নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
ব্লগের এখন আলোচিত ঘটনা কি তা যে কেউই চোখ বন্ধ করে বলতে পারবে....... এভ্রিল নাকি অপু বিশ্বাস নাকি ব্লগার সাহসী সন্তান নাকি কানাডার ডিফেন্সের এ্যাসিসটেন্ট ডেপুটি মিনিস্টারের পোস্টের জন্য এপ্লিকেশান চাওয়া ........। আসুন অসাধারন ঘটনার সাধারন পোস্টমর্টেম করি এবং আমরা ম্যাংগোপিপল কিছু উপসংহারে আসার চেস্টা করি..........
মাসের পর মাস সুন্দরী প্রতিযোগীতা চলবে, ক্যাট ওয়াক কাউ ওয়াক চলবে, বিভিন্ন পর্যায়ে বুক/নিতম্ভ সহ সমস্ত শরীরের সঠিক মাপ নেয়া হবে, নাচানো হবে, কাঁদানো হবে, অর্ধনগ্ন হয়ে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলা হবে, ৩/৪/৫ তারা হোটেলে যাতায়াতে অভ্যস্থ করা হবে, ডিজে পর্টির নামে লাল পানি নীল পানিতে অভ্যস্ত করা হবে, বিভিন্ন মাফিয়াদের সাথে পরিচয় করানো হবে.... পার্ফেক্টলি তাদের প্রয়োজন মাফিক তৈরী করা হবে। অতপর: গ্রান্ড ফাইনাল বিচারকদের হাতে একখানা চিরকুট ধরায়ে দেয়া হইবে তাহাতে ১ম ২য় ও ৩য় কে হইবে তাহার নাম থাকিবে............. আর বাকিরা... থাক্ নাই কইলাম ।
কয়েক মাস ধরে চলা সুন্দরী প্রতিযোগীতা চললেও প্রাক্তন স্বামীজির কোন খোঁজ থাকিবে না ... অত:পর প্রতিযোগীতায় যে মেয়েটিকে প্রথম নির্বাচিত করা হইবে অমনি স্বামীজি বিয়ের ভিডিও ও কাবিন নামা সহ পাবলিকরে ধরায়ে দিবে.... আর আমজনতা যারপরনাই ঝাঁপায়ে পড়িবে ও মেয়েটিকে রাস্তায় নামায়ে ছাড়িবে........
সুখবর সুখবর সুখবর ........... কানাডা ডিফেন্স মিনিস্টার পোস্টের জন্য এপ্লিকেশান চাওয়া হয়েছে। যোগ্যতার বিবরন দিয়ে মাত্র ৫০০০ ওয়ার্ড লিখবেন ও জীবনভর কি কি করছেন দেশের জন্য ও শিক্ষাগত যোগ্যতার পুংখানুপুংখভাবে বর্ননা দিবেন। ভাই ও বোনেরা, এটা কানাডা। মন্ত্রীর পোস্টের জন্য দলে কত কোটি চান্দা দিসে বা কত বড় মাস্তান বাহিনী পালে বা কয়টা খুন করছে সেটা অথবা কতটা কেইস আছে তার কোন বিবরন চায় নাই। কি আফসোস.......। এইটা কোন দেশ হইলো....... তাও আবার নেক্সট প্রধানমন্ত্রীর পোস্টের জন্য দাড়াচ্ছে একজন শিখ। সময় থাকতে এ্যাপ্লাই করেন..... কানাডার মন্ত্রিত্ব পাইলে ও পাইতে পারেন। নীচে লিংক দিলাম এপ্লিকেশান পাঠানোর..
