নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

সাকিবের বিরুদ্ধে কিছু হিংসুটে বোর্ড মেম্বারের ডিসিশান আমরা মানি না

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:০৫



লিখাটা লিখেছিলা, ২০১৪ এর জুলাইতে। সময়ের প্রয়োজনে আবারো মনে করিয়ে দিলাম সবাইকে........

পোস্ট লিংক ... সাকিবের বিরুদ্ধে কিছু হিংসুটে বোর্ড মেম্বারের ডিসিশান আমরা মানি না

পুরোনো সে লিখাটি.....

কিছু হিংসুটে, পরশ্রীকাতর বোর্ড মেম্বারের ডিসিশান দিল যে সাকিব খেলতে পারবে না আর আমরা ১৮ কোটি লোক তা মেনে নিব... ফাজলামী নাকি। সাকিবের দোষ, সে বলেছিল রাগের মাথায়....... তারপর ক্ষমা ও চেয়েছে। অথচ তাকে কোন কিছুরই সুযোগ না দিয়ে কয়েকটা হিংসুটে পরশ্রীকাতর বোর্ড মেম্বারের ডিসিশান দিল আর আমরা মেনে নিলাম... এটা কোন সভ্য দেশে হতে পারে না।

সাকিবের দোষগুলো কি তা একটু দেখি....

১) সে বিদেশের মাটিতে খেলে কোটি কোটি টাকা আয় করে তাই সেটা দেড় বছরের জন্য নিষিদ্ধ।

২) আন্তর্জাতিক খেলা থেকে বাদ দিলে ছাগল গরুদের পারফমেস এর খারাপটা কেউ বলতে পারবে না।

৩) তার সুন্দরী বউ শাহরুখ খানের সাথে পোজ দেয় ...... কেন বোরকা পরে না আর আমার মহারথীরা জুতার তলা ক্ষয় করে ও শাহরুখ দুয়ারে ও যাইতে পারে না।

৪) সাকিব এড করে বহুত টাকা কামায় তাদের এই ভোতা চেহারায় কেন কেউ তাদের ডাকে না..... ইত্যাদি ইত্যাদি।

অনেক রাগের মাথায় পোস্টটা করলাম..... কেমনে রাগ কমাবো এই স্টুপিটদের শয়তানি দেখে । আরে ছাগলেন বাচ্চা নিজে আগে সাকিবের মতো হয়ে দেখা দেন ভ্যান ভ্যান করিস। সাকিব যে এ দেশের সম্পদ সেটা বোঝার ক্ষমতা ও তোদের নাই। বুকের পাটা থাকলে সাকিবরে শাস্তি দিলে আকরাম খানরে ও শাস্তি দে কারন সাকিব তো তার অনুমতি নিয়ে বাইরে গেছে.....

দূ:খিত, ব্লগে এই প্রথম এতো খারাপ ভাষায় লিখার জন্য।

মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাকিবেরও ভুল আছে, আফগানের শেহজাদও এশিয়া কাপে ফিক্সিং এর এমন অফার পেয়ে আকসুকে জানিয়েছিলো। সাকিব জানায়নি! কেনো জানায়নি সে নিজে ভালো জানে।
তবে বোর্ডের বিরুদ্ধে, অধিকার, সুযোগ সুবিধা নিয়ে আন্দোলনের পরপরই এই বিষয় সামনে আসা বা শাস্তি কাকতাল নাকি ষড়যন্ত্র বুঝতে পারছি না। যেটাই হোক, সাকিবকে কয়েকমাস মাঠে পাচ্ছি না; এটা আমাদের জন্য দুঃখজনক!

৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৪

সোহানী বলেছেন: ভাইরে, সাকিব দেশের সম্পদ। ভুল ভ্রান্তি সবাই কম বেশী করে তারপর তার বিরুদ্ধে শাস্তি দেবার আগে অনেক কিছুর আগে দেশের কথা মাথায় রাখা উচিত। আর যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা যে কেমন তা আমরা সবাই কম বেশী জানি।

সব শেষ কথা সাকিবকে হারাতে চাই না কোনক্রমেই।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



চাঁদগাজী ভাই কোথায়? দেশটা তো আসলেই গাধার পিঠে সওয়ার হয়েছে। সোহানী আপা, পৃথিবীর হেন কোনো খেলোয়ার নেই যাদের কাছে অনৈতিক প্রস্তাব আসে না! এটি সাকিব আল হাসান কে অফ করার অপরাজনীতি। - এটি বোঝার জন্য বাংলাদেশের অপ সাংবাদিকদের প্রয়োজন নেই, ঢাকা শহরের তেজগাঁ শিল্প এলাকার দিন মুজুুর বাদলও জানে কি থেকে কি হয়েছে!


৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৬

সোহানী বলেছেন: সেটাইতো কথা। আর কত সহ্য করবো রে ভাই, আরতো ভালো লাগে না।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:০৯

মাহমুদুর রহমান বলেছেন: রাগের মাথায় পোষ্ট করেছেন তাই ভালো হয় নি।
মাথা ঠান্ডা করে পড়ে নিবেন একবার।

৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৮

সোহানী বলেছেন: পোষ্টটা ২০১৪ সালের...........। মাথা ঠান্ডার পরিবর্তে আরো গরম হচ্ছে।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৩

ভুয়া মফিজ বলেছেন: দোষ সাকিবেরও আছে।
সাকিব আমারও অত্যন্ত পছন্দের একজন ক্রিকেটার। কিন্তু একটা জাতীয় দলের অধিনায়ক, বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার, ক্রিকেট বিশ্বের প্রতিটি কোন থেকে খেলে আসা একজন খেলোয়ার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার করা আইন কেন মানবে না? এই অবহেলার জন্যও ওর শাস্তি পাওনা। এই পর্যায়ে এসেও ওকে ওর দায়িত্বের কথা কেন মনে করিয়ে দিতে হবে? ও কি এখনও ইমম্যাচুউর?

বাদ দেন। এটা নিয়ে এখন আর কথা বলে লাভ নাই। নিজের ভুল স্বীকার করেই আইসিসির শাস্তি মেনে নিয়েছে ও।

‘জুয়াড়ির' সঙ্গে সাকিবের ‘গোপন' যোগাযোগসাকিব জুয়াড়ির তথ্য গোপন করেছেন ‘তিনবার'!

৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:১০

সোহানী বলেছেন: তারপরও ভাই সাকিবতো সাকিব। আমি ওর অন্ধ ভক্ত। সবকিছু বিবেচনা করে এ শাস্তি অনেক বেশী বলেই আমার কাছে মনে হয়।....

লিখাটা পড়তে গেলাম.........

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৮

ভুয়া মফিজ বলেছেন: লিঙ্ক কাজ করছে না কেন, বুঝলাম না। আবার দিলাম,

‘জুয়াড়ির' সঙ্গে সাকিবের ‘গোপন' যোগাযোগ

সাকিব জুয়াড়ির তথ্য গোপন করেছেন ‘তিনবার'!

৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:১১

সোহানী বলেছেন: এবারও লিংক কাজ করছে নারে ভাই..............

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩১

ভুয়া মফিজ বলেছেন: এইটা আর ৫ নাম্বারটা মুইছা দ্যান পিলিস! লিঙ্কে ভুতের আছর পরছে। পরশু হ্যালোউইন তো! এইটা মনে হয় তারই প্রভাব। :(

৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:১৪

সোহানী বলেছেন: আসলেই হ্যালোউইন এর প্রভাব। তারপরও লিংক কাজ করে নারে ভাই।

যাইহোক, হ্যালোউইন আমার প্রিয় ফ্যাস্টিভাল। আমিও পোলাপানের সাথে চকলেট ভিক্ষা করতে বের হই। তারপর ভাগাভাগির সাথে মারামারি করি............হাহাহাহাহা

৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর্ন্তজাতিক ষড়যন্ত্রের সাথে দেশীয় ক্ষোভ যোগ হয়েছে ।
লুঘু অপরাধে গুরুদন্ড !!!

