![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''আজ তো মা দিবস...অনেক-কেই এ নিয়ে ফেবুতে পোস্ট দিতে দেখলাম...কিনতু, আমার প্রশ্ন হচ্ছে, যারা পোস্ট দিয়ে ফেবুর পাতা ভরিয়ে ফেলছেন মা-কে ভালোবাসা জানিয়ে, তাদের মা-রা কি সেগুলো পড়তে পারছেন কিংবা লাইক দিতে পারছেন?''...
আমার কলিগের মুখে কথাগুলো শুনে সত্যি ভাবনায় পড়ে গেলাম...সত্যিই তো, যে মা-কে নিয়ে পোস্ট দিচ্ছি, যার জন্যে এই দিনে কবিতার পংক্তিগুলো সাজাচ্ছি, সেই তিনি কি লেখাগুলো পড়তে পারছেন?.
যদি তা না হয়ে থাকে, তবে কি উদ্দেশ্য নিয়ে এই লেখাগুলো পোস্ট করা?
উদ্দেশ্য যত মহতই থাক না কেন, মা-কে অন্তত একবার লেখাগুলো পড়ে শুনাতে ভুলবেন না যেন।
©somewhere in net ltd.