অনলাইন এপ্লিকেশান লিংক
জগমিত সিং, কানাডা, এনডিপির পরবর্তী ২০১৯ সালের প্রধানমন্ত্রী প্রার্থী
ওওও আচ্ছা আচ্ছা কি যেন বলছিলাম..... মিস ওয়াল্ড প্রতিযোগীতা। এইটাতো মিস এর প্রতিযোগীতা মিসেস এর না.... তাই যতখুশি অবৈধ সম্পর্ক রাখা যাইবে বাট নো বৈধ সম্পর্কই। যত ঝামেলা বৈধ সম্পর্ক নিয়ে....... । বিএফ বা বয় ফ্রান্ড বা লিভ টুগেদার নো প্রবলেম... ওনলি প্রবলেম কাবিননামা.........। অতপর: সাবধান সুন্দরীরা।
সকল সুন্দরী প্রতিযোগীদের বাবা ভাইদের সিঙ্গাপুর বা আম্রিকায় থাকিতে হইবে... কোন সাধারন মেয়ের ধীরে ধীরে অসাধারন উঠতে হলে আগে নিজের বাপ দাদার পরিচয় চেইন্জ করতে হবে....... তাদেরকে আগে সিঙ্গাপুর বা আম্রিকা পাঠাইতে হইবে. .....? তারপর প্রতিযোগীতায় দাড়াঁইবেন.........
কে সেরা সুন্দরী হবে সেটা ব্লগের ম্যাংগোপিপল এর দরকার আছে... আদার ব্যাপরীদের মাঝে মাঝে জাহাজের খোজেঁর দরকার হয় কিন্তু আসল কথা হলো গিয়ে এখনো দেশে জেমস্ বন্ড কিংবা মাসুদ রানার মতো বিভিন্ন মিশন হয় ও সেই গোপন মিশনে যেয়ে কেউ কেউ নিরুদ্দেশ হয়। এবং এ সূবর্ণ সুযোগে হাসান মাহবুব ভাই (হামা ভাই) এর শার্লকহোমস্ হয়ে উঠা কেউই ঠেকাতে পারবে না...............
যাহোক অভিনন্দন হাসান মাহবুব ভাই, ৫ লাখ মাইল অতিক্রম খুব সোজা বিষয় নয়।
ব্লগটি ৫০১২৮৩ বার দেখা হয়েছে!!!
হাসান মাহবুব এর পরিসংখ্যান
পোস্ট করেছি: ২৮৯টি
মন্তব্য করেছি: ৭০৯৮৭টি
মন্তব্য পেয়েছি: ৫৩৯৬৬টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১০ মাস
অনুসরণ করছি: ৮৯৪ জন
অনুসরণ করছে: ১৩৭০ জন
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪০
সোহানী বলেছেন: হাহাহাহাহা............ মাঝে মাঝে তুফান মেল চালাতে হয় নতুবা ব্লগ ঘুমায়ে পড়বে.....
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: ব্লগার ঢাকাবাসী র সাথে একদম সহমত পোষণ করছি আপু, একেবারে হক কথা, এত দ্রুত পড়েছি যে শেষে এসে মনে হল হোঁচট খেলাম, লেখা শেষ। হা হা হা
হাসান মাহবুব ভাইকে অভিনন্দন ।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সোহানী বলেছেন: আরে অল্প একটুখানি হোঁচট.... সমস্যা নাই বেশীতো আর না......।
সত্যিই হাসান মাহবুব ভাইকে অভিনন্দন । গ্রেট...........
৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালোই তো লিখছিলেন। হুট করে শেষ করে দিলেন কেন?
বাংলাদেশে 'মিস বাংলাদেশ' প্রতিযোগিতার আয়োজন না করে 'মিসেস বাংলাদেশ' প্রতিযোগিতার আয়োজন করা উচিৎ। তাহলে আমার বুড়িও একটা চান্স নিতে পারতো। আর বিয়ে হয়েছে কি হয়নি এসব নিয়ে ক্যাচালও হতো না।
ধন্যবাদ বোন সোহানী।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
সোহানী বলেছেন: হাহাহাহা............ বুঝলাম আন্টিকে নিয়ে নতুন চক্কর। নো প্রবলেম দাঁড় করিয়ে দেন শুধু জেতার পর কাবিন নামাটা হাজিন করবেন না তাইলেই সব ঠিক আছে...
৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
কাউয়ার জাত বলেছেন: আই কানাডার মন্ত্রী হইবাম চাই।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
সোহানী বলেছেন: লিংক দেয়া আছে এ্যাপ্লাই করেন............
৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩
শায়মা বলেছেন: সকল সুন্দরী প্রতিযোগীদের বাবা ভাইদের সিঙ্গাপুর বা আম্রিকায় থাকিতে হইবে... কোন সাধারন মেয়ের ধীরে ধীরে অসাধারন উঠতে হলে আগে নিজের বাপ দাদার পরিচয় চেইন্জ করতে হবে....... তাদেরকে আগে সিঙ্গাপুর বা আম্রিকা পাঠাইতে হইবে. .....? তারপর প্রতিযোগীতায় দাড়াঁইবেন.........
হা হা হা সোহানীমনি তুমি রম্য লিখলে শিবরাম ফেইল!!!!!!!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
সোহানী বলেছেন: ওরে আপুনি রে পুরা দেশটাইতো এখন রম্যমঞ্চ........ যা চলছে আর ঘটছে সবকিছুই সেই লেভেলের রম্য। শিবরাম বেচেঁ থাকলে নির্ঘাত পালাতো....
৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪
শায়মা বলেছেন: তবে কোনো কিছু বুঝিনা। সব কিছুর পরেও এভ্রিলের আত্মবিশ্বাস!!!!!!!!!!! বাপরে!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সোহানী বলেছেন: সত্যিই তাই..... নার্ভ এর উপর বুলডোজার চলেছে। দেশের সব মেয়েই এমন আত্মবিশ্বাসী হয়ে উঠুক, পুরুষতান্ত্রিক সমাজে শক্ত হয়ে দাড়িয়ে থাকুক... সবসময় এই প্রত্যাশা।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ এতকিছু একসাথে ক্যমতে ধুইতে দিলেন? ব্রাভো... চার্লি চার্লি... আলফা আলফা... হুইস্কি....
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সোহানী বলেছেন: চিয়ার্স........... চোরদের যাতে বেশি কস্ট করতে না হয় তাই..............
৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়ে মজা পেলাম।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সোহানী বলেছেন: ধন্যবাদ সম্রাট!
৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: যত ঝামেলা বৈধ সম্পর্ক নিয়ে....... । বিএফ বা বয় ফ্রান্ড বা লিভ টুগেদার নো প্রবলেম... ওনলি প্রবলেম কাবিননামা.........। অতপর: সাবধান সুন্দরীরা - ভাল বলেছেন।
আমারও তুফান মেইলই মনে হয়েছে। পাঁচ লাখের সীমানা অতিক্রম করার জন্য ব্লগার হাসান মাহবুবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
সোহানী বলেছেন: হাহাহাহা খায়রুল ভাই ... কি কমু কন আমাগো বিএফরা কোন ঝামেলা করে না করে হাবি রা....
ব্লগার হাসান মাহবুব ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
সুমন কর বলেছেন: আরে, এতো কিছু একসাথে দ্রুত বলে ফেললেন..........
পোস্টের সাথে সহমত আর +।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
সোহানী বলেছেন: যাতে পড়ার কষ্ট না হয়......... ধন্যবাদ সুমন।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি বলবো ভেবে পাচ্ছি না
মিস ওয়ার্ল্ড বা মিস বাংলাদেশি নিয়ে বলা কথাগুলোতে ধন্যবাদ আপু,
আর, পাঁচ লাখ অতিক্রম করা আসলেই চাট্টিখানি কথা না, গ্রেট
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
সোহানী বলেছেন: আরে নয়ন ভাই, এগুলা সবাই জানে শুধু মানে না।
সত্যিই পাঁচ লাখ অতিক্রম করা আসলেই চাট্টিখানি কথা না, গ্রেট হাসান ভাই...
১২| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪
মানিজার বলেছেন: সাহসী সন্তান কী তাইলে বিডি এজেন্ট আছিল ? ওরে বাপ্পস
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সোহানী বলেছেন: ...........
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০
কানিজ রিনা বলেছেন: অসাধারন একটি পোষ্ট দিয়েছ সোহানী।
সত্যকথার রম্য বেশ সুন্দর তুলে ধরেছ।
অনেক অনেক অভিনন্দন।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সোহানী বলেছেন: ধন্যবাদ আপু...........
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
মজা পেলাম.....
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
সোহানী বলেছেন: ..........