................................................................................
বাংলাদেশ ক্রিকেটে বড় ধাক্কা,
.................................... পরিচিত শত্রুদের চোখে মুখে চাপা উল্লাস

৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:১৬

সোহানী বলেছেন: তা আর বলতে রে ভাই.............। বহুত দু:খে আছি।

দেশের বাইরে থাকি বলে বলছি, বাংলাদেশ বললেই সবাই দুইটা নামই চিনে ও বলে, ১) ইউনুস ২) সাকিব।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: পাপন বাহিনীর রোষানলে পড়ছে সাকিব। ওরা অন্যান্য খেলোয়ারদেরও বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে লাগতে যেয়োনা, লাগলে কপালে খারাবি আছে। নইলে দুই বছর যাবৎ আইসিসির খবর নাই, ক্রিকেট বোর্ডের সাথে একটু মনোমালোন্য হওয়ার পরই আইসিসির ঘুম ভাংলো কিভাবে? বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে এই পাপন গংদের হটাতেই হবে।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৯

সোহানী বলেছেন: বাংলাদেশের ক্রিকেট বাঁচাতে এই পাপন গংদের হটাতেই হবে।.........

এ সত্যটা সবাই বুঝে কিন্তু কোন রহস্যে এখনো সে ক্ষমতায় সেটাই আমার প্রশ্ন..........।

কেমন আছেন সাদা ভাই, অনেকদিন পর...

৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসব তও বাইরের.
ভেতরের ভূত ভাবছে অন্রটা।
ভারত েতও সবটােই কব্জায় নিয়েছে। খেলাটাই বাদ যাবে কেন?
সামনে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে তাদের হীনমন্যতা তাদের বিজ্ঞাপনেই তও প্রকাশিত!
তাই রিস্ক না নিতেই কি তাদের পোষ্য আইসিসির কর্মকর্তা দিয়ে এত নাটক?
সাকিব ম্যাচে থাকলে একটা বগি ফ্যাক্টর! সো এটা রিমুভ করে দিলে বাকীটা জলভাত!

ভাদা পক্ষরা আবার এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে ;)
ট্রানজিট দিয়ে দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দখোনেওয়ালাদের জ্বলে!
পুরা দেশের বুক চিড়ে এফোর ্ওফোর ট্রানজিট দেনে ওয়ালাদের বুক জ্বলে!
পদ্মা তিস্তা সহ ৫৪ নদী মারার পরও ফেনরি পানি যারা দিয়ে আসে তাদের বুক জ্বলে!!!!!!!! X(

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০২

সোহানী বলেছেন: চুপ চুপ চুপ...... ভারত বিরোধী কথা বললেইতো গায়ে জ্বালা ধরে। আমি বুঝলাম না এরা কি নিজের ভালোও বুঝে না????

পাপনমুক্ত ক্রিকেট চাই.......
পাপনমুক্ত ক্রিকেট চাই.......
পাপনমুক্ত ক্রিকেট চাই.......
পাপনমুক্ত ক্রিকেট চাই.......

১০| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
আমার ভীষন খারাপ লাগছে।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

সোহানী বলেছেন: সত্যিই তাই রাজিব ভাই।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এটা শেষ পর্যন্ত একটা খেলা।
'ক্রিকেট' দেশ ও জাতির উন্নয়নের হাতিয়ার নয়।দেশকে গৌরবান্বিত করার জন্য খেলা ছাড়াও আর অনেক মাধ্যম আছে।
ইউরোপ আমেরিকার বায়ার'রা নিশ্চয় আমাদের ক্রিকেট খেলা দেখে গার্মেন্টস পোশাকের অর্ডার দেয় না। সৌদি মালয়েশিয়া নিশ্চয় আমাদের ক্রিকেটারদের দেখে শ্রমিক নেয় না।

খেলাধুলা দিয়ে যদি জাতির উন্নতি হত তাহলে ব্রাজিল হত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৫

সোহানী বলেছেন: এটা বলে কি বোঝাতে চাইলেন রাজীব নূর ভাই বুঝলাম না। ক্রিকেট একটা খেলা তাই পাপন গং এইটা নিয়ে নয়ছয় খেলবে। এইটাই বুঝাইতে চাইলেন????????????????

