![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেসামরিক লোকদের খুন-ধর্ষণ করা যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে ইসলামে কোন বাঁধা আছে কি? নেই। বর, এব্যাপারে অত্যন্ত কঠিন আইন রয়েছে ইসলামী শরিয়া আইনে। আজ দেশে যদি সে আইন বলবৎ থাকতো, তাহলে কবেই সকল যুদ্ধাপরাধীদের জনসম্মুখে বিচার হয়ে যেতো।
কিন্তু, কথা হচ্ছে, দেশে যে আইন-ই বলবৎ থাকুক না কেন, সুবিচার পাওয়ার অধিকার যে কোন মানুষেরই রয়েছে। নাহলে, একজন দুস্কৃতকারী এবং ভালো মানুষের মাঝে পার্থক্য থাকলো কোথায়? কথাগুলো বলছি কাদের মোল্লার ফাঁসি প্রসঙ্গে। যুদ্ধাপরাধী হয়ে থাকলে, কাদের মোল্লার ফাঁসি অবশ্যই সঠিক হয়েছে। কিন্তু, যেখানে 'কাদের মোল্লা' আর 'কসাই কাদের' এক নয় বলে প্রশ্ন উঠেছে, সেখানে এই ব্যাপারগুলো একটু খোলাসা করে দন্ড কার্যকর করলে কি এমন ক্ষতি হতো?!! সবতো ঠিক মতোই চলছিলো। এতো তাড়াহুড়ো কেন!
এরকম কাঁচা কাজ করে সরকার ও বামদলগুলো কি পেতে চাচ্ছে ঠিক বোধগম্য হচ্ছে না বলেই মনের মাঝে অনেক সন্দেহ উঁকি-ঝুকি মারছে। সেগুলো নিয়ে পরে লিখবো। তার আগে প্রয়োজন আসলেই 'কসাই কাদের' এবং 'কাদের মোল্লা' এক লোক কিন তা খুঁজে দেখা। এর পাশাপাশি আরেকটি ব্যাপার খুঁজে দেখা খুবই প্রয়োজনীয়। আর সেইটি হচ্ছে, 'কসাই কাদের' বামপন্থী কোন দলের লোক ছিলো কিনা।
কিভাবে খুঁজে পাওয়া যাবে আসল তথ্য? নিচে আমার দেওয়া কাঠামোটি অনুসরণ করলেই আসল সত্য বেরিয়ে আসবে।
১। সর্বপ্রথম প্রশ্ন: যে ছবিতে কসাই কাদেরের ছবিটি এসেছে, এর সুত্র কি? এটি কি এডিটিং করা ছবি নাকি আসল? আসল হয়ে থাকলে, কে তুলেছেন ছবিটি? যার কাছ থেকে ছবিটি পাওয়া গিয়েছে তাকে জিজ্ঞাসা করলেই ছবিটি কার থেকে এসেছে তা পাওয়া যাবে।
২। কাদের মোল্লা'র ৭১ সালের কোন ছবি আছে কি? উনি যে শিক্ষালয়ে ছিলেন, সেখানকার ফাইল ঘাটলে তখনকার ছবি পাওয়া যেতে পারে। এছাড়া উনার ম্যারেজ ফোটোগুলোও চেক করে দেখা দরকার।
৩। কসাই কাদেরের ছবিতে যারা রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা যেতে পারে ঐ ছবিটি কার। ছবি'র সেনাবাহিনী'র অফিসারগুলো কারা? উনারা কি এখনো বেঁচে আছেন? বেঁচে থাকলে, উনাদের কি জিজ্ঞাসা করা যেতে পারে ছবির লোকটি কে জানার জন্যে? সেই সময় পাকিস্তান সেনাবাহিনী'র কারা ছিলেন সেই এলাকায়? তারা কি কোন খবর দিতে পারবেন এব্যাপারে?
৪। উনার শিক্ষাজীবনের সহপাঠীরা কি এখনও বেঁচে আছেন? উনারা কি বলতে পারবেন ছবির লোকটি কাদের মোল্লা কি না?