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপু,প্রতিউত্তরে শুকনো ধন্যবাদ।
এই রঙ্গে ভরা বঙ্গে,যে কত রঙ্গ দেখি !! সবাই দেখায় তাই খালি চেয়ে চেয়ে দেখি ....
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
সোহানী বলেছেন: সে আর বলতে............ সবাই দেখায় আমরা দেখি। তারপর দেখতে দেখতে কখন যে সেটার পার্ট হয়ে যাই ... জানি না।
অনেক ভালো থাকুন...........
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
যথারীতি কেউ একজনের ব্লগের মিস্ / মিসেস ফাষ্টেষ্ট রাইটার উওম্যান হয়ে উঠা অথবা লেখার বিষয় বস্তুর ভার্জিনিটি টেস্ট........ বা লেখায় রসের ভিয়েন দেয়ার রহস্যময়তা কিংবা কানাডার ইমিগ্রেশান কন্সালট্যান্ট হিসেবে আত্ম প্রকাশ,... ম্যাংগপিপলের জন্যে নতুন চাকুরির ( তাও আবার যে সে চাকুরি নয় , এক্কেরে প্রেসিডেন্টের চাকুরি ) আবেদনপত্রের জোগানদার অতপর: একের ভেতর দ্রিম দ্রিম করে ১০০ টা " হা..হা..হা.. পায় যে হাসি......." টাইপের ককটেল ছুঁড়ে তামাম ব্লগবাসিদের পিলে চমকে দেয়া পোস্ট ।
কীপ ইট আপ ।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪২
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা......... হায় আল্লাহ্ এইটা কি কইলেন ........ আমি নাই
ছোটবেলায় মা একটা কথা বলতো হরফুল মৈালা যে হতে চায় সে আসলে কিছুই হতে পারে না। এর মানে ছোট বেলায় মাকে পড়াতেন একজন মৈালভী। তাকে সব কাজেই ডাকা হতো (আগের দিনে মৈালানা বা মাস্টাররা ঘরের সব কাজ করতো)। এতে তাকে দিয়ে বাস্তবিক কোন কাজই হতো না।..... আমার অবস্থা তাই.... একের ভেতর দ্রিম দ্রিম করে ১০০ টা তারপর ফলাফল শূণ্য।
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সুন্দরী প্রতিযোগিতার নেগেটিভ দিকগুলো জানা ছিলো।
তবে, সাথে পজিটিভ দিকগুলোও দেওয়া দরকার।
সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা কেন যেন সব সময় একসাথে পাওয়া যায় না। এই প্রতিযোগিতার মাধ্যমেই বাংলাদেশে সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে জন্ম হয়, তা কিন্তু দেখিয়ে দেওয়া হয়।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩
সোহানী বলেছেন: ভালো কথা বলেছেন, অবশ্যই অনেক পজিটিভ দিক আছে। কিন্তু যেটা বললেন এই প্রতিযোগিতার মাধ্যমেই বাংলাদেশে সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে জন্ম হয় তা আমি মানতে পারছি না।
আমাদের দেশে যেখানে ৫ বছরের শিশু থেকে বোরকাধারী কেউই রেহাই পায় না সেখানে সুন্দরী প্রতিযোগিতার নামে এই মেয়েগুলোকে সোজা বাংলায় রাস্তায় নামানো হয়। যাই হোক সেটা যার যার ব্যাক্তিগত ব্যাপার রাস্তায় নামবে নাকি ঘরে থাকবে। তবে কেউ এটা সাপোর্ট দিবে কেউ দিবে না... যে যার নিজস্ব দৃষ্টিকোন থেকে এটি ব্যাক্ষা করবে।
ভালো থাকুন।
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২
প্রশ্নবোধক (?) বলেছেন: ও মোর খোদা (!) এই পোষ্ট একজন মেয়ে মানুষ লিখছে? প্রথমে বুঝতেই পারিনি।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
সোহানী বলেছেন: এইডা কি কইলেন ভাইজান লিখার যে আবার জেন্ডার আছে তাতো জানা ছিল না....... আর মেয়ে মানুষ কোন প্রজাতীয় প্রানী???
