নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
আমি বুঝতে পারিনি এতো তাড়াতাড়ি আমার পোস্টটি এডিট করতে হবে। কারন প্রিয় ব্লগার ডিজিটাল বতুতা বৃশ্চিক রাজ ও তার পোস্ট সব সরিয়ে নিয়েছেন।
প্রিয় কান্ডারি ও বৃশ্চিক রাজ , আমি প্রায় আপনাদের বলি আপনাদের লেখার হাত অসাধারন। এবং আপনাদের পোস্টগুলো ব্লগ খরার মাঝে এক পশলা বৃষ্টি। কেন... কি অভিমানে আপনারা সব পোস্ট সরিয়ে নিয়েছেন?? আপনাদের মতো ব্লগার যদি সামু ছেড়ে চলে যায় তাহলে আমরা কেন দিনের পর দিন পড়ে থাকবো ....... !!!!!!!!
বি:দ্র: আমার আজে বাজে লেখার বেশ ক'জন পাঠক আছেন। তাদের মন্তব্য না পাওয়া পর্যন্ত আমি গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকি। কারন আমার ধারনা তারা সত্যিকারে আমার লিখার মর্ম বা আমার মনের কস্টটা ধরতে পারেন। তেমনি একজন কান্ডারি অথর্ব ও বৃশ্চিক রাজ । কয়দিন ওনাদের মন্তব্য না পেয়ে সাইটে যেয়ে দেখি উনি সব পোস্ট মুছে দিয়েছেন। আমি জানি না কি কস্টে উনারা সরে গেলেন সামু থেকে।
পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ২০২৭১টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ২ বছর ৯ মাস
ব্লগটি মোট ১১৬৪৭৭ বার দেখা হয়েছে
কান্ডারি অথর্ব
বৃশ্চিক রাজ
পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ৫১১টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস
ব্লগটি মোট ৩৩৩৯ বার দেখা হয়েছে
বৃশ্চিক রাজ
প্রিয় ব্লগাররা , আমি বোকা মানুষ বলতে চায় বা সেলিম আনোয়ার বা মৃদুল শ্রাবন এর মতো কবি নই। তাই কোন কবিতা যোগ করতে পারছি না। তাই লিখায় আহবান জানাই... ফিরে আসুন আমাদের মাঝে। আসুন সবাই মিলে আবার সচল করি ব্লগের পরিবেশ। কিছু রেখে যাই নতুন প্রজন্মের জন্য।...
আপনাদের প্রতীক্ষায় আমরা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
সোহানী বলেছেন: ফিরে আসুন কান্ডারি অথর্ব । আপনার অপেক্ষায় আমরা সবাই।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কান্ডারি ভাই দেখি সব কিছু ডিলেট করে দিয়েছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
সোহানী বলেছেন: হাঁ... তাইতো দেখছি। অথচ খুব চমৎকার লিখার হাত উনার।
ফিরে আসুন আমাদের মাঝে আবার...
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
মুদ্দাকির বলেছেন:
তাইতো উনার কি হইল ??
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
সোহানী বলেছেন: সেটাইতো ওনার কি হলো... সেটাইতো জানার বিষয়.....
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১
আমি তুমি আমরা বলেছেন: উনি ফিরে আসবেন- এটাই কামনা করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
সোহানী বলেছেন: হাঁ এ প্রত্যাশায়। কিন্তু জানতে ও পারলাম না কি গভীর দু:খে উনারা ব্লগ ছেড়েছেন......
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
এস কাজী বলেছেন: আগে ভিজিটর হিসেবে থাকলেও আইডি নিয়ে জয়েন করেছি বেশি দিন হয়নি। তবে উনাদের লেখা ভাল লাগত। ব্লগের এই খরার দিনে উনাদের এভাবে নিশ্ছুপ হয়ে যাওয়া পীড়াদায়ক। আশা করি ফিরে আসবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
সোহানী বলেছেন: সত্যিই তাই। চমৎকার লিখেন দু'জন। অথচ হঠাৎ কেন এ অভিমান.... ফিরে আসুন আবার আমাদের মাঝে....ফিরে আসুন....
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, শুধু ওনারা কেন, সেদিন "না আমি" আপুর ব্লগে গিয়েও দেখি মাত্র একটা পোস্ট ! বাকি সব ড্রাফটে বা মুছে ফেলেছে...
কি যে হল সবার...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
সোহানী বলেছেন: হাঁ সত্য। সবাই কেন এভাবে চলে যায়। কিছুদিন পরপর কেন জনপ্রিয় ব্লগার কে ফিরিয়ে আনার জন্য আমাদের লিখতে হয়। সামু কি কোন উদ্যোগ নিবে না?
সামু এবং পুরোনো ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
জাফরুল মবীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সোহানী আপনাকে দৃষ্টি আকষর্ণী এ পোস্টটির জন্য।ব্লগে অনিয়মিত হয়ে পড়ায় অনেক কিছুই জানতে পারছি না সময়মত।যে মানুষটা উৎসাহ দিতে অন্য ব্লগারদের নিয়ে পোস্ট দিতেন আজ তাকেই ফিরে পেতে পোস্ট দিতে হচ্ছে আপনার পোস্ট ফলো করে ফেবু গিয়ে দেখি কান্ডারির অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেটেড।আমি ভাই কান্ডারি সম্পর্কে আমার ঈদ পরবর্তী এক আড্ডা পোস্টে কিছু কমেন্ট করেছিলাম। আমার দেখা তার দূর্বল দিকই হয়তো আজ বাস্তবে পরিণত হয়েছে।আমি আপনার সাথে সেই কমেন্টটি শেয়ার করছিঃ
আমার কোন শক্তি নেই জোর করে কান্ডারিকে ফিরিয়ে আনার;হয়তো সে অধিকারটুকুও কান্ডারি আমাকে দেয়নি,তা না হলে না জানিয়ে চলে গেল কেমনে?
