নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

দাঁত দিয়ে নখ কাটা ও আমার ভোগান্তি...... সুখে থাকতে ভুতে কিলায় X((X((

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

প্রায় দেখি লোকজন দাঁত দিয়ে মনের সুখে নখ কাটে...... আমি মোটামুটি বড়সড় একটা লেকচার দিয়ে তাদের ক্ষান্ত করার চেস্টা করি। অথচ সেই অামিই কিনা এমন এক কুকাজ করলাম যা কোন বেকুবের লিস্টে নাই........



সেলফোনে অনেক অনেক দিন পর প্রবাসী বান্ধবীর সাথে দীর্ঘক্ষন কথা বলতে বলতে আনমনে হঠাৎ ডান হাতের বুড়ো আঙ্গুলের পাশের নখের কোনা দাঁত দিয়ে কাটলাম..... প্রথমদিন কিছু বুঝলাম না.. তারপর দিন একটু একটু ব্যাথা... গা করলাম না। ৩য় দিন বেশ ব্যাথা... তা ও পাত্তা দিলাম না। ৪র্থ দিন যখন আঙ্গুল ফুলে ঢোল তখন টনক নড়লো ও ঘরের রেডি ডাক্তারদের ফোন করলাম। যাহোক এক দফা বকা ঝকা দেয়ার পর পেইন কিলার ও এ্যান্টিবায়োটিক খেতে বললো।:((:((:((:((:((:((:((



তারপরও ভাবলাম...... ঘরের রেডি ডাক্তাররা বেশী বুঝে.... সামান্য এর জন্য কি আর এমন হবে:D:D:D:D:D:D। খুব একটা ওদের কথা গায়ে না মেখে কতক্ষন গরম পানি থেরাপি দিলাম। ভাবলাম আমি কি কম বুঝি ঘরের রেডি ডাক্তারদের থেকে ;);););););) নাহহহহহ.... কত গমে কত আটা টের পেলাম তার পরদিন....... মোটামুটি বারোটা............ ওটির নিচে যাবার পর টের পেলাম আসলে কেজি প্রতি গমে কত আটা হয় ;););););)



যাহোক সাবধান বাণী......... বন্ধুরা দাঁত দিয়ে নখ কাটা থেকে বিরত থাকেন..... সামান্য এ কুঅভ্যাস আপনাকে খুবই বাজে অবস্থায় ফেলে দিতে পারে......



দু:খিত সম্পূর্ন বাজে ও ব্যাক্তিগত পোস্টটি দেবার জন্য... আসলে একটু সাবধান করার জন্য এটি দিয়েছি...... আর আচ্ছা একটা গল্প মনে পড়ে গেল আমার বাবার বলা..... আমার সাথে মিল পেলে ও পেতে পারেন....



একবার এক ইলেকশানে বাবা ছিলেন দায়িত্বে। এক বৃদ্ধা আসলো জীবনের প্রথম ভোট দিতে কিন্তু সিস্টেম জানে না। তাকে অনেক কাঠ খড় পুড়িয়ে শিখিয়ে পাঠানো হলো বুথে.... তো অনেকক্ষন হয়ে গেল বৃদ্ধা কিন্তু আর বের হয়ে আসেন না। অনেক আগের কথা তখন মহিলা কর্মী ছিল না আর পুরুষরা ও মহিলা বুথে ঢুকতে চাইছিল না। যাহোক আধা ঘন্টা কাটার পর একজন কর্মী ঢুকে দেখলো বৃদ্ধা মোটামুটি আয়েশ করে বসে আছে সেখানে.... কি ব্যাপার জানতে চাইতেই বৃদ্ধা বললো, এই যে তোমরা আমারে ভুট দিবার শিখাইছ..... আমার থেইকা বেশীতো কেউই জানে না ....আমার একটা দায়িত্ব আছে না তাই তাগোরে শিখাইবার.... তাই বইসা আছি সক্কলেরে শিখানোর লাইগা.......... :P:P:P:P:D:D:D:D



শেষে একটা ছবি ফাও লিখাটি পড়ার জন্য........ সমেস্বরী নদী, বিরিসিরি।





ছবিটা যেন কোনক্রমেই দোস্ত ব্লগার বোকা ভাই (বোকা মানুষ বলতে চায়) না দেখে.... তাহলে সে নিশ্চয় হাসতে হাসতে শেষ হবে কি আজে বাজে ছবি দিয়েছি..........