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০
গেম চেঞ্জার বলেছেন: জীএস ভাই তো একটা সারসংক্ষেপ তুলে ধরেছেন। আমি বলি কি- আপনার পোস্ট-টা একটা চপেটাঘাত! ক্ষমতার আসনে বসা মানুষগুলোর মাথায় কখনো আসে-না যারা সারা-জীবন পড়ালেখা করেনি, বাস্তবিক জীবনে প্রশাসনিক টার্মগুলোর সাথে অতোটা পরিচিত না, তাদেরকেই প্রশাসন/পরিচালনার নাটাই দিয়ে দেয়!!!!!!!!!!!!!!!!!
এর চেয়ে বড় কৌতুক আর কী হতে পারে?
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
সোহানী বলেছেন: হায় হায় গেমু, আমারেতো দেখি ৫৭ ধারায় ফাঁসাইবেন........
ভাইরে, একজন গ্রামের চেয়ারম্যানরে দেয়া হয় দেশের ফাইনান্স চালাইতে আবার এক সময়ের জলদস্যুরে দেন স্বাস্থ্যমন্ত্রনালয় চালাতে ...হাহাহাহাহা......... সত্যিই এর চেয়ে বড় কৌতুক আর কী হতে পারে? দেশ যে চলছে এটাইতো বেশী, তার আবার উন্নতির স্বপ্ন দেখেন। এদের দ্বারা জনগণের সেবা............ হাসবো না কাঁদবো? যাইহোক, ব্যাক্তিগত জীবনে এইসব মহারথিদের সফরসঙ্গী হবার সুযোগ ছিল বলে খুব কাছ থেকে দেখেছি .......... বেশি কিছু বলা যাবে না... ৫৭ ধারা.....
২০| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯
ধ্রুবক আলো বলেছেন: তুফান মেইল। পোষ্ট বেজায় ভালো লেগেছে।
দেশে একটা অসভ্য সংস্কৃতি ঢুকিয়ে দেয়া হয়েছে। এর জন্যে বন্ধু রাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি।
তবে আমাদের এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নামক নষ্টামিতে মনোযোগ না দেয়াই উত্তম।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
সোহানী বলেছেন: হাহাহাহাহা..........বন্ধু রাষ্ট্রের অবদান .......
আপনি মনোযোগ না দিলে ও পুরো জাতি এ নিয়ে দৈাড়াবে কারন আমাদের শিখিয়ে দেয়া হয়েছে কাপড় খুলে ডিজে পার্টিতে যাওয়াই স্মার্টনেস, অর্ধনগ্ন হয়ে সুন্দরী প্রতিযোগিতা নামাই আধুনিকতা..................।
অনেক ধন্যবাদ ধ্রবক।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১
ধ্রুবক আলো বলেছেন: এ সোহানি আপু, আপনি কি জানেন! এই পোষ্টের শিরোনাম পড়তে দুই মিনিট সময় লাগে
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
সোহানী বলেছেন: যাতে পোস্ট পড়ার কস্ট করতে না হয় তাই শিরোনামই সব দিয়ে দিলাম................
২২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: শিরোনাম আর পোস্ট প্রায় সমান সমান ।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
সোহানী বলেছেন: হাহাহাহাহা সেলিম ভাই.............. পোস্ট পড়ার হাত থেকে বাঁচাতে চাইলাম আপনাকে............
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০
উম্মে সায়মা বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: আরেহ এতকিছু একসাথে ক্যমতে ধুইতে দিলেন?
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
সোহানী বলেছেন: অালাদা অালাদা ডিটারজেন্ট ইউজ করেছি যে...............
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এ্যাকের ভিতরতো দুই পাইলাম, দশ কৈ ? ...........তবে যাই বলেন না ক্যানো, মেয়েটার মানষিক শক্তি দেখে আশ্চর্য্য না হয়ে পারি নি................. আর হা.মা. ভাই মনে হয় একটু ফ্রি অাছে, তাই ফাজিল পোলাপাইনের ফাজলামি নিয়া চিন্তাভাবনার সময় বাইর করতে পারছে...............
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮
সোহানী বলেছেন: আবার গুনেন, দশই পাইবেন!!
