নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

এক অপ্রেমিকা কে ভালোবেসেছিলাম

০২ রা জুন, ২০২২ রাত ১১:২৩

আমার নিজের প্রতি করুনা হয়
আমি এক অপ্রেমিকা কে ভালোবেসেছিলাম
যার নিঃশ্বাসের বিষ বাষ্পে ভষ্মিভূত
আমার অন্তর, জীবন।
যাকে ভালোবেসে হয়েছি নিঃস্ব
পর হয়েছে আপনজন এই বিশ্ব।

আমি এক অপ্রেমিকা কে জড়িয়ে ধরেছিলাম
চুমু খেয়েছিলাম তার ঠোঁটে গালে বাহুতে
আমার জিব স্পর্শ করেছিল তার জিবে
তার স্পর্শ অপবিত্র করেছিল আমার আত্না
আমি আজ সুদ্ধ হতে চাই।
ঢুবে যেতে চাই এসিড ভর্তি ড্রামে
কুলি করতে চাই পবিত্র জলে।
এতে দেহ পবিত্র হবে হয়তো,
আত্নাকে আমি শুদ্ধ করবো কিসে?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



সেই নারী যদি কবিতা লেখে থাকেন, সেটাও ব্লগে আসার দরকার আছে।

০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৭

ইস টু ফিড বলেছেন: না ও ব্লগে নেই! অন্য কারো বুকে লুকিয়ে আছে হয়তো!

২| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হাহাকার ভরা কবিতা।

০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৪২

ইস টু ফিড বলেছেন: :)

৩| ০২ রা জুন, ২০২২ রাত ১১:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সোনাগাজী বলেছেন:



সেই নারী যদি কবিতা লেখে থাকেন, সেটাও ব্লগে আসার দরকার আছে।


হা হা হা

০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ইস টু ফিড বলেছেন:

৪| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা রচনার বেসিকের উপর আপনার ভালো দখল আছে, যা আমাদের অনেক পুরোনো ব্লগারের মধ্যেও অনুপস্থিত। তো, এখন আপনার কাজ হলো এ দুটো :

১। বানানের প্রতি নজর দিন। এই পোস্টের নীচের দিকে যেয়ে দেখুন - বাংলা বানানের প্রমিত নিয়ম। এর পেছনে ১ ঘণ্টা সময় ব্যয় করুন, বাকি জীবন ঘরে বসে খাবেন, আই মিন বিশুদ্ধ বানানে লিখবেন :)

২। প্রতিটা কমেন্টের ডানে দেখুন সবুজ একটা বাম দিকে বাকানো অ্যারো-সিম্বল আছে। ওটাতে ক্লিক করুন, একটা রিপ্লাই বক্স আসবে। প্রত্যেক কমেন্টের আলাদা আলাদা উত্তর দিন, তাহলে কমেন্টদাতা খুশি হবেন।

একই সাথে, প্রথম পাতায় পর পর আপনার একাধিক পোস্ট যেন না আসে, সেদিকে খেয়াল রাখুন।

শুভেচ্ছা নিয়েন।

৫| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২

ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.