![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সারাজীবন আফসোস করবা
আমারে না পাওয়ার আফসোস
আমাকে আর দেখতে না পাওয়ার আফসোস
দু হাত বাড়িয়ে ধরতে না পারার আফসোস!
কখনো যদি অন্য পুরুষের আসক্তি চলে আসে
তার জন্যে তোমার হৃদয় ভাসে
খিল খিলিয়ে হেসে উঠো তার কথায়
পরক্ষনেই মনে পড়বে আমার কথা
মাথা ছাঁড়া দিয়ে উঠবে আমাকে না পাওয়ার ব্যথা।
তখন তুমি আফসোস করবা
আমাকে না পাওয়ার আফসোস!
কখনো গভীর ঘুমে মগ্ন থেকে
শান্তি খুঁজো অন্যের বুকে
নাক মুখ ডুবিয়ে রেখে হঠাৎ তুমি
হারিয়ে যাবা অন্য সুখে
পরক্ষনেই আমাকেই তোমার মনে পড়বে!
মুখের হাসি উড়ে গিয়ে কোথায়
কালোমেঘের ছায়া সেথায়
আমাকেই তুমি খুঁজবা,
আর আফসোস করে পুড়বা,
আমাকে না পাওয়ার আফসোস।
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৫
ইস টু ফিড বলেছেন: হয়তো! আবার হয়তো না!
২| ০৯ ই মে, ২০২২ সকাল ১১:০৯
শায়মা বলেছেন: আফসোস করেই কি হবে আর ভাইয়ু?
এই কবিতা কি হাহাকার দুঃখ নাকি অভিশাপ!!
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৬
ইস টু ফিড বলেছেন: যার বুঝার সে পড়লে নিশ্চই বুঝে যাবে! কবিতা পড়া ও কমেন্ট এর জন্য ধন্যবাদ
৩| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যর্থ প্রেমের উপখ্যান।
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৬
ইস টু ফিড বলেছেন: হয়তো!
৪| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:১৮
বিজন রয় বলেছেন: পৃথিবীতে কারো কারো আফসোস করা ভাল।
তাদের দেখে যেন অন্যরা শিখতে পারে।
আফসোসসসসসসসসসসস!!!
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৬
ইস টু ফিড বলেছেন:
৫| ১০ ই মে, ২০২২ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৭
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ ব্রাদার
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০২২ রাত ২:২৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: প্রতিটি মেয়ে প্রাক্তনকে মিস করে। কেহকে কষ্ট দিয়ে উত্তম জীবন সঙ্গী কখনোই পাওয়া যায়না। অনেকে সুখের থাকার অভিনয় করে কিন্তু তার হৃদ মাজারে সারাক্ষণ আপনার পোস্টে উল্লেখিত আপসোস রয়ে যায়। আর গান শোনে ' তরে হৃদ মাজারে রাখবো ছেড়ে যাবনা'![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)