে আসি ।
https://www.facebook.com/faraejiandolon
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
নাইট রিডার বলেছেন: জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে
রাজাকার পুন্দাও একসাথে মিশে।
এখানে রাজাকার পুন্দানিতে যদি জামাতেরও কেউ আসতে চায়, তিনিও আমন্ত্রিত।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
শুধুই অর্ক বলেছেন: স্বাধীনতা বিরোধীরা এদেশের শত্রু । শত্রু ,ব্যাধি , আগুন এই তিন জিনিসের শেষ রাখতে নেই। তাই রাজাকারদের ফাঁসির দাবির পাশাপাশি জামাত-শিবিরের একটা স্থায়ী সমাধান দরকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
নাইট রিডার বলেছেন: জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে
রাজাকার পুন্দাও একসাথে মিশে।
এখানে রাজাকার পুন্দানিতে যদি জামাতেরও কেউ আসতে চায়, তিনিও আমন্ত্রিত।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮
রুদ্র মানব বলেছেন: ছাগুগুলারে গদামের উপ্রে রাখা হোক
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
নাইট রিডার বলেছেন: সকল রাজাকারের ফাঁসী চাই
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯
রাইসুল সাগর বলেছেন: কে বললো আপনি দূরে এইতো আপনি কাছে আছেন । প্রবাসি সবার প্রতিনিধি হয়ে আমরা শাহাবাগে আছি।
আর সেখানে আমরাঃ
আমি কাঁদতে আসিনি, এসেছি ফাঁসির দাবি নিয়ে ।রাজাকারের ফাঁসি চাই, বাংলার বুকে হাঁসি চাই। সব রাজাকার নিপাত যাক, বাংলা এবার মুক্তি পাক ।। আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না। আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
নাইট রিডার বলেছেন: এখন আছি প্রবাসে, এখানে এসে মনে পড়েনা আওয়ামী লীগ , মনে পড়ে না বি এন পি, শুধু দেশটাকে মনে পড়ে, আজ সেই দেশের উপর যারা অমার্জনীয় অপরাধ করেছে তাদের ফাঁসীর দাবিকে যদি লিখাতেও তুলে আনতে না পারি তবে তো আর মানুষ থাকি না
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২১
তুহিন সরকার বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ফাঁসি ছাড়া কোন বিকল্প রায় নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
নাইট রিডার বলেছেন: সকল রাজাকারের নিঃশর্ত ফাঁসী চাই।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮
রাফা বলেছেন: দাবি নয় ,জনতার আদেশ ।
ফাসিই একমাত্র সমাধান।
নতুন প্রজন্ম আপনারা এগিয়ে চলুন।
আমরা প্রবাসীরা আপনাদের পাশেই আছি।
ধন্যবাদ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০
নাইট রিডার বলেছেন: যে সময়ে সবাই শাহবাগে থাকবে সেই আমরা প্রবাসীরা অনলাইনে থাকা রাজাকারদের দৌড়ের উপর রাখব, নইলে এরা আন্দোলনের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে দিবে।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
খুব সাধারন একজন বলেছেন: এখন প্রতিটা জায়গাকে রাজাকারমুক্ত করতে হবে,
ঢাকা,
পুরো বাংলাদেশ,
ফেসবুক,
সামু,
পুরো অনলাইন কমুনিটি...
সর্বত্র যুদ্ধ হবে। রাজাকারমুক্ত হবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
নাইট রিডার বলেছেন: ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশ কোন রাজাকারের ঠাই নাই।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বটের ফল বলেছেন: tuhin_sarker বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ফাঁসি ছাড়া কোন বিকল্প রায় নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
নাইট রিডার বলেছেন: সকল রাজাকারের নিঃশর্ত ফাঁসী চাই।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১০
নাইট রিডার বলেছেন: অসাধারণ একটি পোষ্টের লিংক শেয়ারের জন্য ধন্যবাদ
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫
বনলতা মুনিয়া বলেছেন: জয় হোক তারুণ্যের, জয় হোক সত্যের
আমি কাঁদতে আসিনি, এসেছি ফাঁসির দাবি নিয়ে ।রাজাকারের ফাঁসি চাই, বাংলার বুকে হাঁসি চাই। সব রাজাকার নিপাত যাক, বাংলা এবার মুক্তি পাক ।। আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না। আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯
নাইট রিডার বলেছেন: একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
বিচছু বলেছেন: শাহবাগ রক্জ
শালার রাজাকাররে সব গুলারে কোপাইতে পারলে খুশি হইতাম
ছাগু গুলা কই তোগরে কইস্যা গদাম