নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
প্রিয় ব্লগার বন্ধুরা,
আপনাদের কাছে টেকনিকেল সাহায্যের আশায় আমার এ চিঠি লিখা। হয়তো আমার আবুলামির বা জ্ঞানের স্বল্পতার কারনে আমি বুঝতে পারছি না.... তাই সঠিক পরামর্শ দিয়ে বাধিত করিবেন। যাহোক অনেক ত্যানা প্যাচালাম... আসল কথায় আসি।
ক'দিন থেকে ব্লগার বন্ধুদের লিখার উত্তরে কোনভাবেই বাংলায় রেসপন্স করতে পারছি না । শুধু ইংরেজি ফন্ট আসে বা ভার্চুয়াল কিবোর্ড আসে .... কোনক্রমেই বাংলা আসে না। আর বাংলাং না লিখতে পেরে বা উত্তর দিতে না পেরে আমার বদহজম হয়ে যাচ্ছে। (কিন্তু ব্লগ লিখতে কোন সমস্যা হয় না।)
আপনাদের কাছে কোন সু-পরামর্শ থাকলে তা কোনরুপ ফি ছাড়া দান করিতে আপনাদের মর্জি হয় ।
বি:দ্র: ইহা সাময়িক সাহায্যের পোস্ট। সাহায্য রিসিভপূর্বক পোস্ট টি ডিলিট করা হইবে। পাক্কা.....
ফাও পিক আপনাদের জন্য ফি হিসেবে......
বলেনতো এটা কোথাকার পিক ???
এটা কোথায় বলতে পারবেন?????
এটা????
আর এটা???
নাম না জানা ফল, কোথায়??
!
!
!
!
!
!
!
যাহোক উত্তর দিলাম... মিলায়ে দেখেন....
১ নং চায়না টাউন, জার্মান
২ নং চিড়িয়াখানা, ঢাকা, বাংলাদেশ
৩ নং চেকোস্লাভিয়া
৪ নং বার্লিন, জার্মান
৫ নং বুনো ফল, জেনেভা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮
সোহানী বলেছেন: taile morchi........ etto kosto koira likhum !!!!!!!!
it proves that this is not my own problem..... it may be samu's problem..........
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
বাংলাদেশী দালাল বলেছেন: গতকাল আমিও লিখতে পারিনাই। এখনতো ঠিক আছে দেখছি।
১ নং চায়না টাউন, জার্মান ?? জামুনা ভাল্লাগেনাই।
২ নং চিড়িয়াখানা, ঢাকা, বাংলাদেশ। এইটা চিনছি খুব ভালা জায়গা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯
সোহানী বলেছেন: আপনারতো শুধু গতকাল আর আমার অনেকদিন থেকেই....
চায়না টাউনের তো একটা শুধু ফটো দিসি... বাকিগুলা দিলেতো দৈাড়াইবেন সেখানে। অসাধারন..... আমার মনে হয়েছিল হুমায়ুন আহমেদ মনে হয় এখানের ঘাটে বসেই লিখতো.............
তবে চিড়িয়াখানার পিছনের সাইড ভিউ অসাধারন.... না গেলে মিস্.....
ব্লগার মাহমুদ তূর্য এর বুদ্ধি মতে কস্ট করে বাংলা লিখছি..............
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কমেন্টস লিখতে পারছি কিন্তু ইমো বাঁ লিংক, লেখা বোল্ড, ইটালিক, আন্ডার লাইন বাঁ ছবি যুক্ত করতে মাহমুদ তূর্য'র মত পদ্ধতি ব্যাবহার করি।
ছবি দিয়ে ঘুষ দেয়া হচ্ছে...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১
সোহানী বলেছেন: হেহেহেহে.......
ঘুষ ছাড়া কি কোন কাজ হয়!!!!!!
ব্লগার মাহমুদ তূর্য জিন্দাবাদ..........
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
নাসরিন চৌধুরী বলেছেন: আমিতো অভ্রতে লিখি তাই কোন সমস্যা হচ্ছেনা কমেন্টে।
আর ছবিগুলো সুন্দর ।
ভাল থাকুন আপু।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২
সোহানী বলেছেন: অভ্র লিখতে ভালো লাগে না। বিজয়ে অভ্যস্ত.... তাই বিপদে আছি আর কি !!!!!!
many thanks নাসরিন চৌধুরী ...