১২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১২

নীল আকাশ বলেছেন: বোর্ডের বিরুদ্ধে, অধিকার, সুযোগ সুবিধা নিয়ে আন্দোলনের পরপরই এই বিষয় সামনে আসা বা শাস্তি কাকতাল নাকি ষড়যন্ত্র বুঝতে পারছি না। সাকিবকে কয়েকমাস জাতীয় দলে না পাওয়াটা আমাদের জন্য ভয়ংকর সংবাদ।

ঠাকুরমাহমুদ বলেছেন: সোহানী আপা, পৃথিবীর হেন কোনো খেলোয়ার নেই যাদের কাছে অনৈতিক প্রস্তাব আসে না! এটি সাকিব আল হাসান কে অফ করার অপরাজনীতি। - এটি বোঝার জন্য বাংলাদেশের অপ সাংবাদিকদের প্রয়োজন নেই, ঢাকা শহরের তেজগাঁ শিল্প এলাকার দিন মুজুুর বাদলও জানে কি থেকে কি হয়েছে! - এটাই হলো আসল কাহিনী, এত দিন এই সব অনুসন্ধান কোথায় ছিল?

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬

সোহানী বলেছেন: সেটা আর বলার অপেক্ষা রাখে না আকাশ ভাই। কেন তাকে বাদ দেয়া হয়েছে এ মূহুর্তে তা উপরের অনেক মন্তব্যেই উঠে এসেছে।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২

কিরমানী লিটন বলেছেন: এটা পাপনের প্রতিহিংসার ফল। প্রধানমন্ত্রীর এতে সায় ছিল। সাকিবের জনপ্রিয়তা প্রধানমন্ত্রীর অহমে লেগেছে। সাকিবের উচিত ছিল আওয়ামীলীগ না হয়ে বাংলাদেশ হওয়া। কিন্তু সে আওয়ামীলীগ হতে চেয়েছিলো। যার ফল এখন সে পেলো। তবে এটাও সত্য আওয়ামীলীগ একটা বেয়াদবের মেশিন। ভালো মানুষও গুলো এখানে এলেই বেয়াদবে পরিনত হয়। সাকিবের ক্ষেত্রেও তার ব্যাত্যয় ঘটেনি।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮

সোহানী বলেছেন: ভাই যাই হোক। সাকিবের এতে কিছু যায় আসে না। সে চাইলেই ভারতের হয়ে খেলতে পারে, আওয়ামীলীগার হয়ে খেলতে পারে, ব্রিটিশ হয়ে খেলতে পারে। কিন্তু আমরা হারাবো একটা সম্পদ।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫০

মা.হাসান বলেছেন: হরতাল চলছে, চলবে।
খেলা দেখা আপাতত বন্ধ।
হরতাল সফল করতে আমাকে বিকাশ/পেপালের মাধ্যমে সাহা্য্য করুন।

**কয়দিন পর পর আপনার শুনি রাগ ওঠে, আর রাগের মাথায় পোস্ট দেন। রাগ শরীরের জন্য খারাপ, তবে ব্লগের জন্য ভালো, আমরা কিছু পোস্ট পাই।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১১

সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহাহা............ আমি হাসি বন্ধই করতে পারছি না।

শোনেন হাসান ভাই, আমি যে কি পরিমান বিজি তার নমুনা শুনলে আপনি মাথায় হাত দিবেন। তাই ব্লগে লিখতে পারি না। কিন্তু যখন এসব দেখি তখন মাথার চান্দিতে আগুন ধরে। তখন সেটা ঠান্ডা করার জন্য বাধ্য হয়ে ব্লগে লিখি। ও পরে মুছে দেবার প্রমিজ করি। কিন্তু দু:খের বিষয় এ পর্যন্ত কোন রাগই মাথা থেকে পায়ে নামাতে পারিনি তাই পোস্টগুলাও ঝুলতে থাকে বছরের পর বছর।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০

মা.হাসান বলেছেন: আমরা যখন ইসকুলের ছাত্র সে সময় ইন্টার স্কুল স্পোর্টস বলে একটা ব্যাপার ছিল। থানা পর্যায়ে স্কুল ভিত্তিক খেলা, এখান থেকে ভালো করলে জেলা পর্যায়ে যেত এসব।

আমাদের ক্লাসে ৩/৪ জন ছিল, এরা যে খেলায়ই খেলতো, ভালো করতো। ভলিবল, ফুটবল,হ্যান্ড বল - সব টিমেই এরা চান্স পেত। আসলে খেলাটা রক্তে মিশে ছিল, যে একটা খেলায় ভালো, অন্য খেলায়ও তার ভালো হবার সম্ভবনা থাকে।
আমাদের মাননীয় পাপন সারের ক্যাসিনো এবং ফিক্সিং খেলায় অনেক দক্ষতার কথা জানা আছে। উনি বাকি সব খেলায়ও ভালো করবেন বলে বিশ্বাস রাখি। ওনাকে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন পদে দেখতে চাই।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১২

সোহানী বলেছেন: পাপন স্যারকে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন পদে দেখতে চাই।...........হাহাহাহাহাহাহাহা.......