হাহাহা হামা ভাই, এটা ঠিক। সময় এবং মাথা দুইটাই এখন ফ্রি আছে মনে হয়......
হাঁ সত্যিই, কি অবস্থা থেকে এতদূর এসেছে তা তার মেয়েটার মানসিক শক্তির পরিচয় দেয়। আমি স্যালুট জানাই ওকে, আহ্ দেশের সব মেয়ে যদি এমন হতো.......
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে লেখাটি।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: ধন্যবাদ মামা..........
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪১
বিলিয়ার রহমান বলেছেন: ইহা নিছক একখানা ভূনা খিচুরি পুস্ট!
আমিও একটু স্বাদ নিয়ে গেলুম আপি!
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
সোহানী বলেছেন: হাহাহাহা.. সত্যিই খিচুড়ি পোস্ট।
আপনার খবর কি, চোর ধরতে ধরতে কি ক্লান্ত?? অনেকদিন লিখা দেখি না... নয়নতো আপনাকে খুজেঁ বেড়াচ্ছে চোর ধরার জন্য ............
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
আটলান্টিক বলেছেন: হা হা হা আপু তোমাকে ১০ এ ১৪ দিলাম।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫
সোহানী বলেছেন: বলেন কি!!!!!!!!!!!!!
এইবার সত্যিই সুইস ব্যাংকে এ্যাকাউন্ট খুলতে হবে..... আমার তোলা সুইস ব্যাংকের ছবি দিলাম ...
২৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ ! আপনি দেখিয়ে দিলেন
চেষ্টা করলে যে কেউ এত সুন্দর পোস্ট দিতে পারে।
ধন্যবাদ।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫
সোহানী বলেছেন: হায় হায় এর নাম সুন্দর পোস্ট............কি কইলেন... নেন আমার গাছের ফুল নেন....
২৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শিবরাম বেঁচে থাকলে এসব দেখে পালানোর সুযোগ পেতো না - নির্ঘাত হার্ট ফেইল করতো !
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
সোহানী বলেছেন: হাহাহাহা তা যা বলেছেন..........স্বামী বিশুদ্ধানন্দ ।
৩০| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার গাছের ফুল হয়ে অভিভূত।
ধন্যবাদ। ভাল থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২
সোহানী বলেছেন: আলী ভাইয়ের বুদ্ধি শুনে এ গাছ লাগিয়েছিলাম টিউলিপ, আসলেই খুব সুন্দর।
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
জুন বলেছেন: আমার মনে হয় এখন থেকে সৌন্দর্য্য প্রতিযোগিতায় বিবাহিত/অবিবাহিত বিষয়টি না থাকাই উচিত সোহানী ।
আমিও কি কানাডার মন্ত্রীর জন্য উপযুক্ত কিনা জানাবেন কাইন্ডলি আইমিন বুড়ি মন্ত্রী নিবে নাকি
তাহলে একটা সিভি রেডি করতাম
চমকপ্রদ একটি লেখায় অনেক ভালোলাগা ।
+
১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
সোহানী বলেছেন: সহমত! অন্য কোন দেশে সুন্দরী প্রতিযোগিতায় এটা আছে কি না আমার জানা নেই কিন্তু আমাদের দেশে আছে কারন আয়োজকদের নজরইতো দুই নাম্বার........হাহাহাহাহাহা
হায় হায় কোন কি.... সিভি রেডি করেন...............আপনি এখানে আসলেতো নির্ঘাত পর্যটন মন্ত্রী ........
অসলে কি জানেন মন্ত্রীত্ব যে একটা ৯টা ৫টা জব এটা আমাদের দেশে জানে না, এখানে আসলে বোঝা যায় জীবনে যা জেনে এসেছি সব ভুল। তবে সত্যই যে এখানে চাইলেই যে কেউই পলিটিক্স এ দাঁড়াতে পারে ও মন্ত্রীত্ব পেতে পারে।
ভালো থাকুন...........
৩২| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এভ্রিল মানে কি?