মন্তব্য ৮১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''রেডি ডাক্তার'' কি বুঝলাম না ,
তবে এটুকু বুঝলাম ইনাদের কারনে আপনার '' আঙ্গুল ফুলে কলাগাছ '' হওয়াটা হল না । :P :P :P :P

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

সোহানী বলেছেন: :( :( :( :( .......

গিয়াসলিটন ভাই ....''রেডি ডাক্তার'' মানে ঘরের ডাক্তাররা.....

:P :P :P :P একদম খাঁটি কথা..... তাদের কারনে আঙ্গুল ফুললে ও কলাগাছ হতে পারেনি।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

জাহিদ ২০১০ বলেছেন: আমারও এই ভালো অভ্যাস আছে তবে সবাই নখ খায় আর আমি খাই নখের পাশের চামড়া। আহারে কত যে টেষ্ট :D :D :D :D :D :D :D :D :D :D :D

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

সোহানী বলেছেন: আহারে কত যে টেষ্ট :D :D :D :-P :-P :-P :-P :-P

আমি নাই................ পাইছি আপনারে.... অাপনেরেইতো খুজছিলাম। আমার বোন বলে সবাই নখ খায় শুনেছে বাট নখের পাশের চামড়া খাইতে শুনে নাই..... আপনিই বলেন ওরা ডাক্তাররা কিছই জানে না... তাই না... :-0 :-0 :-0 :-0 :#) :#) :#) :#)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: খাইছে! আপনি নখ কাটতে যায়া আঙ্গুল চাবায় ফেলসিলেন নাকি?

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

সোহানী বলেছেন: হাহাহাহা........ আরে না রে ভাই...... একটুস খানি নখের কোনা খাইছিলাম শুধু.... বিস্বাস করেন এর থেইকা বেশি খাই নাই :( :( :( :(

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: এখন কি অবস্থা ? কেমন আছেন ?

ছবিটা খুব মায়াবী ।

ভালো থাকবেন সবসময় ।।

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

সোহানী বলেছেন: অপূর্ণ ভ্রাতা ..ভালো আছি তবে ব্যান্ডিজ অবস্থায়।

বিরিশিরি আসলেই খুব সুন্দর.... ওওও সরি আশে পাশে কি বোকা ভাই আছে :P :P :P :P নাইলে তো আমারে এক চোট নিবে !!!

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: নখ খাইতে গেলেন ক্যান ? বাসায় কি ক্যুন খাবার ছিলেক না ? আঙ্গুলের অবস্থা যেমন তেমন, নখ টা হজম হয়েছে তো।


০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

সোহানী বলেছেন: ভাইরে কি কমু কন :!> :!> :!> :!> :!> :!> :!> .. অনেক কিছইতো খাইলাম বাট দেখতে গেলাম নিজের মাংসের স্বাদ কেমন....হিহিহিহিহি

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০

সোহানী বলেছেন: আর........ নখটা হজম হবে না...!!!! বাঙ্গালী বলে কথা.... লোহা যেখানে হজম হয় আর সামান্য নখ!!!!!

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

মৈত্রী বলেছেন:
আমি ২৭ বছর যাবত দাঁত দিয়ে নখ কাটি, কৈ? আমারতো কোনদিনও কিছু হলেনা... |-)

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

সোহানী বলেছেন: ওওওও আচ্ছা........ তাইলে এই.... আপনারেই তো দেখি নখ খেতে খেতে রাস্তা পার হচ্ছেন...... ২৭ বছর ধরে খাচ্ছেন, নখ খাওয়া ছাড়াতো আপনি বাঁচবেন না :-P :-P :-P :-P

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

মাহফুজ তানজিল বলেছেন: ছবিটা ভালো লেগেছে। আর দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাসের কারণে ছেলেবেলায় আম্মার হাতে ধমক খেতাম খুব!

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

সোহানী বলেছেন: :(( :(( :(( :(( সেটা আর বলতে..... সে কারনেই তো ৩ দিন কাউরে জানাই নাই..............