পাপন স্যারকে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন পদে দেখতে চাই।...
পাপন স্যারকে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন পদে দেখতে চাই।...
পাপন স্যারকে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন পদে দেখতে চাই।...

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আদ্দপের আওয়ামীলীগ কিনা এক বেদ্দপকে দিয়া বিজ্ঞাপন বানাইল-'ভরসা রাখুন নৌকায়'। :P :P

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

সোহানী বলেছেন: হাহাহাহা.......... আপাতত: নৈাকা মেরামতের কাজ চলছে.....:P :P

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাকিবের এরোগেন্স ছিল এটা সত্য। তবে ২০/২১ বছরে কোটি টাকা হলে সবারই মনে হয় এটিটিউব প্রবলেম হয়...

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

সোহানী বলেছেন: ভাইরে সব চুলায় যাক...... এরকম জলজ্যান্ত পারফর্মেন্সকে কিক মারা কি কাজের কাজ????

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪

প্রামানিক বলেছেন: আমার কিছু বলার নাই, শুধু দেখে যাচ্ছি।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৫

সোহানী বলেছেন: দেখতে দেখতে চোখতো অন্ধ হয়ে যাচ্ছে।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাকিবরে ভালোবাইসা একটু স্ট্যাটাস লিখছিলাম আপি মানুষ ধুইয়া দিতাছে

যত্তসব দলকানা লোক :(

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৬

সোহানী বলেছেন: সেই জন্যইতো কইলাম পা চাটা ভালো ও স্বাস্থ্যকর :P :P

২০| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



আপু, চমৎকার বলেছেন।
"তার সুন্দরী বউ শাহরুখ খানের সাথে পোজ দেয়। কেন বোরকা পরে না!".. ….... হাসলাম অনেক। তয় পাপন তো এতো জেলাস হওয়ার কথা না, সে তো মাইয়া মানুষ নয়!!

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৭

সোহানী বলেছেন: আরে ধূর সেতো আছে ক্যাসিনো আর তাবেদারীর হিসাব নিকাশ নিয়া, এসবরে দিকে তাকানোর সময় নাই।

২১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ধ্রুবক আলো বলেছেন: ভুয়া মফিজ ভাই কি লিঙ্ক জানি দিল জাউক গা, সাকিব তো জামালপুরের ডিসি না যে লিঙ্ক দিলেই ফেসে যাবে।
সাকিবের যদি অন্য কোন দোষ থাকে সেটা আলাদা কথা কিন্তু যে কারনে তাকে শাস্তি দিচ্ছে তা পুরো ভোগাস, অতিরিক্ত, আইসিসি'র অন্যায় অবিচার।

এই বিচার মানি না। সাকিব জাতির গর্বিত সন্তান।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৭

সোহানী বলেছেন: এই বিচার মানি না। সাকিব জাতির গর্বিত সন্তান।
এই বিচার মানি না। সাকিব জাতির গর্বিত সন্তান।
এই বিচার মানি না। সাকিব জাতির গর্বিত সন্তান।
এই বিচার মানি না। সাকিব জাতির গর্বিত সন্তান।

২২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

আখেনাটেন বলেছেন: লঘুপাপে গুরু দন্ডের জন্য পাপন্দার হাত থাকলেও অবাক হমু না।

ভারতের মেইনস্ট্রিম সব কয়টা পত্রিকা অত্যন্ত গুরুত্ব সহকারে এই নিউজ ছাপিয়েছে। সেখানে ভারতীয়রা পর্যন্ত আইসিসির প্রতি বিসিবি'র প্রতি বিরাগ দেখাচ্ছেন। ভারতেও সাকিবের ভক্ত অনেক।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

সোহানী বলেছেন: আপনি দেশের বাইরে থাকেন, নিশ্চয় বাংলাদেশ বললেই ড:ইউনুস আর সাকিবের নাম সবাই বলে.....??? আর ভারত কেন সবাই সাকিবের প্রশংসা করে। আমার আফ্রিকান কলিগ ও সাকিবকে চিনে। আমাকে বলে ইউ আর ফ্রম সাকিব'স কান্ট্রি.....

