![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথের মাঝেই পথ হারানো এক ক্লান্ত পথিক আমি জীবনপথের ঠিকানা হারিয়ে ছুটে বেড়াই দিক-বিদিক, ছুটতে ছুটতে আজ বড্ড ক্লান্ত !!!
নির্বাসন
________
তোমরা আজ আমায় নির্বাসন দিয়েছো
দীপান্তরে নির্বাসিত আজ আমি-
"রবিনসন ক্রুসো"
দীর্ঘ শশ্রু আর আর কেশ ঢেকে ফেলেছে
আমার বাহ্যিক জিয়োগ্রাফি ।
ধারাল বক্র নখগুলো
আমাকে রুপান্তরিত করেছে
হায়না সাদৃশ্য হিংস্র শ্বাপদে,
তোমাদের সভ্যতা ! থেকে আজ আমি বিতাড়িত
আমার হাতের তালুতে দৃশ্যমান-
একটি খরাপিড়ীত দেশের মানচিত্র,
দু"চোখের তারায় প্রষ্ফুটিত
যথাক্রমে-
শোষিতের জন্য স্বজন প্রীতি
শোষকের জন্য র্দুজয় দাবানল ।
আমার দুই ঠোঁটে তামাকের কড়া গন্ধ
আর স্বাধীনতার সাহসী সংলাপ ।
কন্ঠে আমার "কবিতা" নামের ভয়ংকর মারনাস্ত্র ।
রচনা কাল: ২৭ শে মার্চ ১৯৮৯
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
বেঙ্গল রিপন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে......
২৬ বছর আগের লিখা আমার এই কবিতা (কাল্পনিক মারনাস্ত্র) আমার পথচলার প্রেরনা হয়ে আছে আজো--
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কবিতা+
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
বেঙ্গল রিপন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
রুদ্র জাহেদ বলেছেন:
আমার হাতের তালুতে দৃশ্যমান-
একটি খরাপিড়ীত দেশের মানচিত্র,
দু"চোখের তারায় প্রষ্ফুটিত
যথাক্রমে-
শোষিতের জন্য স্বজন প্রীতি
শোষকের জন্য র্দুজয় দাবানল ।
ধারালো কবিতা
+++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
বেঙ্গল রিপন বলেছেন: ২৬ বছর আগের লিখা আমার এই কবিতা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো
৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: লাস্ট লাইনটা বেশি ভাল হয়েছে।
++
ভাল থাকবেন সবসময়।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫
বেঙ্গল রিপন বলেছেন: আপনিও ভালো থাকুন এবং আলোকিত থাকুন
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর, ব্ক্তব্যপূর্ণ কবিতা। তবে, আমার সন্দেহ হয়, কবিতা কেবল অক্ষমের কাল্পনিক মারনাস্ত্র নয় তো?