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯
সোহানী বলেছেন: এভ্রিল মানে আত্ম বিশ্বাসের একটি নাম। খুব সাধারন থেকে অসাধারন হয়ে উঠার সংগ্রামী নারীর প্রতীক। এভাবে ও বলতে পারেন বা অন্যভাবে ও বলতে পারেন..... কিভাবে এভ্রিল এর মানে দেখবেন তা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গীর উপর।
৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: সরাসরি প্রিয়তে ।
আবার আসব ফিরে ।
শুভেচ্ছা রইল
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১
সোহানী বলেছেন: ওরে বাপরে আমার এ অখাদ্য পোস্ট যে কারো প্রিয় হতে পারে!!!!! যেখানে ড:অালী ভাইয়ের গভেষনাধর্মী পোস্ট পড়ার পর অন্য কোন লিখা পড়তে ভালো লাগে না..........
৩৪| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: দারুন লিখেছেন । বিভিন্ন পদের প্রতিওগীতা উঠে এসেছে ।
টিউলিপ কি ফুটা শুরু হয়েছে ।
রেখে অআসা মন্তব্যের ইয়া বড় জবাবটা দেখতে যাওয়া হয়নি মনে হয এখনো ।
ভাল সুসংবাদ দিয়েছেন ,কানাডার মন্ত্রী হওয়ার জন্য যারা কোমর বেধেছেন তারা বর্তমানে এই পদে যিনি
আছেন তার সাথে একটু মিলিয়ে নিয়ে ৫০০০ শব্দের পারসনাল স্টেটমেন্ট লিখলে বেশ সুবিধা পাবেন ।
Current Assistant Deputy Minister (Policy), Department of National Defence
Gordon Venner joined the Department of National Defence in July 2014.
Prior to assuming his current duties, he was Assistant Deputy Minister, G8 Sous-Sherpa and APEC Senior Official, at Foreign Affairs, Trade and Development Canada.
Previously, he held the following positions within the Government of Canada: Assistant Deputy Minister for the Middle East, Maghreb and Afghanistan in the Department of Foreign Affairs and International Trade; Assistant Secretary to the Cabinet for Foreign and Defence Policy in the Privy Council Office; and Director General of the Middle East and North Africa Bureau at the Department of Foreign Affairs and International Trade. He also served as Director of the International Economic Relations Division at the Department of Foreign Affairs and International Trade where he was responsible for G8, APEC, and OECD issues.
From 2004 to 2006, he served as Canadian Ambassador to Iran. From 1996 to 2000 he was Counsellor at the Canadian Mission to the European Union.
Mr. Venner holds a Master’s degree from the London School of Economics and a Bachelor’s degree from the University of Western Ontario.
তার ধারে কাছে মিল রেখে পারসনাল স্টেটমেন্ট লিখলে চান্স হয়ে যেতে পারে কারো না কারো !!!!
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪২
সোহানী বলেছেন: আপনি আমার ফুলের নেশা ধরিয়ে এমন বিপদে ফেলেছেন, এখন প্রতি সাপ্তাহে চা্ইনিজ ফুলের দোকানে একবার হলেও ঢু মারি। অনেক ধরনের ফুল লাগিয়েছি এবার সামারে, এখনতো প্রায় সিজন শেষ। তবে এবারই মনে হয় দীর্ঘ সামার ছিল, স্টিল ১৮-২০ ডিগ্রি। শীত মনে হয় এবার দেরীতে আসবে।
হাহাহাহাহা...... ভালোই ধরিয়েছেন। কানাডায় এসে প্রথম বুঝেছি মন্ত্রীর পোস্টটা আসলে ৯টা-৫টা ডিউটি, সাথে সে বিষয়ে অগাধ জ্ঞান ও এক্সপেরিয়েন্স। প্রথম প্রথম ধাক্কার মতো লেগেছিল তাই সুযোগ বুঝে ব্লগের বন্ধুদের জানিয়ে দিচ্ছি আর নিজ দেশের পার্থক্যটা ধরিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস এভাবে একদিন না একদিন দেশের সবার মানসিকতা চেইন্জ হবে। আমি ছোট্ট একটি ঢিল হয়তো ছুড়বো সেই ঢিলটি কোন একসময় প্রবল স্রোত হবে, সেই আশায় শত ব্যাস্ততার মাঝে ও কিছু না কিছু নিয়ে হাজির হই। এটলিস্ট দেশে নেই..... কল্লা কাটার জন্য আমার কল্লা খুজেঁ পাবে না........হাহাহাহাহা
৩৫| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লাগলো আপনার লেখাটি। ধন্যবাদ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ অনন্য দায়িত্বশীল ভাই/আপু.........
