![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যু হবে কোন এক কালবৈশাখির দিনে
ঠান্ডা হাওয়ার স্রোতে আমার আত্না ভেসে যাবে শরীর ছেড়ে
আমি তাকিয়ে তাকিয়ে দেখবো বিদ্যুৎ ঝলকানি
কানে বাজবে সেই গুড় গুড় আওয়াজ
আমার শরির ঠান্ডা হয়ে যাবে
ঠিক বৃষ্টিতে ভিজলে যেমন হয়
আকাশের কালো আমার চোখে এসে ভর করবে
আর সাথে থাকবে সব হারানো কৃষকের হতাসা
আমার মৃত্যু হবে কোন এক বৈশাখে
আমের মুকুলের গন্ধে চারপাশ ভরে থাকবে
আমার মৃত্যু হবে কালবৈশাখি কোন এক দিনে
দূরে কোন এক মসজিদে আজান ভেসে আসবে
কিন্তু আমি শুনবোনা।
©somewhere in net ltd.