তবে সর্বশক্তিমান আল্লাহর কাছে কাতর হয়ে প্রার্থনা করছি “হে আল্লাহ তুমি কান্ডারি কে আমাদের মাঝে ফিরিয়ে দাও”....আল্লাহ আমাকে খুব কমই নিরাশ করেছেন।এখন এই আত্মবিশ্বাসটুকুর উপর ভরসা করে ভাল কিছুর আশায় তাকিয়ে থাকব সামনে...
আপনার সাথে সূর মিলিয়ে বলছি “কান্ডারি ফিরে আসেন,বৃশ্চিক রাজ ফিরে আসেন...”
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জাফরুল মবীন ভাই কমেন্টটা শেয়ার করার জন্য। সামুতে অনেক লেখক আছেন কিন্তু কয়জনের হ্রদয় ছোয়ার ক্ষমতা আছে!!! সে সব হ্রদয় ছোয়ার জাদুকররা কেন আমাদের শূন্য করে চলে যাবে???
যেমন আমার কথাই ধরি... খুব একটা লিখি না কিন্তু সবার লিখা পড়ি বা কমেন্ট করি। তাই আমি চলে গেলে সামুর খুব একটা ক্ষতি হবে না। কিন্তু আপনি বা কান্ডারি বা বৃশ্চিক.... এরা তো সাধারন কেউ নয়.. এরা অসাধারন।এরা চলে গেলে ক্ষতি সবার। তাই এরা সবার সম্পত্তি..... তাই এভাবে এদের যেতে দেয়া যায় না।
হাঁ আমাদের অধিকার আছে ওদের জোর করে ফিরিয়ে আনার। অধিকার ওরা দেইনি আমরাই আদায় করে নিয়েছি।
“কান্ডারি ফিরে আসেন,বৃশ্চিক রাজ ফিরে আসেন...”
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দোস্ত বন্ধু আবেগি এই লেখার জন্য ধন্যবাদ। কাণ্ডারি ভাই উনার স্বনামে লিখবেন বলে নতুন আইডি খুললেন, পোস্টও দিলেন এবং কিছু কমেন্টস করা গেল, আমিও করে এসেছিলাম। পরে উনি ঐ পোস্টও সরিয়ে নিয়েছেন। যদিও এটা উনি পোস্টেই বলে দিয়েছেন। অপেক্ষায় আছি উনার নতুন পোস্টের জন্য।
কাণ্ডারি অথর্ব'র নতুন নিকঃ মেহেদী আরজান
বন্ধু সোহানী সাথে একাত্মতা প্রকাশ করে বলতে চাই, আহবান জানাই... ফিরে আসুন আমাদের মাঝে।
এক সাথে ছিলাম
মায়ার অন্তঃজালে
হয়তো দেখেছি হয়তো না,
তবুও ছিলো মোদের একই আঙ্গিনা
একই ভালোবাসার একটি ঠিকানা।
আজ কেন এমন করে
অজানা কোন মান অভিমানে
নিজেকে দূরে রেখে দিচ্ছো বেদনা,
লক্ষ্মী ভাইগুলো মোদের
ফিরে এসো আগের মত করে
এইটুকু করি প্রার্থনা।
- সকল সেইসব ব্লগারদের উদ্দেশ্যে, যারা নিজেদের গুটিয়ে নিয়েছেন সামু পরিবার থেকে।
(অ.ট. আমিও আপনার মতই ছাইপাশ লিখি। পোস্টের পর পোস্ট। অনেকটা হাস্যকর ব্যাপার। কিন্তু কি করব, ব্লগের নেশায় বুঁদ হয়ে আছি যে। আর যাদের সাথে আমার নাম দিলেন, আমি কি তাদের সমমানের কিছু লিখি? লজ্জা পাইছি)
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
সোহানী বলেছেন: যা একজনকে অন্তত খুজেঁ পাওয়া গেল। অনেক অনেক ধন্যবাদ... আমিতো ভয়েই আছি কোনদিন দেখবো আপনি ও রাগ করে চলে গেছেন.....
আরে ভাই আপনারাই তো ব্লগের প্রান। আপনারা যদি অকালে চলে যান তাহলে ব্লগ তার আকর্ষন হারাবে... এটা কি সামু বুঝে !!!!!!!!!
আবারো অসাধারন কবিতার জন্য ধন্যবাদ। আর আপনি যদি ছাইপাশ লিখেন তাইলে তো আমি নাই.... কোন গর্তে ঢুকি!!!!!!
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
ভিটামিন সি বলেছেন: ইসসি রে.. কি যে করি!!! আমি বিজয়ে লিখে অভ্যস্ত কিন্তু কয়েকদিন যাবত সামুতে বিজয়ে লিখতে পারতেছি না। বাধ্য হয়ে ইউনিজয়ে লিখতে হচ্চে আর বানান ভুল হচ্ছে।
সোহানী আপু, সোহানী আপু, ... কান্ডারী দাদা না ব্লগ ছেড়ে যায় নাই। উনি কান্ডারী প্রক্সি নাম থেকে উনার আসল নামে আত্মপ্রকাশ করেছে। এই বিষয়ে একটি পোষ্টও উনি দিয়েছিলেন। কিন্তু উনার সত্যিকার নামটা যেন কি আমি ভুইল্যা গেছি। আপনি যদি জানেন তাহলে সেই নামে খোঁজ দ্যা সার্চ করুন। তাহলেই উনি আপনার নয়নতলে ধরা দিবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
সোহানী বলেছেন: হুম আগের কমেন্টস্ বোকা মানুষ বলতে চায় জানিয়েছে।
কাণ্ডারি অথর্ব'র নতুন নিকঃ মেহেদী আরজান
যাক কিছুটা স্বস্তি বোধ করছি। কিন্তু ডিজিটাল বতুতার কোন খোঁজ জানেন কি???
