![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমন্ত এ শহরে কেন
যে যার মত একা।
তাল-বেতালে চলছে সবই
হয়নিকো তা শেখা।
রাত-দুপুরে ঘুমের ঘোরে
চলছে সবাই দেখো।
কে জাগাবে আঘাত দিয়ে
কথাটা মনে রেখো।
সবুজরা সেথা ঘুমুচ্ছে মায়ের
কোলে রেখে মাথা।
এখনো মাতা বলছেন বাছা
বুকে নিও না ব্যথা।
তোমাদের ছেলে ঘুমুলে পড়ে
হাল ধরবে কারা।
রবি যে যাবে অস্তাচলে
বইয়ে অশ্রু ধারা।
©somewhere in net ltd.