নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

সাকিবের বিরুদ্ধে কিছু হিংসুটে বোর্ড মেম্বারের ডিসিশান আমরা মানি না

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০



কিছু হিংসুটে, পরশ্রীকাতর বোর্ড মেম্বারের ডিসিশান দিল যে সাকিব খেলতে পারবে না আর আমরা ১৮ কোটি লোক তা মেনে নিব... ফাজলামী নাকি। সাকিবের দোষ, সে বলেছিল রাগের মাথায়....... তারপর ক্ষমা ও চেয়েছে। অথচ তাকে কোন কিছুরই সুযোগ না দিয়ে কয়েকটা হিংসুটে পরশ্রীকাতর বোর্ড মেম্বারের ডিসিশান দিল আর আমরা মেনে নিলাম... এটা কোন সভ্য দেশে হতে পারে না।

সাকিবের দোষগুলো কি তা একটু দেখি....

১) সে বিদেশের মাটিতে খেলে কোটি কোটি টাকা আয় করে তাই সেটা দেড় বছরের জন্য নিষিদ্ধ।

২) আন্তর্জাতিক খেলা থেকে বাদ দিলে ছাগল গরুদের পারফমেস এর খারাপটা কেউ বলতে পারবে না।

৩) তার সুন্দরী বউ শাহরুখ খানের সাথে পোজ দেয় ...... কেন বোরকা পরে না আর আমার মহারথীরা জুতার তলা ক্ষয় করে ও শাহরুখ দুয়ারে ও যাইতে পারে না।

৪) সাকিব এড করে বহুত টাকা কামায় তাদের এই ভোতা চেহারায় কেন কেউ তাদের ডাকে না..... ইত্যাদি ইত্যাদি।

অনেক রাগের মাথায় পোস্টটা করলাম..... কেমনে রাগ কমাবো এই স্টুপিটদের শয়তানি দেখে । আরে ছাগলেন বাচ্চা নিজে আগে সাকিবের মতো হয়ে দেখা দেন ভ্যান ভ্যান করিস। সাকিব যে এ দেশের সম্পদ সেটা বোঝার ক্ষমতা ও তোদের নাই। বুকের পাটা থাকলে সাকিবরে শাস্তি দিলে আকরাম খানরে ও শাস্তি দে কারন সাকিব তো তার অনুমতি নিয়ে বাইরে গেছে.....

দূ:খিত, ব্লগে এই প্রথম এতো খারাপ ভাষায় লিখার জন্য।

মন্তব্য ৬০ টি রেটিং +১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৪

এমএস ইসলাম বলেছেন: সাকিবের মতো এরকম হাজার হাজার খেলোয়াড় বাংলার অলিতে গলিতে পাওয়া যায় তাদের শুধু অভাব মামা চাচা টাকা আর ক্ষমতার দাপট। সাকিব ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু বেয়াদপ আর দূর্জন বিদ্ভান হলেও পরিতাজ্য

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৭

সোহানী বলেছেন: সাকিবের মতো এরকম হাজার হাজার খেলোয়াড় বাংলার অলিতে গলিতে পাওয়া গেলে তো আনেন দু' একটা। আরেকটা সাকিবতো বানাতে পারেন নাই ৪০ বছরে !!!! তাইলে আমাদের ক্রিকেটের এতো দৈণ্য দশা হতো না।

২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

রাজিব বলেছেন: সাকিব মাগুরার অলি গলি থেকে সংগ্রাম করেই উঠে এসেছে- ঢাকার গুলশান বনানী থেকে নয়। তার মামা চাচা ছিল না। কষ্ট করে ভাল খেলেই আইসিসি রেঙ্কিং এ ১ নম্বর অল রাউন্ডার হয়। আইপিএল এ ভাল খেলেই টাকা কামিয়েছে।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১

সোহানী বলেছেন: আসলেই তাই চাচা/মামার জোরে কেমনে পারফর্মেন্স না থেকে ও দিনের পর দিন খেলে যায়........ তা আর নাই বল্লাম....

৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৯

রাজিব বলেছেন: আর এখন তো সাকিব ৬ মাস নাই। তাই গোটা পাচেক এমন খেলোয়াড় নিয়ে আসুন অলি গলি থেকে। তাহলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪২

সোহানী বলেছেন: হেহেহে.. আমি ও তো তাই বলি জনাব এমএস ইসলাম রে... হাজার লাগবে না একখানই আনেন আগে....

৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


চরম বলছেন।

সুপার লাইক।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য।

৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

যাযাবরমন বলেছেন: সাকিবকে আমিও পছন্দ করি না, তাও বলব কি ফাউল ডিসিশন!

আসল সমস্বা সাকিব বিএনপি পন্থী।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৪

সোহানী বলেছেন: এরকম ফাউল ডিসিশন মনে হয় বিস্বে একটা রেকর্ড করতে পারে।

বিএনপি পন্থী !!! জানতাম না। কেন ওরে তো দেখি জয়ের জনসভায় !!!!!!

৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬

মোঃআনারুল ইসলাম বলেছেন: খুব ভাল বলেছেন আপু।
সুপার লাইক

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

৭| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

পাতি মাস্তান বলেছেন: কাল থেকে আমার মাথা ও ১০০ ড্রিগ্রি গরম হয়ে আছে । দেশের মানুষ এখনো এক হতে পারলনা, যেই সাকিব চার ছক্কা মারলে গলা ফাটায় দিই আজ তারাই তাকে বেয়াদব বলছে খুবই তাজ্জব বেপার, ভুলে যাবেন না এই সাকিবের কারনেই বাহির বিশ্বে আপনার দেশেটি কিছুটা পরিচিত পেয়েছে ।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

সোহানী বলেছেন: আসেন আমরা রুখে দাড়াই এ হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে। কয়েকজন পাগল কিছু বললো আর আমরা মেনে নিলাম... তা হতেই পারে না কিছুতেই।

৮| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

এমএস ইসলাম বলেছেন: সাকিব মাগুরার অলি গলি থেকে উঠে আসা কোন খেলোয়াড় নয় ব্যয়বহুল বিকেএসফির প্রোডাক্ট সাকিব । সাকিব ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু ভালোমানের বেয়াদপও

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

সোহানী বলেছেন: বেয়াদপ বুঝলাম তাই তার শাস্তি খুনিদের মতো হলো না !!! সাহস থাকলে আকরাম খানরে ও শাস্তি দেন না...... সেই তো পার্মিশন দিয়েছে।

৯| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১

নিজাম বলেছেন: সে ভাল খেলোয়াড় কোন সন্দেহ নেই, কিন্তু তার আচরণ পরিবর্তন করতে হবে। নইলে শৃংখলা বলতে কিছুই থাকবে না।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২০

সোহানী বলেছেন: আচরন শিখানোর জন্য তার পুরা কেরিয়ার ধ্বংস করবেন .... ভালো তো.. ভালো না..... আপনাদের কাছ থেকে নতুন করে শাস্তির সংগা শিখতে হবে।

১০| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমর্থন করা ভাল।

আপনার মতো অন্ধ হলেতো বিপদজনক!!!

ভাল খেলের নাম পরিনাম কি এই গত সব গুলো সিরিজ, টিটোয়ান্টি, ওয়ানডেতে লজ্জ্বাজনক পরাজয়!!!
এই ভাল চাইনা।
১০৬ রান করতে পারেনা যারা!!! আবার টাকার জন্য বাইরে খেলতে গিয়ে ঠিকই রান তোলে!!!!!!!!!!!!!

আর খেলা চলাকালীন ভিডিওতে তার অসভ্যতার কথা কি ভুলে গেলেন?...
আকাম করব আর মাফ চাইব... বিসিবি খালি মাফই করব...

এরপর কি হবে?

দলে শৃংখলা বলে কিছু থাকবে?

সাকিবের শাস্তি যথার্থ?

সাকিব আল হাসানকে ছয় মাস ক্রিকেটে নিষিদ্ধ করে এর পক্ষে যুক্তি দেখিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ক্রিকেটাররা শৃঙ্খলা ভঙ্গ করতে করতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলে এই শাস্তি দিতে হয়েছে। তার সঙ্গে আপনি কি একমত?