যাক আপনি ও আমার মতো বাংলা লিখা নিয়ে ভুক্তভুগী.. আমি একা না তাহলে............ সামুর যে কি কইছে!!!!
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
খাটাস বলেছেন: সুন্দর পোস্ট। ফিরে আসুন কাণ্ডারি ভাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খাটাস ... ফিরে আসুন কাণ্ডারি ভাই।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮
মামুন রশিদ বলেছেন: কান্ডারি সব্যসাচী ব্লগার । সে আমাদের এখনকার ফিউশন ফাইভ । অসম্ভব মেধাবী, ব্লগিংয়ের প্রতিটা বিষয়ে তার সদর্প বিচরণ । কবিতা, ফিচার, গল্প, ইতিহাস, রম্য, আড্ডা, সমসাময়িক প্রতিটা বিষয়ে তার দখল ঈর্ষনীয় । সর্বোপরি ব্লগের প্রতি তার ডেডিকেশন, ব্লগারদের প্রতি তার কেয়ারিং প্রশ্নাতীত । গত দুই বছরে ব্লগের ডাউনটাইমে তার অবদান অস্বীকার করার উপায় নাই ।
@কান্ডারি, হয়ত অফলাইনে পোস্ট টি আপনার নজরে আসবে । সবাই আপনাকে ফিরে পেতে চায়, সামহোয়্যারইনে আপনার মত ব্লগার খুবই প্রয়োজন । সকল অভিমান ভুলে ফিরে আসুন ব্লগে । আবার জমে উঠুক ব্লগ । ভালো থাকুন, সুস্থ থাকুন ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
সোহানী বলেছেন: কান্ডারিও বৃশ্চিক রাজ , সবাই আপনাদের ফিরে পেতে চায়, সামহোয়্যারইনে আপনাদের মত ব্লগার খুবই প্রয়োজন । সকল অভিমান ভুলে ফিরে আসুন ব্লগে ।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
কলমের কালি শেষ বলেছেন: জ্ঞানীর জন্য জ্ঞানীর আহবানসূচক পোষ্ট সাথে জ্ঞানীদের মন্তব্য । এই জ্ঞানসমুদ্রে থেকে আমিও বলি ফিরে আসুন, যাব কোথায় আমরা নতুন ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০২
সোহানী বলেছেন: হাহাহাহা......জ্ঞানীর জন্য জ্ঞানীর আহবানসূচক পোষ্ট সাথে জ্ঞানীদের মন্তব্য .....
জ্ঞানীর জন্য আহবান বা জ্ঞানীদের মন্তব্য সেটা ঠিক আছে বাট এটা জ্ঞানীর পোস্ট না এটা অ-জ্ঞানীর বা স্বল্প জ্ঞানীর পোস্ট বলতে পারেন!!!
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++
আমিও চাই ওনারা ফিরে আসুন । বিশেষকরে কান্ডারি ভাইয়ের কি হল বুঝলাম না ! দেখি ফোন দিয়ে কি বলে !
ভালো থাকবেন সবসময় ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
সোহানী বলেছেন: অবশ্যই ফিরে আসুক..... আপনার যোগাযোগের ফলাফলটা জানাতে ভুলবেন না..... অপেক্ষায়....
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: কাণ্ডারি ভাই এখন দেশের বাড়িতে আছেন , ওনার দাদী আজ ইন্তেকাল করেছেন ( ইন্নানিল্লাহি অয়া ইন্নানিলাহি রাজিউন ) উনি ঢাকায় ফিরলে উনার সাথে দেখা করে কথা বলে দেখি কি হয় ।
আমি একবার ব্লগের সব পোস্ট ড্রাফট করে ফেবু থেকেও গায়েব হয়ে গিয়েছিলাম । কিন্তু অফলাইনে সামুতে থাকতাম । কাণ্ডারি ভাইয়ের পোষ্টে আবার ফিরে এসেছিলাম । উনি বলেছিলেন - আমি না আসলে উনিও সামু ছেড়ে চলে যাবেন ।
দেখি ওনাকে ফিরিয়ে আনা যায় কি না
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
সোহানী বলেছেন: হাঁ আমি ওই পোস্টটা দেখেছিলাম অপূর্ণ। যে সবাইকে ফিরিয়ে আনে সে কেন চলে যাবার চিন্তা করে... সেটাই জানার ইচ্ছে!!!
ওনার দাদীর প্রতি শ্রদ্ধা থাকলো... আল্লাহ্ ওনাকে বেহেস্ত নসীব করুক।
আর কান্ডারীর ফেরার অপেক্ষায়........