৫। উনার এলাকার মানুষদের এমন কেউ কি বেঁচে আছেন যিনি ৭১ সালে তাকে চিনতেন? উনাকে ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করা যেতে পারে কি?
৬। ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে, কসাই কাদেরের কোন দাড়ি নেই। স্বাধীনতার সময়ের ইসলামীদলগুলোর কেউ হয়ে থাকলে, দাড়ি ছাড়া সদস্য হয় কি করে? সে সময় অনেক বামদল স্বাধীনতার বিরোধী ছিলো। তাদেরকেও খুজে বের করা প্রয়োজন সঠিক তদন্তের জন্যে। ঐ এলাকায় বামদলগুলোর কেউ কি একটিভ ছিলো? কসাই কাদের তাদের কেউ হওয়াও বিচিত্র কিছু নয়, কারণ তারাও পাকিস্তানবাহিনীর দসর ছিলো। সেই বামদলগুলোর কেউ কি এখনও বেঁচে আছে? তাদেরকে কি এই ব্যাপারে বিচারের আওতায় এনে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কি?
এই তদন্তগুলো করা প্রয়োজন স্পেশাল টাস্কফোর্সের সমন্বয়ে যাতে থাকতে হবে বিচারক ও সামরিক বাহিনী'র সদস্যরা। এছাড়া জামায়াতসহ প্রধানদলগুলোর মনোনীত সদস্যদেরও রাখা উচিৎ হবে যাতে করে পরবর্তীতে এব্যাপারে কোন প্রশ্ন না উঠে।
সরকার বিচার বিভাগকে কাদের মোল্লা'র হত্যাকান্ডের দায় থেকে মুক্তি দিতে এইটুকু কি করতে পারবে না?
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সাঈফ শেরিফ বলেছেন: এতসব প্রশ্ন করে কাদের মোল্লার ফাসি বানচাল করতে পারবেন না। যুদ্ধাপরাধী কাদেরের ফাসি এই বাংলার মাটিতেই হবে।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
েফরারী এই মনটা আমার বলেছেন: মুসলমান মাত্র এ কথা কারোই অজানা নাই যে,সমগ্র বিশ্বের মুসলমানদের ও ইসলামের আজ সবচেয় বড় শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি।তারা তাদের অত্যাধুনিক সমর শক্তি নিয়ে প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ছে একের পর এক মুসলিম দেশের উপর ।চৌদ্দশত বছর যাবত পুষে রাখা প্রবল আক্রোশে বিমান-ক্ষেপনাস্ত্র-ড্রোন হামলায় শহীদ করছে লক্ষ লক্ষ সাধারন মুসলমান।
আর এই বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিই তাদের পরিপূর্ণ কুটনৈতিক শক্তি ব্যয় করেছিলো তাদের '৭১ এর নীল নক্শা বাস্তবায়নকারী কুখ্যাত খূনী কসাই মোল্লাকে রক্ষা করার জন্যে।
বুঝে নিন সে কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
শামীম মুসতফা বলেছেন: ২ বছরের বেশী সময় নিয়ে বিচার চললো তখন কি প্রমান করা যেতো না....?
বাংলাদেশর কিছু লোক চিনতে ভুল করতে পারে ,পাকি ভাইরা চিনতে ভুল করে নাই কসাই কাদের মোল্লাকে। ..............
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: কাদের মোল্লার এক সহপাঠী সুদূর নিউজিল্যান্ড থেকে কিছুদিন আগে লিখেছেন এ নিয়ে সেটি পড়তে পারেন।
ঐ লেখকের কোনো রকম ইহজাগতিক স্বার্থ নেই। কারন উনি বিদেশে সেটলড্। প্রতিষ্ঠিত এবং রাজনীতি করেন না।
সামুতে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি লিংক করতে জানি না । জানলে আমিই লিংক করে দিতাম।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
শামীম মুসতফা বলেছেন: অনেক রক্তের বিনিময়ে কেনা এই পতাকা।৭১রের ভুত এখনও আছে,আবার তাদের পক্ষে বলারও লোক আছে এই স্বাধীন বাংলা দেশে..........