৩৬| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছোট্ট অথচ চমৎকার রসময় !!
অনেকটা ঝড়ো ইনিংসের মত!!
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০২
সোহানী বলেছেন: হাহাহাহাহা কই ছিলেন আপনি....... আপনাকে ব্লগময় খুঁজে ফিরছি!!!!!!!
৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমার কমেন্টটিকে ভুল বুঝবেন না, প্লিজ।
আমি বলেছি 'দেখিয়ে দেওয়া হয়', 'জন্ম হয়' বলিনি।
সত্যি করে বলুন তো বাংলাদেশের আর কোন প্লাটফর্মে সৌন্দর্য ও বুদ্ধিমত্তা এক সাথে আছে, তা সরাসরি পুরো দেশের সামনে তুলে ধরা হয়?
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? তাই কি?
নাকি নাটক / সিনেমা'র কথা বলবেন? সেটাও তো নয়?
আর কোন মাধ্যম?
আর?
আপনিও ভালো থাকুন নিরন্তর।
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯
সোহানী বলেছেন: একটু ডিপই যাই... এখন বলুন, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা এক সাথে বা একই প্লাটফর্মে প্রয়োজন কেন? একমাত্র এ ধরনের প্রতিযোগীতায়ই তা দরকার, অন্য কোথাও না কিন্তু।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য নয় কিন্তু বুদ্ধিমত্তা দরকার। নাকি নাটক / সিনেমা'র সৌন্দর্য দরকার কিন্তু বুদ্ধিমত্তা দরকার নেই। আর বাকি সব মাধ্যমেই বুদ্ধিমত্তারই বেশী দরকার।
যাই হোক, এধরনের প্রতিযোগীতা যখন অন্য দেশে হয় তখন এর আদ্যোপ্রান্ত অত্যন্ত পরিচ্ছন্ন ও সন্মানযোগ্য উপায়ে করা হয় কিন্তু আমাদের দেশে???
সত্যপথিক ভাই, আমার খুব আপনজন এরকম এক প্রতিযোগীতায় অংশগ্রহন করেছিল, তার এক্সপেরিয়েন্স এর কথা শুনে ভয় পেয়েছি.......।
যাহোক আমাদের দৃষ্টিভঙ্গী আগে চেইন্জ করতে হবে তারপর অনেক কিছুই সহজ হবে।
অনেক অনেক ভালোথাকেন..........
৩৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
হাসান মাহবুব বলেছেন: আপনার পোস্টটা সেদিন দেখে মন ভালো হয়ে গেছিলো। অনেক কিছু বলতে ইচ্ছে করছিলো। কিন্তু এখন সময় প্রতিকূল। সময় আমাকে সময় দেয় না। ভালো থাকবেন সোহানী, প্রাণবন্ত থাকবেন এখনকার মত।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
সোহানী বলেছেন: সরি মন্তব্য করলে ২৮ শে অক্টোবর কিন্তু দেখলাম ১৬ নভেম্বর।
অাপনি ছিলেন এবং আছেন সেটাই অনেক বড় কিছু। মাঝে মাঝে সত্যিই সময় প্রতিকূল থাকে, তখন চাইলে ও কিছু করার থাকে না। তারপরও উকি দিয়েছেন, ভালো লাগলো।
হাহাহাহা..... আমি কিন্তু সবসময় প্রাণবন্ত থাকি সেটা যেকোন স্থানেই হোক বা যেকোন পরিস্থিতিতে হোক..
অনেক ভালো থাকুন প্রিয় লেখক।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮
ঢাকাবাসী বলেছেন: তুফান মেলের বেগে ধাবমান লেখাটি পড়ে মজা পেলুম, আপনাকে ধন্যবাদ।