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩
প্রবাসী পাঠক বলেছেন: ইন্নানিল্লাহি অয়া ইন্নানিলাহি রাজিউন।
মহান আল্লাহ্ কাণ্ডারি ভাইয়ার দাদীকে বেহেশত নসীব করুণ।
কাণ্ডারি ভাই অসম্ভব মেধাবী একজন ব্লগার। উনার এভাবে চলে যাওয়াটা ব্লগের জন্য একটা বিশাল ক্ষতি। কিছুদিন আগে উনি নিজের নামে ব্লগিং করবেন জেনে আবার আশার আলো দেখছিলাম। কিন্তু হঠাৎ করে উনার কাণ্ডারি নিকের সবগুলো পোস্ট ড্রাফ্ট করে নিয়েছেন দেখে আবারো আশাহত হয়েছি। প্রত্যাশা করি উনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৪
সোহানী বলেছেন: অসম্ভব মেধাবী একজন ব্লগার কাণ্ডারি। তার প্রতিটি লিখাই অসাধারন।
প্রত্যাশা করি উনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩
মৃদুল শ্রাবন বলেছেন: সবকিছু যেন খুব দ্রুত পাল্টে যাচ্ছে চারিদিকে। সেদিন সামুর অফিসে নতুন ভার্সন নিয়ে আলোচনার জন্য যাওয়ার আগে ভেবেছিলাম হয়তো কান্ডারি ভাইকে ওখানে পাবো। কিন্তু পাইনি। তখনও বুঝিনি উনি ডুব দিয়েছেন। বুঝিনি কারণ আপনার মতো অনুসন্ধান করিনি। কিছুটা পারিবারক বিপর্যয় এসেছিল আমার তাই বলতে গেলে কয়েকদিন ব্লগে ঢোকাই হয়নি। আজ কয়েকজন ব্লগার বন্ধু এসেছিল আমার বাসায়, তাদের কাছে জানতে পারলাম আপনার এই পোষ্টের কথা। তাদের বিদায় দিয়ে আবার দেখি জাফরুল মবীন ভাইয়ের ইনবক্স। সাথে সাথে ব্লগে ঢুকে দেখলাম এই কাহিনী।
আপনার এই পোষ্ট হয়তো তাকে আবার ব্লগে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। কান্ডারী ভাইয়ের মতো একজন অলরাউন্ডার ব্লগারকে আমরা হারাতে চাই না। কোন ভাবেই না।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ মৃদুল শ্রাবন । আমার পোস্টতো আমার স্বার্থেই লিখা কিন্তু আপনাদের আন্তরিক চেস্টাই ফিরিয়ে আনবে কান্ডারীকে....
আর বৃষ্চিক রাজ এর কি খবর ??? উনার ভ্রমণ কাহিনীতো অতুলনীয়। উনার কি কোন খোজঁ জানেন?????
কেউ কি উনাকে পার্সোনালি চিনে????
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
ডি মুন বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিলাহি রাজিউন।
আল্লাহ তাআলা কাণ্ডারি ভাইয়ের দাদীকে বেহেশত নসীব করুন।
আমিন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৯
সোহানী বলেছেন: আমিন.....
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
মাহমুদ০০৭ বলেছেন: ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিলাহি রাজিউন।
আল্লাহ তাআলা কাণ্ডারি ভাইয়ের দাদীকে বেহেশত নসীব করুন।
কান্ডারি ভাই ফিরে আসুন । আমরা সবাই আপনার অপেক্ষায় ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
সোহানী বলেছেন: কান্ডারি ভাই ফিরে আসুন । আমরা সবাই আপনার অপেক্ষায় ।
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
জোহরা উম্মে হাসান বলেছেন: ফিরে আসুক সবার প্রিয় ব্লগার সেই কামনা করি। ফিরিয়ে নিয়ে আসার এমন ব্যাকুলতায় সত্যই মুগ্ধ , আপ্লুত !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ জোহরা উম্মে হাসান...... সবাই ফিরে আসুক আর ব্লগের পরিবেশ ফিরে আসুক এ প্রত্যাশায়।
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩২
জোহরা উম্মে হাসান বলেছেন: ফিরে আসুক সবার প্রিয় ব্লগারবৃন্দ সেই কামনা করি। ফিরিয়ে নিয়ে আসার এমন ব্যাকুলতায় সত্যই মুগ্ধ , আপ্লুত !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
সোহানী বলেছেন: সব ব্লগাররা ফিরে আসুক এ প্রত্যাশায়............
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: আবেদন নিবেদনে সোজা আঙুলে ঘি উঠিবে না বুঝিতে পারিয়াই আজিকে ভ্রাতা @এহসান সাবির ও আমি , ভ্রাতা @কান্ডারি কে লোডশেডিঙের মধ্যে দৌড়ানি দেতে সক্ষম হই ।
@সোহানী আপু ওনাকে নিয়া পোস্ট দিয়াছেন শুনিয়া উনি এক পর্যায়ে আবেগে চক্ষু লাল কোরিয়া ফেলিলেন ! কান্না লুকাইতে অন্যদিকে বাড়ে বাড়ে মুখ লুকাইয়া ছিলেন ।
যাহা হউক , উনি ফিরিয়া আসিবেন কথা দিয়াছেন । সাম্প্রতিক ব্যাস্ততার কারনে হয়তো নিয়মিত হতে পারবেন না , তবুও আসবেন কথা দিয়েছেন ।
আমি অন্তত ১টি পোস্ট হলেও আজকেই আনড্রাফট করার অনুরোধ করেছি । বাকিগুলোও হয়তো ঈদের পর পরই পাবো । সেই কথাও দিয়েছেন , এখন অপেক্ষায় আছি
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৪
সোহানী বলেছেন: হাহাহাহা.......অনেক অনেক ধন্যবাদ অপূর্ণ রায়হান । আপনাদের সপ্রতিভ উদ্যোগেই হয়তো আমরা ফিরে পাবো কান্ডারিকে।
"উনাকে নিয়া পোস্ট দিয়াছেন শুনিয়া উনি এক পর্যায়ে আবেগে চক্ষু লাল কোরিয়া ফেলিলেন" ...... আমিও আপ্লুত এবং খুবই খুশি কান্ডারির ফিরে আসার সিদ্ধান্তে।
আর বৃশ্চিক রাজ !!!! তাকে কি ট্রেস করা গেছে .... আপনাদের আরেকটি উদ্যোগের অপেক্ষায়। আসলে আমি ব্লগের বাইরে কাউকে ব্যাক্তিগতভাবে চিনি না তাই আমার পক্ষে খুজেঁ বের করা অসম্ভব!!!!!
