![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই তুমি আমার শূণ্যতায় বিলীন হয়ে যাও
যেমন করে কৃষ্নগহ্বরে হারিয়ে যায় গ্রহ নক্ষত্র,
আমার বিরহে তুমি জেগে থাকো-
সংগি হারা পেঁচার মত বিলাপ করো সারারাত।
একাকি চাঁদ হয়ে ভেসে বেড়াও তোমার স্মৃতির আকাশে,
প্রদক্ষিন করো আমাকে
চুঁয়ে দেখার তীব্র আকাংখা নিয়ে;
কিন্তু আমাকে আর পাবেনা!
আমার বিরহে তুমি রক্তাক্ত হও
ক্ষত বিক্ষত হও আহত হও
পাঁজর থেকে তোমার চাঁপা চিৎকার ভেসে আসুক তবু,
আমাকে আর পাবেনা!
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৩
ইস টু ফিড বলেছেন: দুঃখিত
২| ২৯ শে মে, ২০২২ সকাল ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: একই জিনিস প্রথম পাতায় পরপর দুইবার হয়েছে। একটা মুছে দেন।
দ্বিতীয়টা এখনো মোছা হয় নি। ওটা প্লিজ মুছে দিন, ভালো দেখায় না।
কবিতা ভালো হয়েছে। সব প্রেমিক-প্রেমিকা এটাই চায়, তার প্রেমিকা-প্রেমিক যেন তার বিরহে বিলীন হয়ে যায়। কিন্তু, আমার রবিকাকা বলেছেন,
'আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি, দীর্ঘ বরষ মাস।'
ভালোবাসার মানুষটার প্রতি আমার নিজের কতখানি আন্তরিকতা আছে, সেটা বোঝানোতেই প্রেম, আমার জন্য সে কী হচ্ছে, করছে, তা জানার মধ্যে তেমন প্রেম নাই। যদিও, আমার বৈশিষ্ট্যও এমনই একরোখা
৩| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৯
রাজীব নুর বলেছেন: পোষ্ট করেই হাওয়া হয়ে যান। এটা দুঃখজনক।
০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪৪
ইস টু ফিড বলেছেন: দুঃখিত
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০২২ রাত ৩:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: একই জিনিস প্রথম পাতায় পরপর দুইবার হয়েছে। একটা মুছে দেন।