নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

এইবারের মতো বাচাঁন............. :( :( :(( :((

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:৪০

এটি সাময়িক পোস্ট। মাইনকার চিপায় আছি বইলা দু:খে পোস্ট দিলাম। সলিউশান পাইলে ডিলিট বাটন......................... :(( :(( :((


সামু যেভাবে বিদ্যুতের মতো আসে আর যায় ভয়ে আছি কখন জানি পার্মানেন্ট লোডসেডিং দেখা দেয়। সামু ব্লগে গত তের বছরে প্রায় শ এর উপর লিখা আছে । যার কপি করার কখনো প্রয়োজন মনে করিনি। কারন এতোদিনে বিশ্বাস ছিল সামু কখনো বন্ধ হতে পারে না। কিন্তু সকল ভাবনাকে অতিক্রমের বাস্তবায়নের রিহার্সেল দেইখা আপাতত ভয়ে আছি কখন যে ফিউজ কাইটা যায়।

যাহোক, প্যাচাল বন্ধ! এখন বলেন কেমনে এ লিখাগুলান কপি করুম। টেকি ভাইয়েরা বুদ্ধি বিলান। আর্কু সহ যাবতীয় টেকি ভাইয়েরা জায়গায় দাড়াঁয়ে আওঁয়াজ দেন। বরই পেরেশানের মধ্যে আছি। :( :( :(

মন্তব্য ৭৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রিহার্সেল দেইখা আপাতত ভয়ে আছি কখন যে ফিউজ কাইটা যায়।
.....................................................................................................
সমাধান একটাই,
সব কপি করে নিজ মেইলের ড্রাফট মুডে নিয়ে নিন ।

০৪ ঠা জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সোহানী বলেছেন: কিন্তু একটা একটা করে কপি করার মতো টাইম নাই…. সর্টকাট কিছু চাই...

২| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিও আছি মহাশংকায়। আমার ১১০০ পোস্ট। দেড় হাজারের বেশি কবিতার অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। :(

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:০০

সোহানী বলেছেন: কবি ভাই… সেই কারনেই আগে বলছিলাম কবিতার বই বের করেন। অন্তত ভালো কিছু থাকুক....

দেখি টেকি ভাইরা কিছু বলে কিনা।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্যালারিতে বসলাম। :)

টেকিগো আইডিয়া জানার জন্যি :)

আমি ব্যাকাপ রেখেছিলাম প্রথম ভিপিএন দিয়ে ঢুকার সময়ই।
সব সিরিয়ালি ওয়ার্ডে সেভ করে রেখে দিয়েছি। গুগল ড্রাইভ, মেইল, পেন ড্রাইভ, ডিভিডি রাইট
সব পদ্ধতিতেই এক কপি করে রেখেছি ;)
আমার কাছে তো যক্ষের ধনের চেয়ে দামী :) তাই

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:০৪

সোহানী বলেছেন: বিগু, এটা সহজ সমাধান বাট টাইম কই?? কাল রাতে তোমাগো লিখা না পড়ে ১০/১২ টা পোস্ট সেইভ করেই টায়ার্ড। বাকিগুলো কেমনে করবো????


যক্ষের ধনের চেয়ে দামী বলেইতো টেনশানে আছি …...

৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১২:০১

তারেক_মাহমুদ বলেছেন: যাদের পোস্ট সংখ্যা বেশি তাদের জন্য লেখা কপি করে রাখা কঠিন কাজ।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:০৫

সোহানী বলেছেন: তাহলে চাঁদগাজি আর রাজিব নুর ভাইয়ের কি হবে!!!!!!!!!!!!!!

৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১২:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এই বিষয়ে পোস্ট দিচ্ছি... একটু ওয়েট করো

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:১৭

সোহানী বলেছেন: আচ্ছা আর্কু, লিখা একবারেই ব্যাকআপ নেয়ার বিষয়ে ৭/৮ বছর আগে একটা লিখা পড়েছিলাম ও ব্যাকআপ নিয়েছিলাম। কিন্তু কিভাবে তা মনে নেই। একটা সফটওয়ার ছিল। যদিও এখন সে ব্যাকআপ হারিয়েছি বাট সলিউশানটা খুব কাজের ছিল। তুমি একটু খুজেঁ দেখলে পেয়ে যাবা।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: না কপি করার দরকার নাই। কিচ্ছু হবে না।

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:১৭

সোহানী বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক…..

৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ২:২৮

ডঃ এম এ আলী বলেছেন: মনে হয় কপি করার প্রয়োজন হবেনা । 'জীবন যখন যেমন, তখন তেমন করে' কথাবার্তা বললে আর কারো গায়ে জ্বালানী ধরানোর
মত অহেতুক সুরসুরী না দিলে সামু জীবনেও বন্ধ হবেনা । কেও সহজে চায়না নীজের গায়ে অপবাদের তকমা নিতে । যাহোক, তার পরেও কপি করে রাখা ভাল । যদিও সামুতে আমার লেখালেখির পরিমান খুবই কম, তার পরেও লেখাগুলিকে কিভাবে সহজে কপি করে রাখা যায় সে বিষয়ে আমি নীজেও চিন্তিত । দেখা যাক, কপি করে রাখার বিষয়ে আমাদের বিশেষজ্ঞ বাহিনী কি পরামর্শ দেন ।
শুভেচ্ছা রইল

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:২৮

সোহানী বলেছেন: প্রিয় আলী ভাই, 'জীবন যখন যেমন, তখন তেমন করে' কথাবার্তা বলেও কূল পাওয়া যাচ্ছে না। আমিতো বলেছি দরকার হলে তেলের পাইপ নিয়ে সাপ্লাই দেয়া হবে তারপরও সামু টিকে থাক। কিন্তু সামুর উপর কূনজর এড়ানো সত্যিই কঠিন। যাহোক আপনার মতো আমার প্রত্যাশা সামু কখনই বন্ধ হবে না। আগে দেশের বাইরে থেকে ঝামেলা হয়নি কিন্তু গতকালই টের পেলাম কোথা থেকেও ঢুকা যাচ্ছে না তখনই মাথায় চিন্তাটা ভর করছে। আশা করা যায় আমাদের বিশেষজ্ঞ বাহিনী পরামর্শ নিয়ে আসবে শীঘ্রই।

আর এ্যাপোলজি, এই মূহুর্তে নিজের জান বাচাঁনোর চেস্টার কারনে কোন লিখা পড়ার সময় পাচ্ছি না। জান বেচেঁ গেলে আবারো ঝাঁপিয়ে পড়বো আশা করি….

৮| ০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৪:১৪

পদাতিক চৌধুরি বলেছেন:

অত চিন্তা করবেন না আপু। যেভাবে আছেন এভাবেই কেটে যাবে। পার্মানেন্ট লোডশেডিং আমরাই হতে পারি কিন্তু সামু বিদ্যুতের বেগে আসা যাওয়া করবে। কাজেই দুশ্চিন্তা করার কারণ নেই। আপনার পোস্ট 100 থেকে হাজার হোক এই কামনা করি।

অফুরান শুভেচ্ছা প্রিয় আপুকে।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:১০

সোহানী বলেছেন: পদাতিক ভাই, তাই যেন হয়। বহত দু:খে পোস্ট দিসিরে ভাই। নিজের এতো বছরের লিখাগুলো অকালে হারাতে চাই না।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:৩০

প্রতিফলন বলেছেন: আট দশ আইডি মিলে শচারেক পোস্ট আর গোটা পঞ্চাশ ড্রাফট; কপি পেস্ট উপায় নাই; শর্টকাট চাই। X((

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:১১

সোহানী বলেছেন: হায় হায় এইটা কি কইলেন!!!!!! আট দশ আইডি!!!!!!!!!!!!!!!

১০| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৯:২৬

জুন বলেছেন: আমারও একই অবস্থা সোহানী। কাল বসে বসে আমিও তাই ভাবছিলাম :(
কোন বুদ্ধি পাইলে আমাকেও জানাইয়েন।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: আপুরে সবাইতো দেখি কপি পেস্টের বুদ্ধি দেয়.... এর বাইরে কোন টেকি বুদ্ধি কেউই দিতে পারছে না।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৯:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



আপুনি,
আমিও খুব টেশনে ছিলাম। এবার কপি করে রেখে দেব। তবে কোন মাধ্যমে কপি করা নিরাপদ তা জানি না। আপনার পোস্টের কমেন্টগুলো পড়েছি; আরো সাজেশন দেখবো। কপি করে রাখার কোন বিকল্প নেই।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৭