২২| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: বৃশ্চিক রাজ@ কে আমি ব্যাক্তিগতভাবে চিনি না । হাতে গোনা মাত্র অল্প কয়েকজনের সাথে পরিচয় আছে । তবে দেখি , খুঁজে পাওয়া যায় কি না এবং নাগালের মধ্যে পেলে ওনাকেও দৌড়ানির দেওয়ার বন্দোবস্ত করা হবে
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২
সোহানী বলেছেন: বৃশ্চিক রাজকে দৌড়ানির দেওয়ার বন্দোবস্ত করার অপেক্ষায়
২৩| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৫
শায়মা বলেছেন: যাক গোয়েন্দাগিরি করেও তাহলে কান্ডারীভাইয়াকে দেশের বাড়ি গিয়ে ধরা গেলো।
আমি কোথাও লুকালে কোনো গোয়েন্দাগিরিতেও কাজ হবেনা হি হিহি!!!
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৯
সোহানী বলেছেন: আরে কি যে বলেন শায়মা !!! আমাদের গোয়েন্দা বাহিনী অনেক শক্তিশালী.... আপনি এদের উপর আস্থা রাখতে পারেন। দরকার হলে স্যাটেলাইট বাত্তি জ্বালায়ে আপনাকে খুজেঁ বের করা হবে... [@অপূর্ণ রায়হান ডিটেকটিভ]
২৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪
রিফাত ২০১০ বলেছেন: কাণ্ডারি অথর্ব খুব পরিশ্রমী ও মেধাবী একজন ব্লগার । তিনি ব্লগে আবার ফিরে আসবেন এটাই প্রত্যাশা ।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪২
সোহানী বলেছেন: তিনি ব্লগে আবার ফিরে আসবেন এটাই আমাদের প্রত্যাশা ।
২৫| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮
আমিনুর রহমান বলেছেন:
ফিরে আসুক ব্লগার কান্ডারি এই অপেক্ষায় রইলাম। আপনাকে, অপুর্ন আর সাবির ভাইকে ধন্যবাদ - কান্ডারিকে ব্লগে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার জন্য।
বৃশ্চিকরাজ সম্পর্কে বলি উনি আসবেন সে ব্যাপারে নিশ্চিত থাকেন। আমি ওনাকে চিনিও জানিও । হয়ত বৃশ্চিকরাজ নিয়ে নয় অন্য কোন মাল্টি নিয়ে উনার সম্পর্কে যদি ভালোভাবে জানার ইচ্ছে থাকে তাহলে নিচের দেয়া পোষ্টের লিঙ্কের ২৫,২৬,২৮,২৯,৩৫ নং কমেন্টে ঘুরে আসুন ।
আরো একজন ব্লগারকে আমি ভীষণ মিস করি। খুব অল্পসময়ে সে ভালো লিখছিলো। সে হলো যাযাবর বেদুঈন। তাকেই ফিরিয়ে আনা যায় কিনা দেখুন যদি আমি তাকেও চিনি এবং জানি।
কান্ডারি অথর্ব, বৃশ্চিক রাজ এবং যাযাবর বেদুইনের ফিরে আসার অপেক্ষা রইলাম।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্লাগারদের খুজে পাওয়ার মিছিলে যোগ দেয়ার জন্য। কেউ কোন অভিমান নিয়ে চলে যাক তা কিছুতেই কাম্য নয়।
আর আপনার উদ্যোগে বৃশ্চিকরাজ ফিরে আসার অপেক্ষায়।
যাযাবর বেদুঈন লিখা ও আমার খুব ভালো লাগে। জানতাম না উনিও আর আসেন না।
কান্ডারি অথর্ব, বৃশ্চিক রাজ এবং যাযাবর বেদুইনের ফিরে আসার অপেক্ষা রইলাম................
২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আরে কি যে বলেন শায়মা !!! আমাদের গোয়েন্দা বাহিনী অনেক শক্তিশালী.... আপনি এদের উপর আস্থা রাখতে পারেন। দরকার হলে স্যাটেলাইট বাত্তি জ্বালায়ে আপনাকে খুজেঁ বের করা হবে... [@অপূর্ণ রায়হান ডিটেকটিভ]
আপুনি আমি স্যাটেলাইট বাত্তির দেশে থাকি।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩
সোহানী বলেছেন: তাইলে তো কথাই নেই..... খুজতে বেশী দূর যেতে হবে না ....হিহিহিহিহিহি
২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮
জুন বলেছেন: মেহেদী আরজান নয় কান্ডারী নামেই ফিরে আসুক আমাদের প্রিয় ব্লগার সামহ্যোয়ার ইন ব্লগে সেই অপেক্ষায় রইলাম ।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫
সোহানী বলেছেন: ঠিক কান্ডারী নামেই চাই প্রিয় ব্লগারকে..........
২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: কান্ডারি ভাইয়ার পোস্ট ড্রাফ্ট কেন করছেন জানিনা
বেশ অনেক দিন ব্লগে ছিলাম না , তবে ব্লগে আসলেই উনার ব্লগে যাওয়া হয় ।
উনার পোস্ট পড়ার জন্য । আশা করি উনি ফিরে আসবেন ।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯
সোহানী বলেছেন: সেটাই.....