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

জাহিদ ২০১০ বলেছেন: সব গুজব গুজব। আপনার বোন মনে হয় নাহিদ চাচ্চুর আমলে ডাক্তার হইচে। আপনিও নখের পাশের চামড়া খাইয়া দেখতে পারেন। আমি প্রমিজ আপনার গরু, মুরগি, ছাগলের গোশ্ত খাইতে আর মনে কইব না।

এতে লাভ ও আছে দুলামিয়ার অনেক টাকা বাইচ্চা যাইব। :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

সোহানী বলেছেন: হাসতে হাসতে আমি নাই...... আমার নখের ব্যাথা বিলকুল নাই আপনাদের মন্তব্য দেইখা...........

হাহাহা নাহিদ চাচ্চু একটা ব্রান্ড নেইম......... দারুন বলেছেন.... আমার বোনরে আর লজ্জা দিয়েন না !!!!

দুলামিয়া রাগে গজ গজ করছে লাভের হিসাব বাদ দিয়া... কারন ডাক্তার সহ যাবতীয় ট্যাকা সেই দিসে কিনা :D :D :D :D :D :D

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

জাহিদ ২০১০ বলেছেন: হাসতে হাসতে নাই মানে?? কই হারাইয়া গেছেন???

কইচ্চেন কি?? ঘরে ডাক্তার থুইয়া আন্নে বাইরের ডাক্তার দেখান কেলা??

দেখছেন হুধা হুধি আপনার বোনরে কই নাহিদ চাচ্চুর ছাত্রি???

দুলামিয়ারে আমার ছালাম দিয়েন। আর টাকা গেলে টাকা আসবে

শ্বশুর বাড়ি জিন্দাবাদ

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

সোহানী বলেছেন: ঘরের ডাক্তারতো সব বিশ্ববাসী.... ওদেরকে দেখাইতে গেলে যে প্লেন ভাড়া লাগবো তা আর নাই কইলাম............

দুলামিয়া কি আর ছালাম নিবে ...... বহুত পেরেশানির মইধ্যে আছে বেচারা.... বেডমিন্টন খেলতে যাইয়া নাক ফাটায়ে আইছে...... বুঝেন ঠেলা.................... কি কঠিন প্লেয়ার........

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

জাহিদ ২০১০ বলেছেন: হায় হায় আমার নাকফাটা দুলা!!!!!!! B-)) B-)) :-P


[si]ঘরের ডাক্তারতো সব বিশ্ববাসী

বুঝদারলাম না???

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

সোহানী বলেছেন: হাহাহা ভালো কইছেন........ নাক ফাটা দুলাভাই....... সে যদি জানে আমি এইটা রাস্ট্র করছি তাইলে কিন্তু আমার খবর আছে !!!!!!

মানে আর কি .... তাদেরকে দেখাইতে যে পয়সা যাইবো তাতে আমার এ্যাপোলোতে এর থেকে কম লাগবো....

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুবই বাজে অভ্যাস।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

সোহানী বলেছেন: ভাইরে সেটা আর বলতে !!!!!!!!!!!!!

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

জাহিদ ২০১০ বলেছেন: দুলাভাইয়ের নাম্বার দেন। সংসারে আগুন লাগাইয়া দেই B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

সোহানী বলেছেন: হাহাহা......... তাইতো কয় ঘরের কথা পরেরে কওয়া ভালো না .......

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

ঢাকাবাসী বলেছেন: আধুনিক যুগে ওসব অভ্যেস না থাকাই ভাল, তয় থাকলে খারাপ না!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

সোহানী বলেছেন: আধুনিক যুগে এ অভ্যেস থাকা ভাল না !!!! তার মানে পুরোন যুগে থাকা ভালো................ হায় হায় এইটা কি কইলেন!!!!!!!!!!

থাকলে খারাপ না শুধু আমার মতো ভোগান্তি হবে এই যা......... :D :D :D :D :D :D

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

জাহিদ ২০১০ বলেছেন: আপু আপনার আঙ্গুলের কি অবস্থা এখন???

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

সোহানী বলেছেন: এখন ভালো.........