হ্যাঁ - 73%


না - 27%


মোট ভোট সংখ্যাঃ 1809
Click This Link

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৩

সোহানী বলেছেন: হাঁ দেশের ক্রিকেট বাচাঁনো জন্য আমি অন্ধ সমর্থক। আর ক্রিকেটাররা শৃঙ্খলা ভঙ্গ নিয়ন্ত্রণের জন্য সাকিবকেই বেছে নিলেন... বাহ্ বাহ্ । তার সাস্তির বহর দেখে তো তা বলে না। বাইরে খেলা এড করা.... সবই বোর্ডের নিয়ন্ত্রনে... বাহ বাহ ভালো তো।

১১| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

ইছামতির তী্রে বলেছেন: সাকিবের বিরুদ্ধে কিছু হিংসুটে বোর্ড মেম্বারের ডিসিশান আমরা মানি না-প্রবলভাবে সহমত প্রকাশ করছি।

এত বড় শাস্তি! আমি কালকে থেকে রাগে, গোস্বায় অস্থির হয়ে আছি। সে অসদাচারণ করেছে। মাফ চেয়েছে। তার কিছু শাস্তি হবে এটাও অনুমান করেছিলাম। কিন্তু এতবড়, এত অমানবিক শাস্তি কিভাবে দেয় তারা? আর একটা ব্যাপার দেখুন, বোর্ড চিন্তা-ভাবনা করেই আইপিএল শুরুর সময় অবধি শাস্তির মেয়াদ বাড়িয়েছে। এর মানে কি? মানে পরিস্কার। যাতে সাকিব নেক্সট আইপিএল খেলতে না পারে। টাকা ইনকাম করতে না পারে!!

সাকিবের মুক্তির একটাই উপায় আছে। তাহলো, ওর এখন উচিত বোর্ড মেম্বারদের তার আয়ের একটা শেয়ার দেয়া।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৪

সোহানী বলেছেন: হাঁ সত্যঅ সে মাপ চেয়েছে.. তার ভুল স্বীকার করেছে আর কতগুলা লোক দেশের ক্রিকেট ধ্বংসের পায়তারা করছে।

১২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮

ক্যাচালবাজ বলেছেন: সিরিজ চলা কালীন সময়ে যে বউয়ের সাথে রাত কাটানোর জন্য হোটেলের রুম বদল করতে পারে কাউকে কিছু না বলে, তাকে বোঝানোর দরকার আছে যে সে যা ইচ্ছা তা করতে পারে না।
যে রাগের মাথায় হোক বা যাই হোক শিক্ষককে গালি দিতে পারে, তার পা যে মাটিতে নাই সেটা অনুমান করা যায়, তার শিক্ষা দরকার।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

সোহানী বলেছেন: শিক্ষা দরকার বাট সেটার পরিমান কতটুকু?? থাপ্পড় দেয়ার সাস্তি আর খুনের শাস্তি তো এক হয়ে গেল।

১৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০০

পাতি মাস্তান বলেছেন: কিছু কিছু বাংঙ্গালীর সাকিব এখন একটি চুলকানীর নাম, যেই দিন থেকে সাকিব বিয়ে করছে সেই দিন থেকে তো আর বেশী মাত্রাই শুরু হয়ে গেছে এই চুলকানীর পরিমান

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

সোহানী বলেছেন: আসলেই তাই.........

১৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

মরণের আগে বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সমর্থন করা ভাল।

আপনার মতো অন্ধ হলেতো বিপদজনক!!!

িনজ+আম বলেছেন: সে ভাল খেলোয়াড় কোন সন্দেহ নেই, কিন্তু তার আচরণ পরিবর্তন করতে হবে। নইলে শৃংখলা বলতে কিছুই থাকবে না।

সহমত

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

সোহানী বলেছেন: শৃংখলা শুধরানের দায়িত্ব কি শুধু তার !!!!! থাপ্পড় দেয়ার সাস্তি আর খুনের শাস্তি তো এক হয়ে গেল!!!!!!

১৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২২

দ্যা আহমেদ মামুন বলেছেন: সাকিবকে আগে জুতা পেটা করা উচিত ছিল।
ওর ডিএনএ টেস্ট করা দরকার।

দেশ আমাদের সবার উপরে।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

সোহানী বলেছেন: বুঝলাম না দেশ নিয়া কি হলো !!!!!! আরো বুঝলাম না ওর ডিএনএ টেস্ট এর সাথে কয়েকটা রাগের মাথায় মন্তব্য এর কি সম্পর্ক।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭

সোহানী বলেছেন: ডিএনএ টেস্ট তো তাদের করা উচিত যারা দেশের ক্রিকেট ধ্বংসের পায়তারা করে।

১৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪

পাতি মাস্তান বলেছেন: একটা কথাতেই যদি স্বদেশ প্রেম শেষ হয়ে যায় কি আর বলব......।যারা সাকিব সর্ম্পকে বাজে মন্তব্য করছে তাদের ডিএনএ নিশ্চয় বাহিরের দেশের, দেশের একটা রত্নকে পাপন নর্দমাই ফেলে দিয়ে দিলো অথচ এর পক্ষে সাফাই গাওয়া হচ্ছে এখনো আফসোস লাগে .......

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১১

সোহানী বলেছেন: সত্যিই তাই তাই.... একটা কথাতেই যদি স্বদেশ প্রেম শেষ হয়ে যায় এ দেশে যখন আপনি তেল/ঘি না পাবেন। কারন তেল/ঘি এর উপর স্বদেশ প্রেম ডিপেন্ড করে। আর ডিএনএ টেস্ট তো তাদের করা উচিত যারা দেশের সম্পদ ধ্বংস করে।

১৭| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৬

কাফের বলেছেন: সাকিব ভালো খেলোয়ার তাই বলে সে একের পর এক বেয়াদবি করে যাবে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আত্মসম্মান বিসর্জন দিয়ে তার চরম বেয়াদবিও মাফ করে দিবে?!

কত বড় কথা বলছে সে, কোথাকার কোন লিগে খেলার জন্য নিজ দেশের হয়ে খেলা বাদ দিয়ে দিবে!



০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

সোহানী বলেছেন: ভালো কথা বড় বড় কথা বলেছে... তাই বলে এমন শাস্তি !!! আর আপনারা সাপোর্ট করেন পাপনের মতো লোকদের... বাহ বাহ ভালোতো।

১৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার কথা সবই ঠিক আছে তয় একখান কথা হইল বেয়াদব রে বেয়াব কইতেই হইবো।





নচেৎ বানরকে লাই দিলে মাথায় উঠবো এবং কানে ও মুখে মুতবোই। অতি সত্য কথা।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

সোহানী বলেছেন: বেয়াদপের শাস্তি কি এতোটা.. !!!!!! বানর মাথায় উঠবেই কারন তার কেপাসিটি আছে মাথারয় উঠার মতো..........

১৯| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: সাকিবের কিছু আচরনগত সমস্যা আছে - এটা ঠিক। এশিয়া কাপের সময় জনসম্মুখে যে কান্ড করল, তার জন্য তাকে সাসপেন্ড করাটা সমর্থন করেছিলাম। কিন্তু এবার যা হল, তা বোর্ডের হঠকারী স্বিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। বোর্ড কায়দা করে নাটক সাজিয়ে সাকিবকে ফাসিয়েছে। বোর্ড সত্যি বলতে কি খেলোয়াড়দের কাছ থেকে একটা জিনিসই চায়। সেটা হল তেল। ভালমত তেল দিয়ে অনেক খেলোয়াড় আজে বাজে পারফরমেন্স নিয়ে টিকে আছে।

আবার সাকিবকে নাকি বিজ্ঞাপন করতে হলেও আলাদাভাবে অনুমতি নিতে হবে। আরে, সাকিব কি অন্য গ্রহের মানুষ নাকি যে ওর জন্য আলাদা নিয়ম? নিয়ম একটা থাকলে সবার জন্য সমান হওয়াই উচিত। বোর্ডের একদিকে ডিসিপ্লিনের চর্চা আরেকদিকে এই অসম আচরন। আর বোর্ড দেশের ক্রিকেটের কি বা উন্নয়ন করছে? জাতীয় লীগ অনেকটাই পিকনিক লীগ। খেলা হয় মরা পিচে। আগে স্কুল ক্রিকেট খুব জমজমাট ছিল - যা এখন আর দেখি না। এই বোর্ড কিনা আবার ডিসিপ্লিন শিখাতে আসে। কোত্থেকে আবার হাতুড়াসিংহে নামে এক হাতুড়ে কোচ করে নিয়ে এসেছে।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

সোহানী বলেছেন: সহমত..... তেল দেয় না বলেই তো যত সমস্যা। আর মামা/ চাচা ও একটা বিরাট ফ্যাক্টর!!!!!