আশা করি উনি ফিরে আসবেন ................
২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
আবু শাকিল বলেছেন: কান্ডারি অথর্ব, বৃশ্চিক রাজ এবং যাযাবর বেদুইনের ফিরে আসার অপেক্ষা রইলাম।
প্লিজ ফিরে আসুন।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
সোহানী বলেছেন: কান্ডারি অথর্ব, বৃশ্চিক রাজ এবং যাযাবর বেদুইনের ফিরে আসার অপেক্ষা রইলাম।
প্লিজ ফিরে আসুন। প্লিজ ফিরে আসুন।প্লিজ ফিরে আসুন।প্লিজ ফিরে আসুন।
৩০| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭
এহসান সাবির বলেছেন: আপু গতকাল রাতে কান্ডারি অথর্বের সাথে দেখা হয়েছিল..... প্রচন্ড বাক বিতান্ডার এক পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছি ''আপনি একজন অকৃতঙ্গ মানুষ, কিছু না হোক শুধু সোহানী আপুর সাথে একটা যোগাযোগ করতে পারতেন.....।''
উনি বলেছেন ''আপুর ফোন নং নাই, ফেস বুকে এ্যাড করা নাই, আর ব্লগে গেলে পাব কিন্তু ব্লগে আমি যাব না..''
আমি বলেছি আপুকে ই মেল করেন....
উনি বলেছেন ''যদি পারেন তাহলে আপুর ই মেল আইডি টা আমাকে দিতে বলেন... আমি উনাকে মেইল করব....''
আমার সাথে ব্লগার স্নিগ্ধ শোভনও ছিল।
আপু আপনার ইমেল আইডি কি দেওয়া যায় যেখানে কান্ডারি অথর্ব মেইল করতে পারবে? প্লিজ আমাকে জানাবেন।
শুভ কামনা।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০
সোহানী বলেছেন: আমি খুবই দু:খ পেলাম কান্ডারীর সিদ্ধান্তে। হয়তো কোন অভিমানে দূরে সরে আছেন।
প্রিয় কান্ডারী কে বলছি,
আপনি যদি কিছুই শেয়ার না করেন তাহলে কিভাবে উপলব্ধি করবো আপনার দু:খবোধ?? হয়তো এমন যে আপনার কোন দু:খের বোঝা লাগব করার সামর্থ আমাদের অাছে। তবে একটি কথা, নিজেকে দূরে সরিয়ে নয় প্রতিবাদ করে... যুদ্ধ করে নিজের অধিকার আদায় করতে আমি পছন্দ করি। হয়তোবা যার উপর আপনি অভিমান করেছেন সে জানেই না আপনার অভিমানের খবর।
প্রিয় এহসান সাবির,
অসংখ্য ধন্যবাদ আপনার এ উদ্যোগের জন্য। আমার আকুতিতে যে এভাবে আপনারা সাড়া দিবেন তা ভাবতেই পারিনি। আমার কৃতজ্ঞতা জানবেন। আসলে ব্লগের সবাই আমরা একটা অদৃশ্য বাধঁনে জড়িয়ে আছি.... একটা মনের অজান্তেই এ বাধঁন তৈরী হয়েছে।
আর কান্ডারীতো সবার, একা আমাকে ব্যাক্তিগত মেইল দিলে কিভাবে চলবে?? আমি মেইল আইডি দিব তবে এক শর্তে যে, উনি আমাকে যাই লিখবেন তাই আমি ব্লগে প্রকাশ করবো। সে শর্তে রাজি থাকলে আমি দিব।
ভালো থাকবেন।
৩১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: @এহসান সাবির ভ্রাতা , আমিও কষ্ট পেয়েছি । উনি আমাকে কি বললেন আর কি করলেন ! হয়তো ওনার আসলেই খুব সমস্যা ! জানিনা । হয়তো আমি বুঝবো না ওনার সমস্যা / ফিল করতে পারছি না । আমি হয়তো ওনার মতো করে ব্লগে ছেড়ে যাবো পোস্ট দেই নি , আমি অকৃতজ্ঞ । কিন্তু আমি তো ওনার হাতে ধরে বলে এসেছিলাম । ভালো থাকুন , ভালো থাকুক সবাই ।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪
সোহানী বলেছেন: হাঁ অপূর্ন, রাগ অভিমান ব্যাস্ততা থাকতেই পারে, কিন্তু তাই বলে একদম নিজেকে গুটিয়ে নিব তা আমি অন্তত মেনে নিতে পারি না।
আমি সামু কর্তপক্ষের দৃস্টি আকর্ষন করছি, এভাবে ভালো ব্লগারদের চলে যেতে দিবেন না... একটা কিছু করুন প্লিজ।
৩২| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
আমি ইহতিব বলেছেন: কাল্পনিক ভালোবাসা ভাইয়ের সব পোস্ট ও দেখলাম ড্রাফটে। ওনারা অভিমান করে দু'এক জনের উপর আর শাস্তি ভোগ করে সবাই।
অভিমানী ভাইয়ারা ফিরে আসুক এই কামনা করছি।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬
সোহানী বলেছেন: সময় হয়েছে সামুর একটা স্টিকি পাতা খোলার... যেই হারিয়ে যাবে তার নাম লাল অক্ষরে ঝুলবে...... তাহলে এভাবে আমাদের দু;দিন পরপর হারানো বিজ্ঞপ্তি পোস্ট করতে হবে না।
ধন্যবাদ ইহতিব।
৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
আমি ইহতিব বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। কাভা ভাই আছেন, অন্য আইডিতে।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭
সোহানী বলেছেন:
৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১০
টুম্পা মনি বলেছেন: ব্লগার কান্ডারীকে অনেকদিন না দেখে দুশ্চিন্তা হচ্ছিল। আপনার পোষ্টের নিচের দিকের কমেন্টগুলো পড়ে নিশ্চিত হলাম। আশা করি তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন আমাদের মাঝে। আল্লাহ পাক ওনার দাদীকে জান্নাত নসীব করুন। আমীন।
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬
সোহানী বলেছেন: কান্ডারীকে খুব শীঘ্রই ফিরে আসুক আমাদের মাঝে.........