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: স্বচ্ছতার সাথে নিয়ম নীতি মেনে ন্যায়ানুগ শাস্তি দিলে কারো কিছু বলার ছিল না। এখন তো শোনা যাচ্ছে, যে আইনের বলে সাকিবকে শাস্তিটা দেয়া হলো, সাকিব যখন এ অপরাধ করেছিল, তখন নাকি এ আইনটাই ছিল না। আর থাকলেও, এতদিন পরে এসে সে আইনটার কথা মনে পড়লো কেন, দাবী দাওয়া উল্থাপন করেছে বলে?
ওনাকে (পাপন কে) বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন পদে দেখতে চাই - (১৫ নং মন্তব্য) - হা হা হা , হ্যাঁ তাই চাই! :D
আখেনাটেন বলেছেন: ভারতেও সাকিবের ভক্ত অনেক - কথাটা সত্য। আমি ক্রিকইনফো'র অনেক প্রতিবেদনের কমেন্টে ভারতীয়সহ বিশ্ববাসী ক্রিকেটামোদীদের সাকিবের প্রশংসা করে লেখা মন্তব্য পড়েছি।

পাপন-দূষণ মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাই।

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৩

সোহানী বলেছেন: "পাপন-দূষণ মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাই।"

কিন্তু এমনটার আশা আমরা বছরের পর বছর করে আসছি। কিন্তু কিছুতেই কিছু হবার নয়। সাকিবের সাথে যোগাযোগ করেছে, সাকিব কি সায় দিয়েছে???? না দেয়নি, তাহলে এরকম শাস্তির মানে কি???????

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২

শায়মা বলেছেন: আমিও মানিনা।

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৪

সোহানী বলেছেন: হাঁ, সত্য। কিন্তু তারা আমাদের মানা না মানার ধার ধারে না।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: পাপন কে সরিয়ে দেয়া উচিৎ। খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে দলের সমূহ ক্ষতি উনি করেছেন। সাকিব নিয়ে চক্রান্ত ক্ষমার অযোগ্য।

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৫

সোহানী বলেছেন: এইটাইতো কবি ভাই আসল কথা। রাজনীতি ঢুকাতে ঢুকাতে কি পর্যায় গেছে তা আর বলতে।....

পাপন-দূষণ মুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাই।...................

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩

বলেছেন: সাকিবের দোষ আছে কি না??

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৭

সোহানী বলেছেন: প্রিয় ল ভাই, সাকিবের দোষ আছে কি নেই সেই বিচার করবে যারা তাদেরতো আগে দোষ মুক্ত হওয়া দরকার। কিন্তু হঠাৎ করে যেভাবে সব কিছু করেছে তাতেতো মনে হচ্ছে কোথায় যেন কিন্তু আছে।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
সাকিইব্বারে ধোয়ে তুলসি পাতা করতে যেও না আপু। হেতে মাথায়ও কিন্তু মগজটগজ আছে, রেগে গিয়ে ছেলেটা যে বারাবাড়ি করে নাই সেটা ভাল। তা নাহলে আরো দীর্ঘমেয়াদি শাস্তি পেয়ে বসতো। তার নিরবতা কিছুটা হলেও তার পাপের সাক্ষী দিচ্ছে৷


আমরা বরং চলুন একটু মিলাদ-টিলাদের আয়োজন করি। আপনার ঐদিকে মিলাদ-টিলাদের আয়োজন হলে একটু নক কইরেন৷শেষ বয়সের টান বলে একটা কথা আছে তো বুঝেনই। ;)

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৯

সোহানী বলেছেন: হ্যাঁরে ভাই, মিলাদতো দিতেই হয় আজীবন বহিস্কার সহ দেশ থেকে যে বহিস্কার করে নাই সেটাইতো ভাগ্য।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৯

