![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরটি চমকে যাবার মতই। আই,এসের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নিজেদের মাঝেই যুদ্ধ লাগিয়ে দিয়েছে পশ্চিমা দেশগুলো! মাত্র এক ঘন্টা আগেই রাশিয়ার একটি ফাইটার জেটকে ধাওয়া দিয়ে 'ডগ ফাইট'-এ পরাস্ত করে ভুপাতিত করেছে তুর্কি একটি এফ-১৬। রুশ প্রেসিডেন্ট একে 'পিছন থেকে ছুরিকাঘাত' বললেও, তুর্কি সামরিক বাহিনী বলছে রাশিয়ান বিমানটি বিনা-অনুমতিতে তুরস্কের সীমানায় ঢুকে পড়েছিলো।
জাতিসংঘের কাছে পাঠানো একটি চিঠিতে তুরস্ক অভিযোগ করে বলেছে যে, তুরস্কের আকাশ সীমায় প্রায় ১৭ সেকেন্ড ধরে ঘোরাফেরা করতে থাকা রুশ বিমানটিকে ১০ বার সাবধান করে তুর্কি সেনাবাহিনী। এরপরেই তারা এই এই হামলা চালায়। অন্যদিকে রাশিয়া বলছে, ভূপাতিত হবার আগে রুশ ফাইটারটি সিরিয়ার আকাশসীমায় ছিলো।
খবর সূত্রঃ
The Gurdian
Al Jazeera
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
বিদেশী বাঙালী বলেছেন: আমি ঠিক বলতে পারবো না।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: যারাই আইএস বা পশ্চিমা স্বার্থের বিরোধী তুরস্ক তাদের পক্ষের । কুর্দি রা যখন আইএসএর বিরুদ্ধে যুদ্ধ করছে তখন তুরস্ক কিন্তু কুর্দিদের ওপর বিমান হামলা করেছিল ভুলে গেলে চলবে??
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
বিদেশী বাঙালী বলেছেন: তাই!!!
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
এসব চলবে না..... বলেছেন: তুর্কীরা বদমায়েশের হাড্ডি।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
বিদেশী বাঙালী বলেছেন: কোন উদাহরণ?
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
কোলড বলেছেন: "আরে ভাই শুনেন, আমি রাশিয়াতে থাকি ১৮ বছর। তুর্কিরা হলো ইহুদী জাতের চেয়েও হারামী।এরা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। ভুলে গেছেন? এরা বিশাল টাকা আয় করে রাশিয়ানদের টুরিজম দিয়ে। আবার আমেরিকার পা চাটে। খুবই বাজে জাত। পাকিদের মতন। গু।"
stupid comment reveals paucity of geopolitical knowledge.
Turkey defended its border against commie bastard (PKK a Kurdish leftist party and designated terrorist) and Turkey didn't beg Russians to tour its country and least of all those Russian girls who plied the trade in Istanbul and Bodrum.
Ottoman always lost to Russian empire but funny to see all those nationalistic Russian ended up in turkey after the Bolshevik take-over.
Like China, Turkey supported Pakistan due to geopolitics and nothing wrong with that.
৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
এসব চলবে না..... বলেছেন: আপনে তো কিছুই জানেন না দেখতেছি.....
একটা পোষ্ট দিছেন সেইটার কমেন্টের জবাব ও ঠিকমত দিতে পারতেছেন না। যত্তসব।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
বিদেশী বাঙালী বলেছেন: কিভাবে দিলে আপনি খুশি হতেন?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৮
জাহিদ আহমেদ বলেছেন: আরে ভাই শুনেন, আমি রাশিয়াতে থাকি ১৮ বছর। তুর্কিরা হলো ইহুদী জাতের চেয়েও হারামী।এরা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। ভুলে গেছেন? এরা বিশাল টাকা আয় করে রাশিয়ানদের টুরিজম দিয়ে। আবার আমেরিকার পা চাটে। খুবই বাজে জাত। পাকিদের মতন। গু।