আর ওই নতুন কোচ কোথ্থেকে আসছে..... ফালতু... দেশের ক্রিকেট ধ্বংস করার ষড়যন্ত্র।

২০| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

চড়ুই বলেছেন: আপু দেখি সাকিবের সেই রকম ফ্যান ;) ;) । তবে আপু সাকিবেরও কিন্তু কিছু সমস্যা আছে সেটা মানতে হবে।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০১

সোহানী বলেছেন: ভাই আমি ফ্যান এসি যেটাই বলে না কেন আমার এ লিখা অন্যায়ের প্রতিবাদ হিসেবে, ফ্যান এসি হিসেবে নয়। সে বেয়াদপ বুঝলাম.... এ রকম ইন্টান্যাশানাল ফিগার হলে কিছুটা মাথা বিগড়াতে পারে তার জন্য অনেক বনৈাজি ওষুধ আছে তাই বলে এধরনের মাথা ব্যাথা তাই মাথা কাটার ওষুধ এক্সেপ্টেবেল নয় কিছুতেই।

২১| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

প্রবাসী পাঠক বলেছেন: সাকিব এর আচরণগত কিছু সমস্যা আছে এটা এক বাক্যে সবাই স্বীকার করবে। গত এক বছরের সাকিবের দলীয় শৃঙ্খলা ভঙ্গের রেকর্ড টা হতাশাজনক। শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হোক এটা চাই। কিন্তু শাস্তি যদি ব্যক্তিগত আক্রোশের ভিত্তিতে হয় তাহলে সমস্যা। ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব। যারা নিজেদের কাজ রাজনীতিতেই অযোগ্য তারা ক্রিকেটের কি উন্নতি করতে পারবে।

সাকিব কেরাবিয়ান লীগে খেললে বরং বাংলাদেশের লাভ হত। আমাদের পরবর্তী সিরিজ ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলতে হবে। বাংলাদেশ বোর্ডের উচিত ছিল আরও কয়েকজনকে ঐ লীগে খেলানোর ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা করা।

যে অপরাধের কারণে সাকিবের শাস্তি হল, সেই অপরাধের জন্য আকরাম খানের কেন শাস্তি হল না?
শৃঙ্খলা ভঙ্গের কারণে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ ঠিক আছে মানলাম। কিন্তু ১৮ মাস দেশের বাইরে অন্য কোন লীগে কেন খেলতে পারবে না?
বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে হলে বোর্ডের অনুমতি লাগবে। বোর্ড সদস্যদের কোট পারসেন্ট কমিশন দিলে অনুমতি পাওয়া যাবে?
বিশ্বকাপ ক্রিকেটের আর ৭-৮ মাসের মত বাকি । ৬ মাস নিষিদ্ধ থাকার পর বিশ্বকাপে সাকিব কতটুকু ভালো করতে পাবে। এতে দেশের ক্রিকেটের কি লাভ হবে?
৬ মাস এবং ১৮ মাস কোন রাজনৈতিক নেতার তত্ত্বাবধায়নে সাকিবের আচরণ পরিবর্তন করার ট্রেনিং দেয়া হবে।
কোন রাজনৈতিক নেতার পরামর্শ অনুযায়ী সাকিবকে দেশ প্রেমের ওষুধ খাওয়ানো হবে?

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১০

সোহানী বলেছেন: চমৎকার বলেছেন। দেশের ক্রিকেট ধ্বংস করার জন্য এ ব্যবস্থা করেছে।

ও হাঁ, শুনলাম নুতন কোচ নাকি কয়েকবার বহিস্কার হয়েছিল শৃংখলা ভংগের জন্য আর সে শিখাতে আসে শৃংখলা । এ ভারত/পাকিস্তান/শ্রীলকার কোচ দিয়ে কখনই ভালো কিছু হবে না। কারন তারা আমাদের ভালো চায় না । তাদের মানসিকতা ও হিংসায় ভরা। এটা আমার দীর্ঘ কেরিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলছি।