সোহানী বলেছেন: সত্যিই কা্ওসার ভাই, সবাইতো দেখি একটাই পথ বাতলে দিচ্ছে। আপনি কপি করা শুরু করেন। ওয়ার্ডে সেইভ করে রাখেন। আমি শুরু করেছি।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: সোহানী,



সবচেয়ে সোজা পথ হলো, পোষ্ট ধরে ধরে কপি করে ওয়ার্ড পেজে রাখা । একটা একটা পোস্ট খুলবেন, শুধু কার্সার দিয়ে মূল লেখা কপি করে , ওয়ার্ডে জাষ্ট পেষ্ট করে দেবেন। একটু সময় লাগবে। দিনে ৩/৪টা কমপক্ষে করতে পারবেন, সময় তেমন বেশি লাগাতে না চাইলে। আমার প্রায় সব লেখাই সেভাবে সেভ করে রাখা আছে।( আর্কিওপটেরিক্স মনে হয় অন্য পথ বাৎলাতে পারবে)

এখন বুঝতে পেরেছেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে কত হাঙামা? আগে থেকেই যদি দাঁতগুলো ঘসেমেজে রাখতেন তাহলে এখন পেরেশানীতে পড়তে হতোনা। ;)

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: দাঁতের মর্যাদা দিই বলেইতো এতো টেনশান। সময়ের আগেই ডেন্টিস্ট এর রেগুলার চেক আপ.....। তাইতো আগে থাকতেই ডিফেন্স তৈরীর চেস্টা।

ভাইরে আমি যদি আপনার মতো লিখার পরেই কপি করে রাখতাম তাহলে আমি আহমেদ জী এস হতাম... সোহানী হয়ে আক্কেল দাঁতের ব্যাথার পর ডেন্টিস্ট দৈাড়ানোর ভয়েই পোস্ট দিতাম না।;) ;) ;)

যাইহোক, কপি করা ছাড়া কোন বিকল্প তো দেখছি না...............

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট দিলাম :)

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৪

সোহানী বলেছেন: তুমিতো নাকে সরিষার তেল লাগায়ে ঘুমাতে বল্লা। কিন্তু ঘুমতো আসছে না ;) ;) ;)

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: দুঃখজনক !!! X((

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৫

সোহানী বলেছেন: সত্যিই দুঃখজনক..................

১৫| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই জন্যই বলি সেলিম ভাই এখন থেকে দুই চারটা কবিতা লেখে আমারদের সাপ্লাই করে দিবেন; যাতে করে ভবিষ্যতে একাই কষ্ট করে ১১০০ পোষ্ট সেফ করতে না হয় :)

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা...... এইটা তুমি ভালো বল্লা। এভাবে সাপ্লাই দিলে আমরাইতো দু'চারটে বই বের করতে পারতাম নিজের নামে.............

১৬| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছে, " তাহলে চাঁদগাজি আর রাজিব নুর ভাইয়ের কি হবে!!!!!!!!!!!!!! "

-ব্যাক-আপ করার কোন প্ল্যান আমার নেই!

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:১৯

সোহানী বলেছেন: ঠিক আছে গাজী ভাই সেটা যার যার পছন্দ।

১৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:


সামু যদি নিজের থেকে বন্ধ না হয়, সরকারের লোকেরা উহাকে বন্ধ করে রাখতে পারবে না।

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:২০

সোহানী বলেছেন: আমি ও তাই বিশ্বাস করি মনে প্রানে।

১৮| ০৫ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: সম্ভবত আপনি অবহিত যে আগামী ৬ ও ৭ জুলাই শনি ও রোববার ৯ ডাউস রোডে টরন্টোর রয়েল কানাডিয়ান লেজিওন হলে ১৩তম টরন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে । বেলা ১১টায় মেলা শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। মেলায় র‌্যালি, সাহিত্য আলোচনা, কবিতা, অতিথি পর্ব, সংগীত ও বইয়ের স্টল থাকবে। আশা করি আমাদের সামুর লেখক হিসাবে মেলায় উপস্থিতি থাকবেন , আমাদেরকে ছবি দেখালে প্রিত হব।

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:২১

সোহানী বলেছেন: অবশ্যই যাবো। তবে আপনি কি আসছেন?