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

প্রসন্নআমি বলেছেন: লেখার স্টাইল ভাল।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

সোহানী বলেছেন: এইটা কি ভাই প্রশংসা !!!!!! :#) :#) :#) :#)

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

 বলেছেন: খুবই বাজে অভ্যাস। :||

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

সোহানী বলেছেন: সে আর বলতে !!!!!!! বাট কি নামে ডাকিব আপনাকে !!!!!!!!!!!!

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০১

কলমের কালি শেষ বলেছেন: নখখোর সোহানী... :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

সোহানী বলেছেন: :-P :-P :-P :-P :-P :P :P :P :P :P ....

এইটা কি নাম দিলেন আমায় !!!!!!!!!!!!! X(( X(( X(( X(( X(( X((

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

তুষার কাব্য বলেছেন: প্রথম কথা হইলো মোবাইলের অন্য প্রান্তে কি বান্ধবী'ই ছিল নাকি "ই" কার টা বাদ যাবে...কারণ বান্ধবীর সাথে কথা কইতে কইতে এভাবে হারাইয়া যাওয়ার কথা না.. ;)

যাকগে কোনো অভিজ্ঞতাই অবশ্য খারাপ না... :D

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

সোহানী বলেছেন: হায় হায় আপনি দেখি আমার মান ইজ্জত নিয়া টান দিসেন......

অভিজ্ঞতা ভালো নাকি খারাপ তাতো টের পাচ্ছি !!!!!!!!

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর উপস্থাপন তো!

ভালো লাগা। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

সোহানী বলেছেন: থ্যাংকু থ্যাংকু থ্যাংকু দীপংকর ব্রাদার !!!!!!!! আমার বাবা এটা শুনলে হাসতে হাসতে শেষ হবে কারন ওনার মতে আমার লেখার হাত মোটেও ভালো না...........

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

বিপ্লব06 বলেছেন: নখটা কাটা পড়ে সাধারণত স্ট্রেসের স্ট্রেসে পড়ে!

আর ছবিটা ভালা পাইছি! 8-| 8-|

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

সোহানী বলেছেন: সেইটা আর বলতে!!!!!!!!! আসলে ঠিক বলেছেন স্ট্রেসই বটে!!!!

আরেকটা ছবি আপনার জন্য.....

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৬

ক্যপ্রিসিয়াস বলেছেন: সুখী মানুষ আজকাল নখ ও খায় । ছবিটা সুন্দর ছিল । ভাল থাকবেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

সোহানী বলেছেন: হাহাহাহা ক্যপ্রিসিয়াস.......... আসলেই আমি সুখী মানুষ। যেকোন কিছুতে...যে কোন সময় আমি সুখী থাকি বা বলতে পারেন সুখে থাকার চেস্টা করি...........

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১০

অ্যামাটার বলেছেন: কী আর কমু। নেইলকাটার জিনিসটা আমার ডিকশনারিতে নাই:D

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: এইতো পইলাম আরেকজনরে......

দেখলেন তো লিখাটা লিখা কি উপকার করলাম আপনাদের...... সবাইরে এক কাতারে পাইলাম......

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৭

কেএসরথি বলেছেন: আমারও এই "সু-অভ্যাস"টি আছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

সোহানী বলেছেন: এইতো পাওয়া গেল আরেকজনরে............ হাহাহাহা... এভাবে নখখোরদের এক কাতারে পাওয়া যাচ্ছে..........

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: তুষার কাব্যের মন্তব্য পুনশ্চ :) :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

সোহানী বলেছেন: হায় হায়....... পোলাপান দেখি আমার সংসারে আগুন দিবার চায় ;) ;) ;) ;) ;) ...বাট পারবেন না ভাইজানেরা...ইহা সুপার গ্লু দিয়া জোড়া লাগানো...... হাহাহাহা

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৭

অন্তরন্তর বলেছেন:
কত নখ খেলাম কিছুই হল না। আপনার একটু নখ কাটা দাঁত দিয়ে এমন অবস্থা!!!
আমার মনে হয় আপনার দাঁতের চিকিৎসা দরকার। বিষাক্ত দাঁত।
আপনার নাম আজ থেকে বিষ-দাঁত কন্যা।
একটু ফান করলাম। পোস্ট পড়ে অনেকক্ষণ হাসলাম।
শুভ কামনা।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

সোহানী বলেছেন: হায় হায় এইসব কি কন X( X( X( X( X( বিষ-দাঁত কন্যা !!!!!!!!!!