২২| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪

খাটাস বলেছেন: হাহাহা এক যুগে ছিল মুজিবের অন্ধ কূল, তারসাথেই আজমের অন্ধকূল, তারপর সৃষ্টি হল জিয়ার অন্ধ কূল।
দুই জন মৃত মানুষের অন্ধকুল নিয়াই দেশ এমনিতেই মহা পেরেসানিতে আছে। আর জীবিত একজনের অন্ধ কূলের জিহাদ তো দেখছেন ই।
অন্ধ কূল সারা জীবন ই দেশ রে পেরেসানিতে ফেলছে। আবার ও ফেলবে আশঙ্কা করি।
তবে এখানে রাজনীতির মাঠের উদাহরণ অগ্রহণ যোগ্য মনে করা নিজের ব্যাপার।
যাকে ভালবেসে মাথায় রাখি, তার ও সেই সম্মান নিয়ে থাকা উচিত। মাথায় উঠে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত নয়।
ভালর কোন শেষ নাই। মাথায় তোলার জন্য আরও ভাল কিছু ও আছে হয়ত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাদের মামা মামু নাই বা ওপরে ওঠার সিঁড়ি আছে- এই জ্ঞান তাদের নাই বলেই আমরা খুঁজে পাই না।
সাকিবের ও ভালবাসার মূল্য দেয়া শিখতে হবে।
শুধু পেট ভরে খাওয়ালেই ভাল বাবা হউয়া যায় না।
কিছুটা উদ্ভট মন্তব্যের জন্য দুঃখিত। ভাল থাকুন সদা।

১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: হম... হয়তো ঠিক বা নয়.......

২৩| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২

সোহানী বলেছেন: জেনে নিন আসল রহস্য... সাকিবকে নিষিদ্ধ করার....

Click This Link

২৪| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

বলাকাবিহঙ্গ বলেছেন: সোহানী আপুমনি, Great Salam & Respect!
For Great Blogger সোহানী:

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০

সোহানী বলেছেন: বুঝলাম না !!!

আজকে অনেকটা রাগ করে ব্লগ ছেড়ে দিব কিনা ভাবছি কারন একজন ব্লগার এমন রিপ্লাই কমেন্টস্ করেছে যে কি বলবো। যাহোক আপনি কেন হঠাৎ ফুলেন তোড়া নিয়ে উপস্থিত বুঝতে পারছি না। তারপর ও ধন্যবাদ।

২৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার সাথে একমত । '' যে দেশ গুণীকে সম্মান দিতে জানে না সে দেশে গুণীরা জন্মান না''

আমরা জাতিগত ভাবেই অলস ও হিংসুটে। নিজেরা কিছু তো পারিই না , যারা পারে তাদেরকে অন্তত সম্মানটাও দিতে জানি না।

সাকিব যাই করে থাকুন তিনিও তো মানুষ। ভুল করে ক্ষমা চেয়েছেন। কিন্তু যাদের অবিবেচনা , লোভ ও স্বার্থপরতার কারণে আমাদের দেশের ক্রিকেট ও গোটা দেশটা দিন দিন রসাতলে যাচ্ছে তাদের তো এটুকুও করার ইচ্ছে নেই।

আর সাকিব উগ্র ও অহংকারী আচরন করে থাকলেও সেটা তার সাথে সাথে আমাদের সিস্টেমের কারণেও। এখানে সহজেই আমরা কাউকে মাথায় তুলে নেই , প্রায় উপাস্যের আসন দেই, দুদিন পরে আবার তাকেই রাস্তায় ছুঁড়ে মারি। দুটাই তো বাড়াবাড়ি। :(

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

সোহানী বলেছেন: হাঁ সত্য। তবে আজ আসল কাহিনী পেলাম ফেইস বুকে... দেখুন..

Click This Link

২৬| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হুম লেখাটা পড়লাম। ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ। বউরে অপমান করবে তার প্রতিবাদ ও করা যাবে না... হায়রে আমার দেশ.....