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্লগার মাহমুদ তূর্য, আপনাকে ব্লগার সোহানী জীবিত অবস্থায় বাদ দিয়াছেন, মানে জিন্দা + বাদ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
সোহানী বলেছেন: হাহাহাহা......... ব্লগার দোস্ত বোকা মানুষ, সলিউশানতো দিলেন না ... উল্টা তূর্য এর সাথে কঠিন প্যাচ লাগাইতে আপনি সচেস্ট... তার জন্য পানিশমেন্ট স্বরুপ ইমিডিয়েট সলিউশান দিতে আপনি বাধ্য থাকিবেন ....... এবার বুঝেন
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপু আমারও মাঝে মাঝে এ সমস্যা হয় তখন আমি উপরের ফোনেটিক, বিজয়, ইউনিজয়, ভার্চুয়াল কীবোর্ড অপশন চেন্জ করে টেস্ট কমেন্ট লিখি, এটা কাজে দেয়। কয়েকটা শব্দ লেখার পর আবার বিজয়ে চলে যাবেন। এটা কাজে না দিলে আগের কয়েকটা যে কোন বাংলা লেখার (যে লেখায় কমেন্ট করতে চাচ্ছেন তার থেকে কিছু অংশ) কপি করে কমেন্টের ঘরে পেস্ট করে তার পর লেখা শুরু করেন দেখবেন অটো বাংলা হচ্ছে ।আপনার কমেন্ট লেখার পর কপি, পেস্ট অংশটুকু মুছে ফেলেন। যদিও আমি অভ্র ইউজ করি আর উপরের দেয়া টেকনিকের পেছনে কোন যুক্তি আমার জানা নেই, কিন্তু আমার কাজে দেয় , তাই চেস্টা করে দেখতে পারেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
সোহানী বলেছেন: ক্যপ্রিসিয়াস, আপনার দেয়া সলিউশানে ট্রাই করেছি বাট তা ও কাজ হচ্ছে না। কি বিরক্তিকর ....... এতো যন্ত্রনা করে সামুতো লিখতে ইচ্ছে করছে না......
আপনার ভ্রমণের কোন সংবাদ পাচ্ছি না অনেকদিন.......... ক্লাস শুরু???
জার্মান প্রবাস সংখ্যায় অাপনার লিখা পড়লাম.....
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনি আপনার ব্রাউজার যেটা ইউজ করেন সেটা এবং বাংলা লেখার সফটওয়্যার আনইন্সটল করে নতুন করে ইন্সটল করে দেখতে পারেন। আরেকটা ব্যাপার, অনেক সময় একই পিসিতে বিজয় এবং অভ্র দুটোই ইন্সটল থাকলে সমস্যা করে।
ইমিডিয়েট সলিউশন দিতে ৫০ মিনিট দেরী হয়ে গেল। ছুরি...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১০
সোহানী বলেছেন: ok engineer বোকা মানুষ বলতে চায়..... trying.....
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমিও একই সমস্যায় পড়েছি কয়েকদিন ধরে।
প্রথমে "নতুন ব্লগ লিখুন" পেজ ওপেন করে সেখানে কমেন্ট লিখে কপি পেষ্ট করি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
সোহানী বলেছেন: এটাতো বিশাল পানিশমেন্ট..... স্থায়ী সমাধান চাই। ব্লগার বোকা মানুষ এর বুদ্ধিটাই শুধু বাকি.... সব আনইনস্টল করে দেখা। বাকিগলো ট্রাই করেছি বাট কাজ হয় না।
অনেক ধন্যবাদ... বর্তমানে আপনার পদ্ধতিতেই লিখছি।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪
ইমিনা বলেছেন: বেশ কিছু দিন পরে ব্লগে এসেই দেখি যে মন্তব্য অপশনে বাংলা লিখতে পারছি না। ভাবলাম হয়তো আমার ব্লগ আইডিতে বুঝি সমস্যা। খানিকটা চিন্তায় পড়লাম। এখন আপনার পোস্ট দেখে বুঝলাম এই সমস্যা আমার একার নয়। এই সমস্যার সমাধানের জন্য অপেক্ষায় থাকা ছাড়া কোন উপায় দেখছি না
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
সোহানী বলেছেন: যাক সমস্যাটার লিখার বদৈালতে আপনাদেরকে পেলাম। সমস্যাটা যে আমার একার না তা জেনে খুব খুশি হলাম। আমিতো ভেবেছিলাম আমার আবুলামির কারনে লিখতে পারছি না......
অনেক ধন্যবাদ ইমিনা। আপনার পিকটা দারুন.......
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ছবি গুলো ভাল লেগেছে । দ্রুত সমস্যার সমাধাণ হোক ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
সোহানী বলেছেন: অনেকদিন পর সেলিম ভাইকে পেলাম... কেমন আছেন?? মালয়শিয়ার দিনকাল কেমন যাচ্ছে???? আচ্ছা অনেকদিন আরমান ভাইকে ব্লগে দেখি না???
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আরমান ভাইকে আমিও দেখছিনা কয়েকদিন। ফেবুতে দেখা যায় । চলে আসবে হয়তো মনের টানে । ভাল থাকবেন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২
সোহানী বলেছেন: ...... ভাল থাকবেন সেলিম ভাই....