১৯| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কোনো সমস্যা হবে না আপু। ধীরেধীরে করো। এছাড়া কোনো উপায় নেই :(

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:২২

সোহানী বলেছেন: হুম তবে হাসান বেশ কিছু উপায় বলেছে.............। দেখি শুরু করি।

২০| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৫

নীল আকাশ বলেছেন: আপু,
পোস্ট ড্রাফটে নিয়ে এক এক করে কপি করা ছাড়াও আরেকটা অপশন আছে। বেশ কিছু ব্রাঊজার আছে সেখানে রিডিং মোডে পড়ার সুযোগ আছে। এখানে মাউজ দিয়ে ড্রাগ করে যেকোন লেখা কপি করে নিতে পারবেন। যেমন শাওমির মোবাইলের বিল্ট-ইন ব্রাঊজার। ব্যাকআপ এমএস ওয়ার্ড বা যেকোন ওয়ার্ড প্রসেসরে রাখতে পারেন। তবে তার আগে ডিভাইসে কিছু প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করে নিবেন। বেস্ট হবে অভ্র ইন্সটল করে নিতে পারলে। তাহলে কিছু বাংলা ফন্ট এমনিতেই পেয়ে যাবেন।
খুবই দ্রুত নিজের সব লেখার ব্যাকআপ রাখুন। নিজে বাঁচুন, তারপর ব্লগের কথা ভাবুন।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:২৪

সোহানী বলেছেন: বুঝলাম কিন্তু আকাশ ভাই সমস্যা আমার নিজের। এতো ব্যবস্ততার মাঝে সময়ই দিতে পারি না। তারপরও চেস্টা করবো।

অনেক ধন্যবাদ।

২১| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৫

হাবিব বলেছেন: এত কষ্ট কেন ভালোবাসায়............. :|

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:২৬

সোহানী বলেছেন: সে আর বলতে স্যার.......................

২২| ০৬ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৫০

নাহিদ০৯ বলেছেন: আমি আমার মতো করে হালকা একটা সমাধান দিচ্ছি। জানিনা কতটুকু কার্যকর হবে।

১. মোজিলা ব্রাউজারে এই এক্সটেনশান টা ইনস্টল করে নিন। এতে করে আপনি সহজেই লিখা কপি করতে পারবেন।

২. ফ্রি কোন ব্লগ প্লাটফর্ম এ নিজের নামে একটা পারসোনাল ব্লগ সাইট খুলে নিন। আমি সহজ এবং উত্তম সমাধান হিসেবে wordpress.com এর নাম দিতে পারি। এখানে একটা নিজের ওয়েবসাইট/ব্লগ সাইট খোলা খুবই সহজ বিষয়। এবার আপনার পোস্টগুলো এতে তারিখ অনুসারে প্রতিদিন পোস্ট করতে থাকুন।

৩. আপনার লিখা wattpad.com সাইটে নিয়ম করে প্রতিদিন পোস্ট করতে পারেন। এখানে লিখাগুলো সাজিয়ে সিরিজ বুক বা ইবুক করতে পারবেন। এখানে বেশ বড় অংকের পাঠক থাকে। তাই টায়ার্ড হয়ে গেলে নতুন করে আবার প্রনোদনা পাবেন এদের কাছ থেকে।

*** লিখা ব্যাকাপ রাখার যত শর্টকাট মেথড আছে তাদের ওখানে RSS লিংক দিয়ে কাজ করতে হয়। আমাদের এই ব্লগে মনে হয় RSS ফিড লিংক আর দেয় না। তাই শর্টকাট মেথড আপাতত ইউজার এন্ড থেকে হচ্ছে না কোনভাবে।

আপনাদের নাম ভুলে যাচ্ছি দিন কে দিন। আগে ৫০ জনের নাম বলতে পারলেও এখন সর্বসাকুল্যে ২০-২৫ জনের নাম বলতে পারবো না দেখে। আপনাদের কেউ এসব জায়গায় আসলে আমাকে এখানে ক্লিক করে জানাবেন প্লিজ। আমিও আপানাদের লিখা পড়ার জন্য মুখিয়ে থাকি।

০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৫৫

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাহিদ বিষয়টি নিয়ে ভাবার জন্য ও সমাধানের পথ বাৎলে দেবার জন্য।

তোমার হোয়াটস্ আপ সেইভ রাখলাম কিন্তু আমারই ঠিক নেই আসার। হাজার ঝামেলার মাঝে খুব কঠিন হয়ে যায়।

অনেক ভালো থাকো।

২৩| ০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৩৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনার রেসিস্ট, সেক্সিস্ট, ডিস্ক্রিমিনেটরি, অ্যারোগ্যান্ট পোষ্টগুলো সেইভ না করলেও হবে।