অনেক ধন্যবাদ টুম্পা।
৩৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
[email protected]
[email protected]
কেমন আছেন আপু? আপনাকে খুব খুব খুব মিস করি। আপু এই দুটি হলো আমার ই-মেইল এড্রেস। মেইলে অনেক কথা হবে আসা করি। আপাতত আমার ফেসবুক একাউন্ট এক্টিভ করেছি।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৫
সোহানী বলেছেন: যাক্ অবশেষে আমাদের সকলের আকুতি মিনতিতে আপনার মন গলেছে তাহলে। আমার লিখা এক সেন্সে সার্থক....... স্বস্তির নি:শাস ফেললাম।
সবাইকে আমার আহবানে সাড়া দিয়ে কান্ডারীকে ধরে আনার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ............
আর মি: কান্ডারী সাহেব, এবারের মতো মাপ করা হলো এরপর এ ধরনের অপরাধের জন্য কঠিন পানিশমেন্ট অপেক্ষা করছে কিন্তু !!!!!!!!!
৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখিত আপু gmail হবে লেখাটা।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬
সোহানী বলেছেন:
৩৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপাতত সকলের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।
আপনাদের সবাইকে যে আমি কত ভালবাসি সেটা বলে বোঝাতে পারব না। আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালবাসা ও শ্রদ্ধা।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮
সোহানী বলেছেন: প্রিয় কান্ডারি,
একটু সময় নিলাম আপনার এ মন্তব্যের উত্তর দিতে।
আসলে পুরোনো সে ভালোবাসা বা আন্তরিকতার সে সংজ্ঞাটা যে এখন পাল্টে গেছে.... এ ভার্চুয়াল জগতে খুব আপন আত্বীয় এখন দূরে সরে যেয়ে অচেনা অজানা না দেখা মানুষগুলো অতি নিকটতম হয়ে উঠেছে। কারন একটি পর্যায়ে চোখের দেখা নয় মানসিকতা যখন কাছাকাছি থাকে তখনই তৈরী হয় অদৃশ্য এক বন্ধুত্ব... অদৃশ্য এক বাধঁন। আর ভিজুয়ালাইজ করতে না পারার কারনে খুব তাড়াতাড়িই তৈরী হয় এ বন্ধুত্ব। আর এ বন্ধুত্ব কিন্তু কোন স্বার্থের সুতোয় বাধাঁ থাকে না, থাকে না কোন সময়ের বা কোন বয়সের বা সমাজিকতা বা শিক্ষা বা অশিক্ষায়।
খুব স্বার্থের টানাপোড়া এ সংসারে থাক না কিছু ভার্চুয়াল জগতের সম্পর্কের সুঁতো....... অনেক অনেক ধন্যবাদ এ সুতোঁর টানে সাড়া দেবার জন্য।
[অফ টপিক.... বিরিয়ানি না খাওয়ালে কিন্তু খবর আছে..... বুঝতেই পারছেন সামুর এ বাহিনী কি সাংঘাতিক শক্তি রাখে......]
আর এ অন্তধার্নের শাস্তি স্বরুপ বৃশ্চিক রাজকে ফিরিয়ে আনার দায়িত্ব এখন আপনার........
৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কান্ডারি ভাইয়ের আগমন...., শুভেচ্ছা স্বাগতম....
শুভেচ্ছা স্বাগতম...., কান্ডারি ভাইয়ের আগমন....
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: এবার একটা পার্টি হবে না !!!!!!!!!! কি বলেন দোস্ত..... এরেন্জ করেন আমি আছি.........
৩৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২
অপু তানভীর বলেছেন: আসলে ঘটনা ঐটা না ! কান্ডারী ভাইয়ের আমাকে বিরিয়ানী খাওয়ানোর কথা ছিল । কিন্তু সেই যে গেল আর ফিরে এল না ।
ক্যাপ্টেন কান্ডারী, আপনে ফিরে আসুন ! ভয় নেই আমি আর বিরিয়ানী খাইতে চাইবো না ! প্রমিজ !!
আর আপু চিন্তা নিয়েন না, আমাদের ছাইড়া কান্ডারী ভাই যাইবে কই ? তার বাসায় গিয়া তারে ধইরা নিয়া আইমু !
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১
সোহানী বলেছেন: ওওওও আচ্ছা কাহানী তাইলে এই !!!!!!!!!!!!!!!
আর আপনি খাইতে চান না ভালো কথা... বাট এই পানিশমেন্ট স্বরুপ আমাদের সবাইকে খাওয়াতে হইবেক.........
কবে কোথায় তাড়াতাড়ি বলেন........... দেরী করলে বাসি হয়ে যাবে।
আর ধরেতো আনবেনই............ যাইবেক কই !!!!!!!!!!!! কাদের পাল্লায় পড়ছে এখন বুঝতাছে কান্ডারী ......
৪০| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৬
ইখতামিন বলেছেন: তাঁরা তো মনে হয় এখনো ফেরেনি..
