নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

জনাব মানবাধিকার নেতা, এবারে আপনি কি বলবেন?

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আজ প্রথম আলোতে দু'টি খবর চোখে পড়লো...খবর ০১: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান গতকাল বলেছেন, ''ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে।''.......এর ঠিক উপরেই আরেকটি খবর: ''নড়াইলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খেয়ে ৩০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।''



জনাব মানবাধিকার নেতা, আপনার কথাটা অতি সত্য, একদম জলবৎ তরলং!...কিন্তু, নিচের রিপোর্ট-টা পড়ে হঠাৎ-ই কেন যেন আপনার বক্তব্য জানতে খুবই ইচ্ছে করছে।...আপনাকে শুধাতে ইচ্ছে হয়- 'আপনি কোন সূত্রের ভিত্তিতে ঘটনাগুলোকে মিথ্যা বলেছিলেন?...ঘটনাগুলো যদি মিথ্যা না হয়ে থাকে, তাহলে আপনার এরকম বক্তব্যের হেতু কি?...এহেন মারাত্মক একটি ঘটনা নিয়ে আপনি কেন এরকম অহেতুক একটি রাজনৈতিক বক্তব্য দিলেন?...আপনার এই বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি?...নাকি ধরে নেব, শিশুদের অসুস্থ হওয়া নিয়ে ঘটনাগুলো ধামা-চাপা দেওয়ার চেষ্টায় আপনি সরকারের একজন তাবেদার হিসেবে কাজ করছেন?...যদি তা-ই হয়ে থাকে, আপনি কি এই রকম জনদায়িত্বপূর্ণ পদে বসার অধিকার রাখেন কি?



আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে।



Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নিঃসংগ যোদ্ধা বলেছেন: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান শ্রেফ একটা "খালি কলসী"!

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

বিদেশী বাঙালী বলেছেন: উনার কাছ থেকে বক্তব্য আশা করছি। উনার এখন পদত্যাগ করা উচিৎ।

২| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ফিরেদেখা বলেছেন: ছাগলের কাছে প্রশ্ন করলে উত্তর ছাগলের ম্যা ম্যা ডাক শুনবেন-যাদের কাছে প্রশ্ন করছেন ওরাতো ছাগলেরও অধম :((

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

বিদেশী বাঙালী বলেছেন: হতে পারে। উনার পদত্যাগ করা উচিৎ।

৩| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

পিওর গাধা বলেছেন: জানা আপা হয়ত এখন থেকে পোষ্ট ষ্টিকি করার ব্যাপারে বেশি সজাগ হবেন এই আশা করছি।

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিদেশী বাঙালী বলেছেন: উনি যাদের হাতে মডারেশনের দায়িত্ব দিয়ে রেখেছেন, তারা কতটুকু যোগ্য এই ব্যাপারে আমি সন্দিহান।

৪| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ফিরেদেখা বলেছেন: আমি এক এক করে নাম নিয়েই বলতে পারি-মডারেশন প্যানেলে কে কে পল্টি মারা দাঁগী আছে....

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বিদেশী বাঙালী বলেছেন: থাক, যেতে দিন। উনারা সত্যকে যদি ঢাকতে চান, ঢাকতে দিন না! ব্লগ তো ব্যক্তি মালিকানাধীন। তাই, ক্যাপিটালিজম-এর একটু ছোয়া পরবে না, সেইটা তো হলপ করে বলা যাবে না।

৫| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার এই বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে

..., শিশুদের অসুস্থ হওয়া নিয়ে ঘটনাগুলো ধামা-চাপা দেওয়ার চেষ্টায় আপনি সরকারের একজন তাবেদার হিসেবে কাজ করছেন...
তা-ই আপনি এই রকম জনদায়িত্বপূর্ণ পদে বসার অধিকার রাখেন না।

হায়া লজ্জ্বা থাকলে পদত্যাগ করুন...ৎ


নয়তো ভবিষ্যতের মানবতাবিরোধী অপরাধের দায়ে কাঠগড়ায় দাড়ানোর প্রস্তুতি নিন।

দেশ থেকে পালালেও সমস্যা নেই-ইন্টারপোল এখন আপডেটেড- প্রয়োজনে আরও আপডেটেড করা হবে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬

বিদেশী বাঙালী বলেছেন: উনার বক্তব্যের জন্যে এখনই মানহানীর একটি মামলা করা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.