০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭

সোহানী বলেছেন: এইতো এইতো ভালো বুদ্ধি বাতলে দিলেন B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৪| ০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ, এবার আমি মেলায় আসতে পারছিনা ।
শরীর ভাল যাচ্চেনা, এর ঘাটে ঘাটে কিছু কিছু ব্যামু ভর করেছে ,
ক্ষনে ভাল ক্ষনে মন্দ , ছেলে মেয়ে আর বৌ এর সাথে নিত্য চলে দন্ধ ,
দুরের যাত্রা বলতে গেল বন্ধ , কি আর করা দুর থেকেই শুকব এখন গন্ধ ,
একেই বলে কপাল মন্দ , কথা ও কাজেও নাই কোন ছন্দ ,
তাইতো আপনার নিকট হতে ছবি চাওয়াই হল পছন্দ ,
সেসব দেখেই এখন মনে হয় পেতে হবে আনন্দ ।

শুভেচ্ছা রইল

০৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩০

সোহানী বলেছেন: দূরের যাত্রা বন্ধের জন্য যুদ্ধ চললে কিছুদিন না হয় ঘরে বসেই লিখেন। সামুর বর্তমান এ টানাপোড়ায় আপনার মূল্যবান লিখা খুব জরুরী। পাঠক আবার সক্রিয় হবে।

বইমেলা থেকে মাত্রই ফিরলাম। ছবি দিলাম আপনার জন্য। ইউএসএ থেকে কয়েকজন লেখক দেখলাম এসেছেন। তবে মূলত যারা এবার বই বের করেছেন তারাই স্টল সাজিয়েছেন। আসলে এখানে ইউএসএ এর মত জমজমাট কিছু আশা করা যায় না। এমনিতেই লোকজন কম তারউপর তেমন প্রচারনাও দেখিনি। আপনি না বললে তো জানতামই না।



০৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪১

সোহানী বলেছেন: হায় হায় আবারো সব ছবি উল্টা... :(( :(( :(( :(( কেন যে এরকম হয় ??/////

২৫| ০৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
টরের্টো বই মেলার ছবি দেখে খুশী হলাম ।
হায় হায় করতে হবেনা , ঠিক করে দিলাম ।
বাচ্চাদের জন্য স্টল নাকি খুব সমৃদ্ধ হয়েছে।




২৬| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৪

সোহানী বলেছেন: সমৃদ্ধ বলা ঠিক হবে না। 3/4 টা স্টল সাথে বাচ্চাদের গোটা কয়েকটি বই.....। তারপর ও উদ্যোগটি অসাধারণ। সাথে বোনাস কবি আসাদের স্বকন্ঠে আবৃত্তি। শেষে গান। যা আমার বয়ফ্রেন্ড খুব এনজয় করেছে। আমি 10 পযর্ন্ত থেকে চলে এসেছিলাম। সে শেষ করেই বাড়ি ফিরেছে।

২৭| ০৯ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:
এই দুর বিদেশে বাচ্চাদের বই এর ৩/৪টি স্টল বলেন কি,
একে সমৃদ্ধ না বলে কি উপায় আছে । উদ্যোগটাই বড় কথা
বই এর প্রতি বাচ্চাদের চাহিদা থাকলে পরের বার আরো বেশি
স্টল ও বই উঠবে মেলায় । আপনি ভাগ্যমান কবি আসাদের
স্বকন্ঠে আবৃত্তি শুনেছেন । আমিউ তার কবিতা
তখন মানুষ ছিলাম শুনছি আর এ মন্তব্য লিখছি ।
আপনিউ ক্লিক করে শুনতে পারেন । আপনার অনুনোধ রেখেছি
পোষ্ট একটা দিয়েছি । মেলা এনজয় করেছেন শুনে ভাল লাগল।
শুভেচ্ছা রইল

১১ ই জুলাই, ২০১৯ রাত ১০:০২

সোহানী বলেছেন: ৩/৪টি বাচ্চাদের বই এর স্টল নয় টোটাল ৩/৪ টা স্টল। তারপরও এনজয় করেছি এবং আমার বাচ্চারাও আনন্দ পেয়েছে। উনার কবিতা আমার প্রিয়। অনেক ধন্যবাদ লিংকের জন্য। অফিসে আছি, বাসায় যেয়ে আরাম করে ছেলে সহ শুনবো। আমার ছেলে বাংলা একাডেমিতে ক্লাস করার সময় অনেক পুরস্কার নিয়েছেন উনার হাতে। ওর সেটা মনে পড়ে খুব আনন্দ পেয়েছে।