হায়রে কোন দু:খে যে দু:খের কথা কইতে গেছিলাম !!!!!!!!!!!!

আজই ডেন্টিস্ট এর কাছে যাবো দাতেঁর বিষাক্ততা পরীক্ষা করাতে.. মি: নখখোর অন্তরন্তর ....!!!!

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

মহান অতন্দ্র বলেছেন: ঘরের রেডি ডাক্তাররা বেশী বুঝে[/sb

হা হা হা।

আপনার পোস্টটি সাবধানী । আমিও সাবধান হলাম । ভালো থাকবেন ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

সোহানী বলেছেন: ঠিক কথা অতন্দ্র......... আসলেই ঘরের ডাক্তাররা বেশী বুঝে!!!!

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

হামিদ আহসান বলেছেন: হা হা হা, যাদের দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আছে তারা এবার হুসিয়ার হয়ে যাবে .......................++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

সোহানী বলেছেন: একদম ঠিক বলেছেন......... সে কারনেই তো নিজের দু:খের কাহানি বললাম......

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি ব্যাগে করে কি আনলেন, আমাদের দিলেন ও না, দেখালেন ও না :( :((


মাইন্ড খাইসি!

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

সোহানী বলেছেন: কোন ব্যাগের কথা বলছেন অপূর্ণ !!!!!!!!!!!!! কেন মাইন্ড খাইসেন... জাতি জানতে পায় !!!!!!!!!!!!!

তবে ১৯ তারিখের প্রোগামে যাওয়ার জন্য ব্যাগে কিছু গুছিয়েছিলাম বাট যেতেতো পারলাম না :(( :(( :(( :(( :((

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

অপূর্ণ রায়হান বলেছেন: সরি আপু, ইমিনাকে লিখতে গিয়ে আপনাকে দিয়ে ফেলেছি!

কি কি ব্যাগে আপনিও গুছিয়েছিলেন! কিউরিয়াসড্‌ হয়ে গেলাম!

সমস্যা নেই, কবে এবং কি দিতে চান বলুন , প্রয়োজনে আমি নিজে থেকে সে নিয়ে যাবো! :) B-)

২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

সোহানী বলেছেন: আমার ব্যাগ দেখলে আপনি দৈাড়ে পালাবেন !!!!!!!! কারন আমি আসে পাশের লোকজন খুঁজি ব্যাগ কেরি করার জন্য :P :P :P :P :P

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: =p~ =p~ =p~ =p~


বাক্রুদ্ধ!

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

সোহানী বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

আমি জানি আপনি বাক্রুদ্ধই হবেন... কিন্তু আশেপাশে ভিড়বেন না.. :P :P :P :P :P

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সামান্য নখের কোনা খাওয়া থেকে দেখি এলাহী কাণ্ড!!

অন্তরন্তর বলেছেন:
কত নখ খেলাম কিছুই হল না। আপনার একটু নখ কাটা দাঁত দিয়ে এমন অবস্থা!!!
আমার মনে হয় আপনার দাঁতের চিকিৎসা দরকার। বিষাক্ত দাঁত।
আপনার নাম আজ থেকে বিষ-দাঁত কন্যা। :P :P

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

সোহানী বলেছেন: হায় হায় লোকজন দেখি আমারে ডুবাইবে !!!!!!

এজন্যইতো ঘরের কথা বলতে নেই......

৩২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০

সুমন কর বলেছেন: কলমের কালি শেষ বলেছেন: নখখোর সোহানী......

হাহাহা.........

অামি কিন্তু এখনো নখ দিয়ে নখ ভাঙ্গি, দাঁত দিয়ে নয় ! :P :P

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: নখ দিয়ে নখ ভাঙ্গা !!!!!!!!! সেটাতো আরো ভয়াবহ !!!!!!!!!!!

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


হে হে হে হে শেষের বুড়ির কৌতুকটা জটিল। ব্যাপক মজা পাইছি আপা।

=p~ =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: আরে এটা কৌতুক না.... সত্য ঘটনা..........

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

বটের ফল বলেছেন: #:-S :-* B:-)

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

সোহানী বলেছেন: হায় লোকজন দেখি আমারে নিয়া মস্করা করে !!!!!!!!!!