অভি চৌধুরী বলেছেন: আপনা চিন্তা শক্তি খুব বেশি সংকির্ণ। আপনার দেশ মানুষ রাজনীতি খেলা এসবের উপর কোন মেধা নেই, আমার বিবেচনায় মেয়েরা ছেলেদের তুলনায় বিবেচনায় প্রখর হয়,এবং তাই সত্য। কিন্তু সারা ব্লগ জুড়ে আপনাের নির্মম অন্ধত্বতা নজর কাড়ে। আপনার উচ্চ অবস্থান অনুযায়ী মন্তব্য করুন কথা বলুন,অযথা অস্থিরতা পরিহার করুন। সামুকে সহযোগীতা করুন, ব্লগারদের ব্লগিং করার সুযোগ দিন। শান্ত থাকুন।

ধন্যবাদ

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২২

সোহানী বলেছেন: যে ভাই, একটা স্কুল খুলেন চিন্তা শক্তি বিস্তৃত করার স্কুল। ভর্তি হই আর নিজেকে আপনার লেভেলে পৈাছানোর চেস্টা করি ;)

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: দুঃখজনক। মাঝখান থেকে দুবছরের জন্য বাংলাদেশ বাঘা একজন খেলোয়াড় হারালো।

৩১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৩

সোহানী বলেছেন: সেটাই সায়মা, খুব দু:খজনক।

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: এতদিন কোন রাজনীতি বিদকে এই দায়িত্বে রাখা অনুচিৎ। ব্যালেন্স নষ্ট হয়ে যায় । নান্নু আকরাম তারা কি স্বচ্চন্দে কাজ করতে পারেন একজন যদি পাপন হয়। আর নাহলে সব রাজনীতিবিদ হোক ।।। ।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৫

সোহানী বলেছেন: ঠিক কবি ভাই। সবখানে রাজনীতি টানতে কেন হবে। যেখানে খেলা সেখানো খেলেঅয়ারই রাখা উচিত। কেন পাপনের মতো লোকজন ছড়ি ঘুরাবে দিনের পর দিন।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আপু আমার এত রাগ হইছে যে ভাবছি বাংলাদেশের খেলাই দেখব না আর।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: কি করবো ভাই। দেশের বাইরে থাকি বলে অপমান লাগে। ইন্ডিয়ানগুলা দাঁত বেড়ে হাসে আমাদের নিয়ে।

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

জুন বলেছেন: সাকিবের জন্য আন্তরিক শুভকামনা রইলো সোহানী। আবার বীরের বেশে ফিরে আসুক সেই প্রত্যাশায়।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭

সোহানী বলেছেন: আপু, সে অপেক্ষায় আছি। নিশ্চয় ফিরবে।

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৩

করুণাধারা বলেছেন: এটা একটা মেসেজ- আন্দোলনকারী যেই হোক না কেন তাকে কঠোর হস্তে দমন করা হবে; ফলে ভবিষ্যতে কোন আন্দোলনকারী জন্মাবে না। সাকিব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, শাস্তি তাকে পেতেই হবে। :(

আমাদের মানা না মানায় তাদের কি বা আসে যায়!

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯

সোহানী বলেছেন: আমাদের মানা না মানায় তাদের কি বা আসে যায়!........... সত্যিই ও তো তাই।

কঠোর হস্তই দেখলাম শুধু আমাদের বেলায়..........। সেকারনেই শাস্তিই পাচ্ছে।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৫৯

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: আপনার ক্রিকেট জ্ঞাণ অতি সীমিত। আইসিসি আওয়ামীলীগের অঙ্গসংগঠন নয়। আওয়ামীলীগের মন্ত্রী আইসিসি'র প্রেসিডেন্ট থেকেও টিকতে পারেনি 'ডোডো' মগজের জন্য। তবে পাপনমুক্ত বিসিবি চাই এই অংশের সঙ্গে একমত। বাংলাদেশ ক্রিকেটের সমস্ত কলঙ্কময় ইতিহাস এই পাপন যুগে! সাবের হোসেন থাকলে আজ এই দিন দেখতে হতো না।
''সব কিছু আজ নষ্ট ছাগুদের অধিকারে''
ব্লগেও গিজগিজ করছে,

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪১

সোহানী বলেছেন: ভাইজান, আমার ক্রিকেট জ্ঞান নিয়া আফনের এতাে চিন্তার দরকার নাই। ওইটা দিয়া আমি টাকা কামাই না।