আপনার চমৎকার লিখাটি ট্রেনে যেতে যেতে পড়েছি লাইক দিয়েছি কিন্তু মন্তব্য করা হয়নি। কারন ছেলেকে বলেছি আমার সাথে পড়তে। ও পড়ার পর মা ছেলে মন্তব্য করবো এক সাথে। অনেকদিন পর আপনার লেখা পেয়ে ভালোলাগছে। আমি চাই না এমন লিখা হারিয়ে যাক। তাই আবারো........... প্লিজ বই বের করুন!!

২৮| ১১ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: মেলার প্রভাব কেমন দেখলেন।

১১ ই জুলাই, ২০১৯ রাত ১০:০৫

সোহানী বলেছেন: সেটা বলা মুশকিল। কারন আমি একটু এ জগৎ থেকে দূরে। এখানে একটা গ্রুপই আছে এসব নিয়ে জড়িত ও কাজ করেন। উনারাই এখানে বাংলা কালচার ধরে রেখেছেন। আসলে ব্যাক্তিগত এতো বেশী ঝামেলায় থাকি যে এ জগতের সাথে জড়িত হতে পারি না চাইলে ও...। হয়তো ভবিষ্যতে অংশগ্রহন করবো।

অনেক ভালো থাকেন।

২৯| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৪

আখেনাটেন বলেছেন: সোহানীপা কিতা কয়?

খালি ডর দ্যান ক্যারে?????? :((

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

সোহানী বলেছেন: ডর দ্যাহাইলাম ক্যারে?????? ক্যামতে কি কইলাম????

নাট ভাই, আপনার অসাধারন সব কাহিনী পড়া শেষ কিন্তু কোনই মন্তব্য করতে পারি না। ওই একই কারন, ট্রেনে যাইতে আসতে চিপায় দাঁড়ায়ে পড়ি। কোনরকমে মোবাইলটা দুই আঙ্গুলে ধইরা রাখি, তিন নাম্বার আঙ্গুল দিয়া টাইপ করার যায়গা হয় না। কি করুম কন, গরীব মানুষ গার্মেন্টেস এ কাম করি। সক্কাল সক্কাল উইঠা চিড়া গামছায় বাইন্ধা দৈাড় দেই। তারপর রাইতে আইসা যা কামাই দা দিয়া ভাত রান্ধি......... :((:((:((:((। টাইম নাই অন্য কিছু করার...................

৩০| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৪

মা.হাসান বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আমিও আছি মহাশংকায়। আমার ১১০০ পোস্ট।
ভাবির জন্য সমবেদনা।
৷প্রতিফলন বলেছেন: আট দশ আইডি মিলে শচারেক পোস্ট আর গোটা পঞ্চাশ ড্রাফট; কপি পেস্ট উপায় নাই; শর্টকাট চাই। X((
মুখ হা, আলজিভ দেখা যায় এমন ইমো হবে।

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনার রেসিস্ট, সেক্সিস্ট, ডিস্ক্রিমিনেটরি, অ্যারোগ্যান্ট পোষ্টগুলো সেইভ না করলেও হবে।
ম্যাওপ্যাও বাদ গেল কেন?
সোহানী বলেছেন:... সাথে বোনাস কবি আসাদের স্বকন্ঠে আবৃত্তি।

হাদিয়া হিসেবে পান এবং পপ ফিল্টার ছিল আশা করি।
সোহানী বলেছেন:... যা আমার বয়ফ্রেন্ড খুব এনজয় করেছে।
গুড্ডুর মা আমাকে মুখপোড়া বলেই ডাকে, মুড ভালো থাকলে মিনসে।

২৬ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৫

সোহানী বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আমিও আছি মহাশংকায়। আমার ১১০০ পোস্ট।
ভাবির জন্য সমবেদনা। ......... হাহাহাহা। কবি বেচারাদের ভাবীরা সত্যিই দু:খে থাকে এসনিতেই। কোথ্থেইকা কার যে তারা প্রেমে পরে তার ইতিহাস নাই। সাথে ১১০০ পোস্ট এর ধাক্কা।

৷প্রতিফলন বলেছেন: আট দশ আইডি মিলে শচারেক পোস্ট আর গোটা পঞ্চাশ ড্রাফট; কপি পেস্ট উপায় নাই; শর্টকাট চাই। X((
মুখ হা, আলজিভ দেখা যায় এমন ইমো হবে। ......... ওর লাইগাইতো পোস্টু দিলাম। বুঝলানা মিয়া...........

