![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলবদর বাহিনীর দ্বারা নিখোঁজ রাসূলুল্লাহ(সাঃ)-এর বংশধর সৈয়দ নজমুল হক.......এই ব্যাপারটি নিয়ে জামায়াত সমর্থকদের কাছ থেকে এখনো একটি বক্তব্য আশা করছি আমি। আমাদের মুসলিম সমাজে, রাসূলুল্লাহ (সাঃ)-এর পরিবারের সম্মান সর্বাগ্রে বিবেচ্য। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ও বটে। এই ঘটনার প্রত্যক্ষ্যদর্শীও একজন আহলে বায়াত, আওলাদে রাসূল (সাঃ), অর্থাৎ রাসূলুল্লাহ (সাঃ)-এর বংশধর যিনি এখনো বেঁচে আছেন।
আমি আগে আপনাদের বক্তব্য জানতে চাই। তারপর, উনাকে এখানে উপস্থিত হওয়ার অনুরোধ করবো।
১৪ ই মে, ২০১৬ রাত ১:৪২
বিদেশী বাঙালী বলেছেন: আমি তবু তাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
২| ১৪ ই মে, ২০১৬ রাত ১:৫২
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
এই লেখাকে স্টিকি করা হোক যতক্ষণ পর্যন্ত না দুই পক্ষের বক্তব্য শুনতে পারি আমরা।
এই হত্যার দায়ে হয় আলবদর নেতা মতিউর রহমান নিজামী'র শাস্তি ঠিক হয়েছে, নাহয় তার উপর জুলুম করা হয়েছে।
এ নিয়ে সামু'র আদালতে একবার শুনানি হয়ে যাক।
১৪ ই মে, ২০১৬ রাত ১০:৫৭
বিদেশী বাঙালী বলেছেন: শুনানি হলে তো খুব ভালো হতো। আলবদরের হাতে নির্যাতিত একটি পরিবারের বক্তব্য শুনতে পারতাম আমরা।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৬ রাত ১:২১
নতুন বলেছেন: এই ব্যাপারে কোন ছাগুছানা মন্তব্য করবেনা। কারন তাদের কাছে এরা কোন বিষয় না। তাদের বিষয় হইলো জামাতের নেতারা ফেরেস্তা..
অনেকেই বড় বড় তেনা নিয়ে এসে প্যাচানো শুরু করবে...