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :-B :-B :-B :-B :-B

কংস থেকে সোমেশ্বরী... .. . রুপবতী

:-P :-P :-P

আমি কি এত্ত খারাপ দোস্ত!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৩

সোহানী বলেছেন: ওওও এতোদিন পর আমার লিখা দেখলেন !!!!!!!!!!!!

আপনি খারাপতো কই নাই... কইছি আপনি এ বাজে ছবি দেখলে হাসতে হাসতে শেষ হবেন.........

সোমেস্বরী কিন্তু অসলেই অসাধারন.... ২০১২ তে গেছিলামরে ভাই...

৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

উল্টা দূরবীন বলেছেন: নখের ভুখ আমারো লাগে। তয় কোনদিন আঙ্গুল ফুলে কলাগাছ হয় নাই।
অভিজ্ঞতা আর নদীর ছবির জন্যে একরাশ ধইন্যা। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২

সোহানী বলেছেন: ওওওওওওও অনেক ধন্যবাদ দূরবীন সাহেব অনেকদিন পর পোস্টটা পড়ার জন্য। তবে কলাগাছ হবে শুধু একটু বেশী খাইতে হবে আর কি !!!!!!!

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
হাবিজাবি পোস্টটায় মজা পাইসি || :)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০

সোহানী বলেছেন: হায় হায়!!!!! :`> :`> :`> :`>

৩৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: আমি ত আগে প্রায়ই এই আকাম করতাম , তবে মাঝে মাঝে ব্যথায় ভুগতাম । এত সিরিয়াস হয়নাই কখনও
B:-/ :-P

২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২২

সোহানী বলেছেন: বাঁইচা গেছেন!!!!!!!!!

৩৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

মার্টিন পাটোয়ারি কাফকা বলেছেন: ইহা সিজোফ্রেনিয়া, মানসিক চিকিৎসা প্রয়োজন। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-

ড: মার্টিন পাটোয়ারি কাফকা
সহযোগি সাইক্রিয়াটিষ্ট, ম্যাকলিন হাসপাতাল,
বেলমন্ট, ম্যাসেচুসেটস,
আহমারেক্যা।

২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৩

সোহানী বলেছেন: প্লেনের টিকেটাটা পাঠায়ে দিয়েন!!!!!!!!!!!!!!

৪০| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার বাবার বলা গল্পটা পড়ে মজা পেলাম। :) আর গল্পটা মূল বক্তব্যের সাথে লিঙ্কও করেছেন বেশ চমৎকার ভাবে।
সোমেশ্বরী নদীতে এক সময় বেশ সুস্বাদু মাছ পাওয়া যেত।
২০ নং প্রতিমন্তব্যের ছবিটা বড়ই সুন্দর!

২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫১

সোহানী বলেছেন: সোমেশ্বরী নদীতে এখনো মনে হয় মাছ পাওয়া। আমি তখন একটা জার্মান ডোনার এজেন্সিতে জব করতাম। নর্থবেঙ্গল এরিয়া আমার আন্ডারে ছিল তাই প্রচুর ভিজিট করতে হতো তখন। অনেক অনেক দূর দূরান্তের গ্রামে যেতে হতো। গ্রামের মানুষদের কাছ থেকে দেখার তখন খুব সুযোগ পেতাম। সেটা ছিল বলতে গেলে জীবনের প্রথম এরকমভাবে গভীর গ্রাম ভিজিট। আমার অসম্ভব ভালো লাগতো। মাটির গন্ধ, ধানের গন্ধ........... কি অদ্ভুত একটা জীবন। মাঝে মাঝে খুব টানে ওই জীবনটা। এক ধরনের ভালোলাগা কাজ করতো। অবাক হয়ে গ্রামের মেয়েরা আমাকে ঘিরে ধরতো। কত প্রশ্ন ছিল তাদের! সবই ব্যাক্তিগত কৈাতুহল। আর অবাক হয়ে বলতো আমি একা একা ঘুরে বেড়াই?

অনেক কথা বলে ফেল্লাম মনে হয়। বয়স হচ্ছেতো তাই মনে হয় পুরোনো স্মৃতি মাঝে মাঝে ঝালাই করি নিজের মনেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.