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনার রেসিস্ট, সেক্সিস্ট, ডিস্ক্রিমিনেটরি, অ্যারোগ্যান্ট পোষ্টগুলো সেইভ না করলেও হবে। .... হেহেহেহেহে রেসিস্ট, সেক্সিস্ট, ডিস্ক্রিমিনেটরি, অ্যারোগ্যান্ট এর সজ্ঞা শেখার লাগবো ভাইজান এই জ্ঞ্যায়ানীগো কাছ থেইকা :P :P :P

সোহানী বলেছেন:... সাথে বোনাস কবি আসাদের স্বকন্ঠে আবৃত্তি।.. কবির কন্ঠে আবৃত্তি আগেও শুনিছিলাম। চমৎকার ভরাট কন্ঠ।

সোহানী বলেছেন:... যা আমার বয়ফ্রেন্ড খুব এনজয় করেছে। সোহানীর যখন ভারো মুডে থাকে তখন বয়ফ্রেন্ড আর খারাপ মুডে হাড়ঝালানী :P :P :P :P :P :P

গুড্ডুর মা আমাকে মুখপোড়া বলেই ডাকে, মুড ভালো থাকলে মিনসে।............ হায় হায় এইটা কি হইলো।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: ছবিটা দারুণ হয়েছে। এক ছবি দিয়েই প্রতিকূল পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দিয়েছেন!
আমার তো ৪৩৭টা পোস্ট। এতগুলো পোস্ট এক একটি করে কপি করে কোথাও স্থানান্তরের এনার্জী নেই। আর বাছ বিচার করে কোনটাকে বাদ দিতেও ইচ্ছে করে না।
পার্মানেন্ট লোডশেডিং আমরাই হতে পারি - পদাতিক চৌধুরি এর এ কথাটা (৮ নং মন্তব্য) যে কত সত্য! :(
২৪ নং মন্তব্যে ডঃ এম এ আলী এর ছড়াটি বেশ হয়েছে! :)
পোস্টে প্লাস + +

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৯

সোহানী বলেছেন: প্রিয় খায়রুল ভাই, একমাত্র আপনিই আমার এ ছবিটার মর্ম বুঝতে পেরেছেন। আমি ভেবেছিলাম পাঠককূল ছবি নিয়েই বেশী কথা বলবে কিন্তু বুঝলাম তারা আমার দেয়া ছবি ভালেঅ করে তাকিয়েই দেখনি।...............

অনেক ধন্যবাদ লিখাটা ও সকল মন্তব্য পড়ার জন্য। আমি জানি আপনি দেরী করে আসেন সব কিছুই কুড়িয়ে নিতে ... :-B :-B

হায় হায় "পার্মানেন্ট লোডশেডিং আমরাই হতে পারি - পদাতিক চৌধুরি এর এ কথাটা (৮ নং মন্তব্য) যে কত সত্য! :( ".... পার্মানেন্ট লোডশেডিং নয় টেম্পোরারি লোডশেডিং আপাতত:। কারন আর কিছুই নয় সব দোষ সামারের.....। সারা সাপ্তাহে অফিস করে বাকি দুইদিন ঘোরাঘুরি...। আর এ ঘোরাঘুরির জন্য যে কি পরিমান পেইন নিতে হয় তা বলার নয়। দূরে কোথাও সারাদিনের জন্য যাওয়া মানে খাবার থেকে শুরু করে সব কিছু গোছানো। অার ছানাপোনাদের এতো বাহানা সামাল দিতে যেয়ে পেরেশান। ব্লগে ঢুকবো কখন???? ...

আর আলী ভাই সবসময়ই ভিন্ন কিছু। আমার যদি কোন সাহিত্য পদক দেবার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে প্রতি বছরই বাছাই করতাম... হায় সে ক্ষমতা যে নেই B:-)

গত সাপ্তাহের চেরী পিকিং এর একটা ছবি দিলাম..... অসাধারন। দারুন এনজয় করেছে বাচ্চারা....