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬
সোহানী বলেছেন:
৪১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ কয়েকবার লগইন হলাম আবার কিছু লিখে মুছে দিয়েই লগ আউট হলাম। কি বলব কিংবা কি বলা উচিত ভেবে পাচ্ছিনা। নিজের প্রতি ঘৃণা জন্মেছে। অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু গুছিয়ে লিখতে পারছিনা। এভাবে ভারচ্যুয়াল জগতে আপনাদের সাথে সম্পর্কের মায়া জালে বাঁধা পড়ে যাব কখনও ভাবিনি। শিক্ষা পেলাম সব কিছুর উপরে হল ভালোবাসার সম্পর্ক। বাকি সব মিথ্যে। বড় বেশি স্বার্থপর আমি। প্রিয় মানুষদের কাছে থাকার মাঝেই যে জীবনের প্রকৃত সুখ সেটা উপলব্ধি করতে শিখিয়েছেন আপনি আপু। এই ঋণ শোধ করা সম্ভব নয় কোন ভাবেই আমার পক্ষে।
আমার অপরাধ ক্ষমা পাওয়ার যোগ্য কিনা জানিনা। ব্লগে লেখালিখির চেয়ে এখন আমার কাছে এই সম্পর্কটাই সবচেয়ে দামী হয়ে গেল। জানিনা এর মূল্যায়ন এই অধম করার কোন যোগ্যতা রাখে কিনা।
অভিমান, অনুযোগ মিছেই ক্ষণিকের দূরত্ব সৃষ্টি করে, শুধুই দুঃখ দেয়। গোলাপে কাঁটা থাকবেই, তাই বলে গোলাপের সৌন্দর্য হাতে নিয়ে উপভোগ না করার মাঝে যে শুধুই নিজেকে বঞ্চিত করা এই বোধদয় হওয়াটার খুব প্রয়োজন ছিলো।
বলতে গেলে আমি নিতান্তই মামুলী একজন মানুষ। আল্লাহর কাছে শুক্রিয়া যে এই অধমের জন্য আল্লাহ এমন অসাধারন মনের কিছু বন্ধু দিয়েছেন জীবনে।
আমাকে ক্ষমা করে দেবেন আপু।
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
সোহানী বলেছেন: এইতো কান্ডারি ট্রাকে এসেছে......
বৎস্... তোমকে ক্ষমা করা হলো বাট সামুর বাহিনীর কাছে ক্ষমা পাওয়ার পদ্ধতি নিষ্চয় জানা আছে !!!!
অপু তানভীর, বোকা মানুষ বলতে চায় , টুম্পা মনি , আমি ইহতিব , এহসান সাবির, অপূর্ণ রায়হান , দেওয়ান কামরুল হাসান রথি , মুদ্দাকির আমি তুমি আমরা , এস কাজী, মুহাম্মদ জহিরুল ইসলাম, জাফরুল মবীন ভিটামিন সি, মামুন রশিদ, কলমের কালি শেষ, প্রবাসী পাঠক , মৃদুল শ্রাবন, ডি মুন , মাহমুদ০০৭ , জোহরা উম্মে হাসান , শায়মা , রিফাত ২০১০, আমিনুর রহমান , জুন , অদ্বিতীয়া আমি ,আবু শাকিল সহ সকলকে উদ্বিগ্ন রাখার পেনাল্টি স্বরুপ বিরিয়ানীর ব্যবস্থা কোথায় কবে কেন আয়োজন করা হইবে না তাহার কারন দর্শনের জন্য নোটিশ জারি করা হলো।
৪২| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: আপনার এ আহবানে কান্ডারি অথর্ব তো সাড়া দিয়েছিলেন মনে হয়। কারণ ওনার ব্লগে এখনো ২৫৩টি পোস্ট শোভা পাচ্ছে। বোকা মানুষ বলতে চায় যেমনটি জানিয়েছেন, মেহেদী আরজান আইডি নিয়ে তিনি একটা নতুন নিক খুলেছিলেন, কিন্তু সেটা এখন পোস্টশূন্য।
তবে বৃশ্চিক রাজ এর ব্লগোদ্যান এখনো তরুপল্লবহীন এক শুষ্ক মরুভূমি হয়ে বিদ্যমান। উনি বোধকরি আর ফিরে আসেননি। তবে ওনার পাতায় যে কারণে ব্লগারদের অনেকেই ব্লগ ছেড়ে চলে যেতে বাধ্য হন, তেমন ৫টি কারণ এখনো উল্লেখিত আছে। সেসব কারণ হলোঃ
"১। রাজনৈতিক দন্দ
২। সিন্ডিকেটিং দন্দ
৩। ধর্মীয় বিদ্বেষ
৪। মডারেশন প্যানেলের অদক্ষতা
৫। আধিপত্য ও প্রভাব বিস্তারের লোভ"
এগুলো অবশ্য ভেবে দেখার অবকাশ আছে বলে মনে হয়।
১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৪৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ পুরো পোস্টটি পড়ার জন্য।
কান্ডারি অথর্ব ফিরে এসেছিল এবং কিছুদিন থাকার পর আবার গায়েব। কিন্তু বৃশ্চিক রাজ আর ফিরে আসেনি। এ দু'জন যে কি অসাধারন লেখক তা বলে বোঝানো যাবে না। কিন্তু লেখকরা যে বড়ই অভিমানী হয়, এ সত্য তারা আবারো প্রমান করলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: কোন ব্লগার ই যেন হারিয়ে না যায় আমাদের মাঝ থেকে। ফিরে আসুন কান্ডারি অথর্ব । আপনার অপেক্ষায় আমরা সবাই।