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৩
এস কাজী বলেছেন: যদিও ফাও খাওয়ার অভ্যাস নাই, কিন্তু কোন ধরনের হেল্প করতে পারছিনা বলে ফাও গুলা খেয়ে চলে গেলাম
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
সোহানী বলেছেন: হেহেহেহেহে.......... ঠিক আছে
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
ইয়াশফিশামসইকবাল বলেছেন: যদিও ফাও খাওয়ার অভ্যাস নাই, কিন্তু কোন ধরনের হেল্প করতে পারছিনা বলে ফাও গুলা খেয়ে চলে গেলাম ..ৃড়সহ তগটবৃহ টবৃতডস?
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
সোহানী বলেছেন: কথাটা বুঝলাম বাট এইটার মানে কি ইয়াশফিশামসইকবাল ".ৃড়সহ তগটবৃহ টবৃতডস??"
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ইট মিনস আমিও আপনার মতোন বাংলা লিখতে পারচিনা..
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
সোহানী বলেছেন: হাহাহাহা...... অরেক জনকে পেলাম...... খুবই খুশি আমি....... আমার কস্টটা বুঝতাছেন তাইলে.........
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রিক্সাটা খুব পছন্দ হইছে। মনের মানুষকে পাশে নিয়ে ঘুরার মজাই অন্যরকম হবে এই রিক্সা করে।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
সোহানী বলেছেন: খাইছে !!!! যে ইউরো গুনতে হইবেক ব্রাদার ইহাতে চড়িতে .... তাহাতে মজাকই দৈাড়ে পালাইবেক ।
বার্লিন শহর এমনিতেই এক্সপেন্সিভ... তার উপর শখের জিনিস..। আমার মন চাইছিল... ধূর শালা... একটা রিক্সা কিন্না বার্লিন শহরে চালায়ে কোটিপতি হই .......
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা আমার জন্য ভিসা আর স্পন্সরশীপ রেডি করেন। বার্লিন যেয়ে রিক্সা চালামু। আমি কোটিপতি হইবার চাই।
বার্লিন তুমি কুথায়?
আমি অহন রিক্সা চালামু বার্লিন শহরে....
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২১
সোহানী বলেছেন: আরে ভাই আমিতো আফনেরেই খুঁজতাছি...... আফনারে বার্লিনের রিক্সা ভাড়ায় চালাইতে দিমু আর আমি মালিক হিসেবে খালি ট্যাকা থুক্কু ইউরো গুনুম ..
১৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
লেখোয়াড় বলেছেন:
ওহে..................
আমিও ওই সমস্যায় ছিলাম। মজিলা নতুন করে ইনস্টল করলেও হলো না। এখনো হয় না। তবে গুগল ক্রোম ইনস্টল করে দেখলাম সব ঠিক আছে। তাই এখন আমি গুগলক্রোম থেকে ব্লগিং করি। কোন সমস্যা নেই।
আপনিও এটা করে দেখতে পারেন যদি এখানো সে সমস্যায় থাকেন।
ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
সোহানী বলেছেন: আমি সবসময় গুগলক্রোম ইউজ করি। এটা সম্ভবত সামুর বাগ... সামুকে লিখার পর অটোমেটিক ঠিক হয়ে গেছে... তবে তা সামুর দয়া নাকি আমার জ্ঞানের স্বল্পতা তা জানিনা।
অনেক অনেক ধন্যবাদ লেখোয়াড় ।
১৮| ১৯ শে মার্চ, ২০২১ রাত ৮:১২
খায়রুল আহসান বলেছেন: সাহায্য রিসিভপূর্বক পোস্টটি ডিলিট করা হইবে। পাক্কা.... - মনে হচ্ছে তখন কোন সাহায্য রিসিভ করেন নাই, তাই পোস্টও আজ অবধি ডিলিট হয় নাই।
অবশ্য আমার জন্য সেটা ভালই হয়েছে, আমিও এস কাজী এর মত 'ফাও গুলা খেয়ে চলে গেলাম'।
২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৯
সোহানী বলেছেন: হাহাহাহা........... ডিলিট করি নাই কারন দেখলাম অনেকেই এ সমস্যায় আক্রান্ত। তাই যাতে সবাই সমাধান দেখতে পারে তাই ডিলিট করি নাই। তার উপর অনেকের মজার কমেন্ট আছে, যা ধ্বংস বা ডিলিট করতে ইচ্ছে হয়নি।
২০১৪ সালের পোস্টে মন্তব্য করার জন্য আবারো ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
মাহমুদ তূর্য বলেছেন: আমিও একই সমস্যায় পড়েছি কয়েকদিন ধরে।
প্রথমে "নতুন ব্লগ লিখুন" পেজ ওপেন করে সেখানে কমেন্ট লিখে তারপর কপি করে পেষ্ট করেন।