৩২| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১:৫৭

আনমোনা বলেছেন: সোহানী আপা, আপনার এই পোষ্ট যখন প্রথম দেখি তখনো আমি ব্লগে একটি শব্দও টাইপ করিনি। তাই লেখা কপির চিন্তা থেকে আমি মুক্ত ছিলাম। আমি টেনশনে পরেছিলাম কিভাবে এবং কোথায় আমার প্রিয় লেখক/লেখিকাদের খুঁজে পাবো।

সামু এখন ভালোই চলছে। তবু অনুরোধ, লেখার কপি রাখবেন, টয়লেটে ড্রেইন হতে দিবেননা। লেখালেখি যদি অব্যাহত রাখেন, আমরা পাঠকেরা আপনাদের ঠিকই খুঁজে নেব।

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ২:২১

সোহানী বলেছেন: সেটাইতো খুঁজছি ভাই, সর্টকাট পথ কপি করার..........

লেখালেখি অব্যাহত রাখার চেস্টাইতো ১২ পার করে দিচ্ছি সামুতে...............

৩৩| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১:০৭

ডঃ এম এ আলী বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল
জীবন হোক ত্যগের মহিমায়
পরিবার পরিজনসহ আনন্দঘন

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ২:২১

সোহানী বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা প্রিয় লেখক।

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৬

শায়মা বলেছেন:

৯. ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ৮:৩০

প্রতিফলন বলেছেন: আট দশ আইডি মিলে শচারেক পোস্ট আর গোটা পঞ্চাশ ড্রাফট; কপি পেস্ট উপায় নাই; শর্টকাট চাই। X((



হা হা হা হা প্রতিফলন!!!!!!!!!!!!!

প্রতিফলনের মাইর খাওয়ার শখ হয়েছে আপুনি!!!!!!!!!!!!!!! :P

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫

সোহানী বলেছেন: অারে মাইর খাবে কেন গো.... এইটাইতো স্বাভাবিক। বরং আমার মতো যাদের একটা করে ব্লগ আইডি সেটাই অস্বাভাবিক :P:P

৩৫| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১১

শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক আপুনি!!!!!

তুমি কি জানো কে এই প্রতিফলন!!!!!!


:) :) :)

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

সোহানী বলেছেন: তোমার বহুমুখী প্রতিভায় মুগ্ধ..........

যেহেতু বইটি পড়িনি তাই প্রতিফলনের রহস্য উন্মোচন করতে পারিনি। তবে ধারনা করতে পারি মাত্র.........

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: তোমার ঠিকানা দিও। পাঠিয়ে দেবো!

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৪

সোহানী বলেছেন: ঠিক আছে দিবো......

৩৭| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি নাবালক, কি বলার আছে

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৯

সোহানী বলেছেন: কিছু বলতে হবে না শুধু নিজের সম্পদ সেইভ রাখবেন..........

৩৮| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: আমি জানি আপনি দেরী করে আসেন সব কিছুই কুড়িয়ে নিতে ... - ঠিকই ধরেছেন। আমি তাই করে থাকি। আমার কোন তাড়াহুড়ো নেই। সবার শেষে আসলে সবার কথাগুলো পড়ে নেয়া যায়।
এত সুন্দর করে কথাটা বলার জন্য আন্তরিক ধন্যবাদ। :)

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: সত্যিই তাই। আপনার বিশ্লেষনী মন্তব্য খুব ভালোলাগে। হায়, কবে যে এমন অঢেল সময় পাবো ... আর্লি রিটায়মেন্টে যেতে হবে।... কিন্তু জীবনের এ সময়ে সময় বের করা খুবই কঠিন। তারউপর সামার বলে ঘোরাঘুরির উপরেই আছি।

অনেক ভালো থাকেন সবসময়ই।

৩৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

বোকামানুষ বলেছেন: এই ঝামেলা কবে শেষ হবে?? প্রিয় ব্লগে ঢুকতে হয় চোরের মত ভিপিএন ব্যবহার করে অন্য দেশে অবস্থান দেখিয়ে :( :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৯

সোহানী বলেছেন: সামু হয়তো তৈলাক্ত নীতিতে মন্ত্রী মহোদয়কে ম্যানেজ করার চেস্টায় রত!! ;) আর আমরা চিল্লাপাল্লা করে করে টায়ার্ড :(( :((

৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখে গেলাম B-))

টুকি ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫১

সোহানী বলেছেন: টুকি আর্কু...... :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.