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১
কলাবাগান১ বলেছেন: আসামী পক্ষের আইনজিবীরা ভাল করেই জানতেন যে এই কাদের মোল্লাই আসল কাদের মোল্লা..... নাহলে যে জামাত হোয়াইট হাউজ পর্যন্ত্য পৌছে গেছে, সেই জামাত আসল কাদের মোল্লাকে মাঠির নীচ থেকে হলেও তুলে হাজির করত... নিদেন পক্ষে ডিএনএ টেস্ট করে প্রমান করত যে এই কাদের মোল্লা আসল কাদের মোল্লা নয়
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
কলাবাগান১ বলেছেন: "অনেক রক্তের বিনিময়ে কেনা এই পতাকা।৭১রের ভুত এখনও আছে,আবার তাদের পক্ষে বলারও লোক আছে এই স্বাধীন বাংলা দেশে.........."
গতকাল রাতে এক পার্টিতে জামাতি রাজাকারের সাথে দেখা..... সে বলে ১৬ই ডিসেম্বরের আগ দিন পর্যন্ত্য বাংলাদেশ বলে কিছু ছিল না .. বিজয় দিবসের আগ দিন পর্যন্ত্য নাকি অখন্ড পাকিস্হান ছিল এবং অখন্ড পাকিস্হানের জন্য জামাত যুদ্ধ করেছে এতে ক্ষতির কিছু নাই
আমি জাস্ট বললাম তাহলে ২৬শে মার্চ পালন করা বন্ধ করা উচিত ... কি বলেন
আরেক রাজাকার বলে ১৯৭১ সনে যে বাচ্চা (বাংলাদএশ) জন্ম হয়েছে, তার
বাবা -মার ঠিক নাই কিন্তু সে মেনে নিয়েছে.... কিন্তু নিজে সেই 'জারজ' সন্তানের পরিচয়ে (বাংলাদেশী পাসপোর্টে) আমেরিকাতে ঢুকে , এখন আমেরিকার নাগরিক......।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
শামীম মুসতফা বলেছেন: সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২
শামীম মুসতফা বলেছেন: আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার ,বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। ...............
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
এই কসাই সেই কসাই না হৈলে ছাগুদের আব্বা পাকিস্তান নিন্দা জানাইলো ক্যারে?
ছাগ্লা পোস্ট
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫
শামীম মুসতফা বলেছেন: বলেছেন: আসামী পক্ষের আইনজিবীরা ভাল করেই জানতেন যে এই কাদের মোল্লাই আসল কাদের মোল্লা.....
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবো-রে-
আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে-রে-
নতুন শুরু এই যুদ্ধে বাধা আসবেই- জানোয়ারের দল আক্রমন শানাবেই-
তবু তরী বাইতে হবে-খেয়া পাড়ি দিতে হবে-
যত ঝড় উঠুক সাগরে..............
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
শামীম মুসতফা বলেছেন: এই কসাই সেই কসাই না হৈলে ছাগুদের আব্বা পাকিস্তান নিন্দা জানাইলো ক্যারে?
জয় আমাদের হবেই- ইনশাআল্লাহ................
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: কলাবাগান ১ এর কথাগুলো মূল্যবান।
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সাঈফ শেরিফ বলেছেন: এতসব প্রশ্ন করে কাদের মোল্লার ফাসি বানচাল করতে পারবেন না। যুদ্ধাপরাধী কাদেরের ফাসি এই বাংলার মাটিতেই হবে।
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১
েফরারী এই মনটা আমার বলেছেন: শামীম মুসতফা বলেছেন: এই কসাই সেই কসাই না হৈলে ছাগুদের আব্বা পাকিস্তান নিন্দা জানাইলো ক্যারে?
জয় আমাদের হবেই- ইনশাআল্লাহ................
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মুদ্দাকির বলেছেন: কাদের মোল্লা হয়ত তখন দিলিপ বড়ুয়ার বন্ধু ছিলেন ??
আসলেই সব সময়কার পা চাটা বাম গুলার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ, যে আসলেই তারা কি ? আর তারা কি চায় ?