২৭| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৪

মুদ্‌দাকির বলেছেন: সাকিবের সাথে বাড়াবাড়ি করা হয়েছে !!!!! :( :(

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩২

সোহানী বলেছেন: Click This Link

লিংকটা পরেলেই বুঝবেন বাড়াবাড়ির রহস্য।

২৮| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কষ্টের ব্যাপার হলো আমাদের দেশে তারকা তৈরির ক্যারিশমা নেই। আছে ধ্বংস করার। ঠিকমত পরিচর্যা হলে এদেশে অনেক তারকা হতো।আর আমাদের খেলোয়াড়রাও কম যান না। খ্যাতি পেলে আকাশে ওঠে যান মাটিতে তাদের পা পরে না। প্যাথেটিক। এসমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই আপনার মন্তব্য দেখে। সহজভাবে সত্য কথাটা বলেছেন। তারপর ও বলবো দেশের স্বার্থে সাকিবের মতো প্লেয়ারদের ধ্বংস করা একদমই উচিত নয়। পাপন সাহেবের কথাবার্তা আর শাস্তির বহর দেখে দেশের ক্রিকেট নিয়ে আতংক লাগে।

২৯| ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

রিমঝিম বৃষ্টি বলেছেন: সোনার দেশের ছেলেরা ক্যামেরার সামনে সোনা দেখায় বেড়ায়। আবার আপনারা তাদেরকে সাপোর্টও দেন। বুঝি না কিছু :(

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫৪

সোহানী বলেছেন: হাঁ সাপোর্ট করি একজন ক্রিকেটারকে। আপনারা যদি ক্রিকেটার মানে রাগ ক্ষোভ সব কিছু উর্ধে একটা অতি মানব কিছৃ মনে করেন তাহলেই সমস্যা। এটা মনে রাখতেই হবে সাকিবের ও তো কিছু কস্ট আছে, কখনো রাগ হয়.... ও আমাদের মতই সাধারন একটা মানুষ ও বটে..........

ভালো থাকুন।

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১২

খায়রুল আহসান বলেছেন: খেলোয়াড়রা খেলেন মাঠে নিজেদের ঘাম ঝরিয়ে, এজন্য তাদেরকে দীর্ঘদিন ধরে অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হয়, নিজেদেরকে শারীরিকভাবে যোগ্য রাখতে হয়। তাদের পরিশ্রমের বিনিময়ে কখনো দেশের সম্মান বাড়ে, কখনো তা হবার সুযোগ থাকে না। বিশ্বের যত মানুষ আজ বাংলাদেশকে চেনে, তাদের একটা উল্লেখযোগ্য অংশই চেনে সাকিবের, তামিমের, আশরাফুলের, মাশরাফির, হাবিবুল বাশারের, আতহার আলী খানের বাংলাদেশকে। তাদের শ্রমের ফলে বিশ্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও চেনে। অথচ প্রায়ই দেখা যায়, নানা রকমের ঠুনকো অভিযোগ তুলে, আচরণবিধির নাগপাশে আবদ্ধ করে কিছু খেলোয়াড়দেরকে শাস্তি দেয়া হয়, যারা বোর্ড কর্মকর্তাদের মন যুগিয়ে চলতে পারেন না।
খেলোয়াড়েরা আজীবন খেলতে পারেন না। জীবনের যেটুকু সময় তারা তাদের যোগ্যতা ধরে রাখতে পারেন, সেটুকু সময়েই তাদের এই শ্রমলব্ধ, বৈধ আয় রোজগারের পথ খোলা থাকে। অথচ এটুকুও যেন তাদের সহ্য হয় না।
আপনার এ প্রতিবাদটুকু, রাগের মাথায় লেখা হলেও, আমি সমর্থন করি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

সোহানী বলেছেন: প্রিয় খায়রুল ভাই, আমি দীর্ঘদিন দেশের বাইরে যেমন থাকি আবার দেশে থাকাকালীন ও দেশের বাইরে যেতে হতো। যেখানেই গেছি বাংলাদেশ নামক দেশ কে বেশীরভাগই চিনে না । কিন্তু যখনই সাকিব বা ড: ইউনুসের নাম বলতাম বা তারা সাথে সাথে বলতো ইয়েস ইয়েস... ক্রিকেট, গ্রামীন ব্যাংক।

পাপন কে আমি চিনি না, তার কি কোন যোগ্যতা আছে বা কেন সে এরকম গুড়ুত্বপূর্ণ স্থানে বসে আসে কি যোগ্যতাবলে জানতে চাইনি। বাবা-মায়ের নাম ভাঙ্গিয়ে সে চলছে, তাও প্রশ্ন করিনি। কিন্তু এভাবে একের পর এক ধ্বংসমুখী সিদ্ধান্ত মানতে পারছি না কিছুতেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.