যাই হোক, পাপনমুক্ত বিসিবি চাই।

৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৯

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার সোহানি,
সাকিব কাণ্ডে আমার সবচেয়ে যেটা আশ্চর্য লাগলো সেটা হলো যে একটা দেশের ক্রিকেটবোর্ড তাদের সেরা প্লেয়ারকে বাঁচাবার চেষ্টা করছে না ! আরেকটা জিনিস আমি কোথাও দেখলাম না যে আইসিসির পাতানো খেলা, জুয়াড়িদের সাথে সম্পর্ক বিষয়ে ক্রিকেটারদের জানবার জন্য আমাদের বোর্ড কি করেছে । আমাদের অনেক ক্রিকেটারই খুব কম বয়স্ক আর তাদের পড়াশোনাও এতো না যে তারা এই ধারা উপধারাগুলো নিজেরা পরেই বুঝে নেবে । এটা ঠিকঠাক তাদের জানানো মানে এই জুয়াড়িরা তাদের এপ্রোচ করলে তারা কি করতে পারবে আর কি করতে পারবে না এগুলো নিয়ে ক্রিকেটারদের জন্য কোনো আলাদা ওয়ার্কশপ ধরণের কিছু কি ইহ জন্মে বোর্ড করেছে ? সেটা জানতে পারলাম না আমি কোনো জায়গা থেকেই । আমাদের ক্রিকেট বোর্ডের কর্তারা মনে হয় পাওলো রসির ঘটনা জানেই না । ১৯৮২ -র বিশ্বকাপ ফুটবলের আগে পাতানো খেলার দায়ে জেল খাটা পাওলো রসিকে ইতালির প্রেসিডেন্টের ব্যক্তিগত উদ্যোগে সাজার মেয়াদ কমিয়ে জাতীয় দলে খেলার সুযোগ দেওয়া হয়েছিল । সেই বিশ্বকাপ ইতালি জিতেছিল আর পাওলো রসি হাইয়েস্ট স্কোরার হয়ে গোল্ডেন বুটও পেয়েছিলেন।এখানে মূল পয়েন্টটা হলো নিজের সেরা প্লেয়ারের জন্য বোর্ডেকে চেষ্টা করতেই হবে । আমাদের দেশ হয়েছে হবুচন্দ্র রাজার আর গবুচন্দ্রের দেশ । কোথায় নিজেদের সেরা প্লেয়ারকে বাঁচাবার চেষ্টা করবে তাতো নাই উল্টো তার বিরুদ্ধে লেগেছেন আমাদের সভাপতি সাহেব !! সেলুকাস কি বিচিত্র এই দেশ ! এই পরিচয় আর বদলালো না আমাদের হাজার বছরেও । আমি সাকিবের ফ্যান না ।কিন্তু এই ব্যাপারটা লেজেগোবরে করার দায়ে এই পাপন সাহেব কখন গদি ছাড়বেন সেটা দেখার অপেক্ষা করছি । লেখার দাবি দাওয়ার সাথে একমত ।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

সোহানী বলেছেন: ঠিক ঠিক নাইমুল ভাই, এই একই কথাই আমরা সবাই বলতে চাই। এরকম একজন প্লেয়ারকে বাঁচানোর জন্য সবাই চেস্টা করবে নাকি তাদের প্রতিশোধ প্রতিহিংসা চরিতার্থ করবে। সাকিব শুধু জানায়নি, আর কি চিখু করেছে??? না করেনি, তাহলে এ শাস্তি কেন??

কারন অঅর কিছুই না, ব্যাক্তিগত প্রতিহিংসা. ব্যাক্তি স্বার্থ দেশ থেকে অনেক অনেক বড়। আবার আরেকজনকে দেখলাম কি সব লন্ডন মন্ডন নিয়ে টাবাটানি করছে। এরা এতোটা অন্ধস যে সাধারন হিসাব ও চোখে দেখে না।

আর পাপন??? কে কবে ক্ষমতা ছেড়েছে??? যতক্ষন না পাছায় কষে লাথি দেয়া হয়েছে তার আগ মূহুর্ত পর্যন্ত সব ষড়ন্ত্রনের ত্রুটি রাখে না এরা............।

চমৎকার ভাবে কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.